নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামুর নিক name ভুল হয়েছিল। এডিট করার চেষ্টা করেছিলাম। সামুতে নাকি নিক এডিট করা জায় না। তার মানে আমার নিকের সহজ বাংলা অর্থ হচ্ছে \" খান পানির জামাই ছেলে\" হাহাহায়াহাহ

খান বারির বর ছেলে

নিজেরে এখোনো জানতে পারি নাইরে ভাই..

খান বারির বর ছেলে › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীরে ধর্ষণ আর বলিউড স্টারদের ক্ষোভ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

কাশ্মীর।।।। প্রায় ৭০ দিন ধরে কারফিউ। ভারতীয় সেনারা কোনটা ছেড়ে কোনটা খাব স্টাইলে মেয়েদেরকে রেপ করছে। বাধা দিলে মা বাবা ভাইদের হত্য করছে। এইসব ছবি fb তে ঘরাঘুরিও করছে। বলিউড স্টারদের কোন মাথাব্যথা নেই। কিন্তু সম্প্রতি বোমা হামলায় সে সব রেপিস্টদের মৃত্যুতে তাদের গভির শোক।

জাতিসংঘ সিরিয়ায় সমস্ত ত্রান কর্মসূচি প্রত্যাহার করেছে। কাদের দোষে কে জানে? কিন্তু সমস্যা হচ্ছে মুসলমানদের। একদিকে আইএস অন্যদিকে international armies. মুসলিমরা পাটা পুতায় পিষ্ঠ।

বড় বড় মানবতাবাদী নাস্তিকরা দেখি এখনো নিশ্চুপ। দেশকে কলংকমুক্ত করে নিজের দেশ অনিরাপদ ঘোসনা দিয়ে বাইয়ে রাজনৈতিক আশ্রয় নিচ্ছে। এখন তারা তাদের আশ্রয় দীর্ঘমেয়াদি করার জন্য এন্টিইস্লামিক কথা বলছে। মাঝে মাঝে বাংলাদেশের সমালোচনাও করছে।

সাম্প্রতিক আমার অবস্থা ভাল যাচ্ছে না। কয়েকদিন আগে আম্মুর heart অপারেশন। তারপরে আমার ৫ দিন ধরে আমার কিডনিতে অসহ্য ব্যথা জর। আম্মু বলছে আল্লাহ্‌ কাছে দোয়া করতে। করিও। কিন্তু আবার বলি থাক আল্লাহ কাশ্মীর আর সিরিয়ার দোয়া গুলো একটু শুনুক। আমার তো আর জান নিয়া সমস্যা না। আমার জন্য দোয়া একটু পরে করি

তথ্যগত অথবা বানান ভূল হলে ক্ষমাপ্রার্থনা করছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেইম!!

ধক্কিার জাতিসংঘ!!!!!

পূর্ব তিমুর পলকে স্বাধীন করে দিতে পার- আর কাশ্মীর নিয়ে অর্ধ শতাব্দীতেও টনক নড়ে না!

ধিক্কার সুশীল গং মানবতাবাদী গং“!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: শেইম!!

ধক্কিার জাতিসংঘ!!!!!

পূর্ব তিমুর পলকে স্বাধীন করে দিতে পার- আর কাশ্মীর নিয়ে অর্ধ শতাব্দীতেও টনক নড়ে না!

ধিক্কার সুশীল গং মানবতাবাদী গং“!

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: @ভেজা বেড়ালঃ পৃথিবীর বেশ কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু কাশ্মীরের মানুষের মত সৎ এবং ভাল মানুষ আমি কোথাও দেখিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.