নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামুর নিক name ভুল হয়েছিল। এডিট করার চেষ্টা করেছিলাম। সামুতে নাকি নিক এডিট করা জায় না। তার মানে আমার নিকের সহজ বাংলা অর্থ হচ্ছে \" খান পানির জামাই ছেলে\" হাহাহায়াহাহ

খান বারির বর ছেলে

নিজেরে এখোনো জানতে পারি নাইরে ভাই..

খান বারির বর ছেলে › বিস্তারিত পোস্টঃ

খতিব সাহেবের ভারত প্রেম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

কাশ্মীরের জন্য মন কাদে। সবকিছুর মাঝে কাশ্মীর সম্পর্কীয় ভাল কিছু শুনতে ইচ্ছে হয়। শুনিও।।। আবার কিছু মানুষ বলে কাশ্মীর স্বাধিন হলে নাকি আরেকটা সন্ত্রাসী রাস্ট্রের জন্ম হবে। এ জাতীয় কথায় মনও খারাপ হয়। তখন নিজেকে বলি থাক যার মত তার কাছে।

আজকে জুম্মায় মসজিদে একটু আগেই গেলাম। হুজুরের ক্ষুদবা শুনতে। আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদটা বিশাল। আর দানকারির সংখ্যাও কম নয়। তারপরেও হুজুরের বলা প্রত্যেকটা হাদিস কেন মসজিদে দান সম্পর্কিত হয় বুঝলাম না। আমি যতদূর জানি ক্ষুদবায় সাধারণত সমসাময়িক সমস্য অথবা ঘটনা নিয়ে আলোচনা হয়। বর্তমানে কাশ্মীর সমস্যা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের খতিব সাহেব এই প্রসংগ নিয়ে একটি কথাও বললেন না। ফরজ নামাজের পরে মোনাজাতেও এই প্রসংগে তিনি কিছুই বলে নাই। শুনেছি প্রধান ক্ষুদবা নাকি সরকার নির্ধারণ করে দিয়েছে। তাহলে কি কাশ্মীর নিয়ে কথা বলাটাও সরকার নিষেধ করে দিয়েছে। কারন কাশ্মীর নিয়ে কথা বললেই তো ভারতের বিরুদ্ধে কথা বলা হয়। নাকি খতিব সাহেবের স্ত্রী কন্যার প্রিয় ভারতীয় পোশাক আর স্টার জলশার পাখি তাকে মুসলিম ভ্রাতৃত্ব থেকে দূরে রেখেছে।

আরেকটা কথা, হুজুরে কিন্তু বাইরে দারাইয়া থাকা গরিব দুঃখি অসহায় ভিক্ষুকদের সাহায্য সম্পর্কিত কোন হাদিস কখনোই বলে নাই।

ব্যকরন এবং বানান ভূলের জন্য ক্ষমাপ্রার্থনা করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.