নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামুর নিক name ভুল হয়েছিল। এডিট করার চেষ্টা করেছিলাম। সামুতে নাকি নিক এডিট করা জায় না। তার মানে আমার নিকের সহজ বাংলা অর্থ হচ্ছে \" খান পানির জামাই ছেলে\" হাহাহায়াহাহ

খান বারির বর ছেলে

নিজেরে এখোনো জানতে পারি নাইরে ভাই..

খান বারির বর ছেলে › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা আর আরবজাতি

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

সেদিন নিউজে দেখলাম দুবাইর প্রেসিডেন্ট লন্ডনে তার গাড়ি আর ড্রাইভারদের থাকার জন্য ফাইভ স্টার সমমানের অট্টালিকা বানাইছে। হুজুর মায়ানমারের ব্যপারে চুপ।

সউদি আরব বিশাল একটা অর্থ ইনকাম করে হজ্জ দিয়ে। সেদিন দেখলাম সেই দেশের এক যুবরাজ কিম কার্দিশিয়ান লগে রাইতে এক বেলা খাবার জন্য ১ মিলিয়ন ডলার অফার করেছে।

কি একটা বিয়ে আছে নাকি ইসলামে। কন্ট্রাক্ট বিয়া। মানে টাকার বিনিময়ে কয়েকদিনের জন্য বিয়ে। সিরিয়ান রিফিউজি ক্যম্পে আরবের কতিপয় বড় ধনওয়ালা ( পয়সাওয়ালা) সেই মাসায়েলখানা খুব ভালোভাবে কামে লাগাইসে। মানে এইসব দামি সোনার (gold) গাড়ির মালিকরা মুসলিমের বিপদে এইভাবেই এগিয়ে আসে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

পদ্মপুকুর বলেছেন: আমরা বাঙলাদেশিরা একটা জিনিষ খুব ভাল পারি, সেটা হল অন্যের দোষ ধরা। আপনি ব্যক্তিগতভাবে কি করছেন ওদের এই বিপদে? যদি এই প্রশ্ন ওঠে, কোন উত্তর আছে?

২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

খান বারির বর ছেলে বলেছেন: আমি বুঝতে পেরেছি আপনিও বাঙালি। তাই আপনিও আমার দোষ ধরলেন। এইবার আপনার প্রশ্নে আসি। ভাই আমাকে কি আপনার কোন নেতা মনে হয়? ফেবু তে পোস্ট দেইখা যদি আমার চোখের পানি বের হয় তাহলে ক্ষমতা থাকে অনেক কিছুই করতে পারতাম। কারো দোষ ধরতাম না। আর যখন অন্যদেশে কোন কিছু থাকে তখন আমাদের মত সাধারন মানুষ কিছুই করতে পারে না।

২| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

আশরাফ ও নীল বলেছেন: আপনার প্রো পিক দেখে তো মুসলিম বলেই মনে হয়। তাহলে বলেন দেখি এই কন্ট্রাক্ট ম্যারেজ নামের এই বালছাল ইসলামের কোন বিধানে আছে?

২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২

খান বারির বর ছেলে বলেছেন: লেখাটা ভালো করে পড়েন নাই ভাই। আমি বলেছি "কি নাকি একটা বিয়ে আছে ইসলামে" " কি নাকি" এই শব্দটার মানে হচ্ছে আমি শিওর না। আপনার নাম দেখে মুসলিম মনে হয় ভাই আমারে একটা মাসায়েল বলে দেন। সামি আল্লাহ হুলিমান হামিদাহ। এইটা কি রুকু থেকে উঠার সময় পড়তে হয় নাকি উঠে দাড়াইয়া পরতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.