নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক অভিজিৎ লোকান্তরে, লক্ষ অভিজিৎ ঘরে ঘরে........

খান আসিফ তপু

আমাদের জীবনগুলো আসলে একেকটি উপন্যাস, সুন্দর মলাটে বাধানো হাজার পৃষ্ঠার উপন্যাস। উপন্যাসের শুরু হয় জন্মে আর শেষে থাকে মৃত্যু। উপন্যাস জুড়ে থাকে অসংখ্য ছোটগল্প,থাকে ভাঙ্গা গড়ার খেলা। সেই উপন্যাসের মূল চরিত্র আমরা নিজেই। আমাদের ঘিরে থাকে অসংখ্য পার্শ্বচরিত্র। কোন চরিত্র থেকে যায় পুরো উপন্যাস জুড়েই। আবার কোন পার্শ্বচরিত্রের বিচরণ থেমে যায় ক্ষুদ্র পরিসরেই। সে চরিত্রকে পেছনে ফেলে এগিয়ে যায় উপন্যাস। চলে আসে নতুন নতুন গল্প,নতুন নতুন চরিত্র। \nউপন্যাসে কখন কোন গল্প শুরু হবে,কে আসবে সবই ঠিক করেন লেখক। তার কলমের আচড়ে লেখা হয়ে যায় উপন্যাসের মানুষ গুলোর ভবিতব্যতা। সত্যি ঈশ্বর মহান লেখক............

খান আসিফ তপু › বিস্তারিত পোস্টঃ

টিপিক্যাল বাংগালি

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

বেশ ভালো মতন পরিস্কার পরিচ্ছন্ন জায়গাকে যদি নস্ট করতে চান, সেখানে স্রেফ একটি সাইনবোর্ড লাগায় দিন। সাইনবোর্ডে লেখা থাকবে, এখানে প্রশাব করা নিষেধ। দেখবেন দু'একদিনের মধ্যেই স্থানটি মোটামুটি পাবলিক টয়লেটে পরিণত হয়ে গেছে!

আপনি যদি এক কাঠি সরেস হয়ে সেখানে লিখে দেন, এখানে প্রসাব করিবেন না, করিলে ৫০ টাকা জরিমানা। তারা আরো দেড় কাঠি সরেস হয়ে আপনার লেখাটি নিজ উদ্যোগে সংশোধন করে লিখবে, এখানে প্রসাব করিবেন, না করিলে ৫০ টাকা জরিমানা!

কারো বাড়ির দেয়াল নোংরা করতে চান? দেয়ালে লিখে দিন এখানে পোস্টার লাগানো নিষেধ। দেখবেন, কোলকাতা হারবাল সহ নানান প্রোডাক্টের পোস্টারে দেয়াল আর দেয়াল নাই। লোকজন মহাউৎসাহে আলুর আঠা দিয়ে পরম মমতায় পোস্টার সেটে দিচ্ছে।

এরকম আরো উদাহরণ আছে। এই যেমন, যেখানে হর্ন বাজানো নিষেধ সেখানে দেখবেন সমানতালে হর্ন বেজে চলছে!

আফসোস বড়ই, আফসোস!

ধরুন, আপনি কারো মেধা/প্রতিভা নস্ট করতে চাচ্ছেন, তাকে প্রশংসার সাগরে চুবায়া দেন। দেখবেন, বেচারা আত্নতুস্টিতে ভুগতে ভুগতে আবুল হয়ে গেছে।

আপনি একজন মহাপুরুষ কিংবা ফেরেস্তা টাইপ কাউকে আমজনতা বানাইতে চান। কিচ্ছু না, জাস্ট একটা সুন্দরি ললনা তার জীবনে এন্ট্রি করায় দেন।

এবার একটু বৃহত্তর অর্থে বলি, ধরুন একটি জাতিকে ধ্বংস করতে চান। তেমন কিছু করতে হবে না, পরিক্ষার সপ্তা খানেক আগে প্রশ্ন ফাস করায় ফেসবুকে দিয়ে দিন।

রোদে পুড়ে বৃস্টিতে ভিঝে, লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত গৌরবময় স্বাধীনতার মহিমাকে ধুলায় মিশিয়ে দিতে চান, জানোয়ার রাজাকার গুলানরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বারডেমে ভর্তি করায় জামাই আদরে রাখেন।

ইটস ট্যিপিক্যাল বাংগালি সাইকোলজি! জানেন কি না, বাংগাল শব্দটা অনেক জায়গায় গালি হিসেবে ব্যবহৃত হয়।

আফসোস, বড়ই আফসোস।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

ইলি বিডি বলেছেন: জানেন কি না, বাংগাল শব্দটা অনেক জায়গায় গালি হিসেবে ব্যবহৃত হয়।
জানি ত ভাই।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

খান আসিফ তপু বলেছেন: আফসোস বড়ই আফসোস

২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আফসোস, বড়ই আফসোস।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

খান আসিফ তপু বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.