![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি
তোমার নাকের ডগায় দেখেছি ভোর
একটি প্রলাপবাক্য রাত্রির শিয়রে,
বিষন্ন মাছি ভাসছে দেখো ভাসছে
বিষের থালার উপর।
তোমার নতুন প্রেমিকটিকে সেদিন দেখলাম
বত্রিশ নম্বর সড়কে,
ইচ্ছে করেছিলো 'সমগ্র বাংলাদেশ এক টন'
লিখিত কোন ট্রাক দিয়ে পিষে দেই
তার প্রতিটি পদচিহ্ন,থামিয়ে তার হৃদপিন্ড!
কে কতটুকু হেরেছি, জিতেছি সেসব
হিসেব করা রাস্তায় হাটা প্রেমিকযুগল
নতুন স্বপ্নে বিভোর, আমার হাসি পায়।
আমি আজ এত অবাঞ্চিত যেন আমায়
দেখলে মুখ লুকোয় নির্লিপ্ত কাকেঁর দল
এখন আমার হেটে যাওয়া রাস্তায় নাক
শুকে উল্টো দিকে দৌড় দেয় প্রভুভক্ত কুকুর!
আমার দেখা পেলে সদ্য প্রস্ফুটিত
নীল পদ্ম ডুব দেয় অতল জলে।
আমায় দেখলে উড়ে যায়
ঝাক ঝাক অতিথি পাখির দল।
কোন হৃদয়হীন শিকারীর গুলির
শব্দে যেভাবে পালানো উচিত।
আজকাল তোমাকে পৃথিবীর সর্বোচ্চ
কষ্টটি দিতে ইচ্ছে হয় !
আমার একপাক্ষিক প্রেমের কবিতা এত তীব্র
একবার তোমার যে কানে প্রবেশ করবে
সে কানে আর কোন দিন কারো প্রনয়বাক্য
শুনবে না, যেন চির বধির তুমি!
বুঝবে,
পৃথিবীতে কেবল কবির ভালবাসাই সত্যি
পৃথিবীতে কেবল কবিতাই সত্যি।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
প্রতিভাবান অলস বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪
ধ্রুবক আলো বলেছেন: পুরো কবিতাই ভালো লেগেছে +++
দ্বিতীয় স্তবকটা ইউনিক হয়েছে।
শুভ ব্লগিং, আপনার নিক টা খুব সুন্দর।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৭
প্রতিভাবান অলস বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে কৃতার্থ হলাম। প্রশংসার শুনে খুশী হলাম। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কাব্য তৈরি করেছেন ভাই। বেদনাবোধ আর কষ্টের কথামালায় দারুণ সাজিয়েছেন ভাই।
শুভকামনা আপনার জন্য।