![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি
যখন নির্জনতা খুজতে খুজতে
তুমি ক্লান্ত!
অসহায় তুমি ঠায় দাড়িয়ে থাকো
বিষন্নতার নদীর পাড়ে।
তখন একবার ভেবে দেখো,
ওই সবুজ শ্যাওলা ভরা পথে
তুমি কেমন করে পিষ্ঠ করে গেলে
সেই সব ভালবাসা।
যা আমি তোমাকে দিতে চেয়েছি
একবার,দুইবার কিংবা শতসহস্রবার
এই তীব্র ভীরের মাঝে
এই নিষ্ঠুর শহরে
কেমন মেক-আপ গলা রোদ পড়েছে
দেখেছো?
শহর ব্যস্ত হতে হতে আমি
ক্লান্ত হই স্বপ্ন বুনে।
কি অসংল্গ্ন একলা আমি
বিস্মৃত নয়নে তোমাকে দেখি
শত মানুষের মাঝে তুমি
একমাত্র অমানুষ হয়ে দেখা দাও।
মৃদু দোলা দাওয়া প্রেম
এখন কেমন করে সম্প্রসারিত হয়
তুমি একবার এসে দেখে যাও
হে হৃদয়হীনা ।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৩
প্রতিভাবান অলস বলেছেন: কোন এক হৃদয়হীনা'র গুনেই হয়তো আজ এই লিখা। হৃদয়হীনারাই যে কলমে, কি-বোর্ডে শক্তি জোগায়
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০০
প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯
এনজেল৩০ বলেছেন: কেন শুধু হৃদয় হীনাদের নিয়ে গল্প কবিতা লেখা হয়? সব মেয়েরা তো হৃদয় হীনা না