![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি
আমি কোন কালেই পুরোদস্তুর
কবি ছিলাম না!
কখনো প্রেমিক, কখনো ক্রিকেটার
কিংবা কখনো বাউন্ডুলে ছাত্র।
কেবল তোমার কথা চিন্তা করলেই
আমি কাব্যের প্রলাপবাক্য বকতে পারতাম।
কেবল তোমার কথা চিন্তা করলেই
হয়ে যেতাম মহাপ্রেমিক,মহাকবি,
হয়তো মহাপুরুষ!
কেবল তোমার চিন্তা করলেই
পাড়ি দিতে পারতাম সপ্ত আকাশ,
নক্ষত্রমন্ডলী।
কেবল তোমার কথা চিন্তা করলেই
আমি মালা পড়াতে পারতাম
দুরন্ত চিতার গলায়।
কেবল শুধুমাত্র তোমার কথা
চিন্তা করলেই আমি আরো সুন্দরতম,
আরো ভয়ঙ্কর,আরো নিষ্ঠুর সব
প্রলয়ঙ্কর কান্ড ঘটাতে পারতাম।
কিন্তু এখন কেবল তোমার কথা,
শুধুমাত্র তোমার কথা মনে হলেই
আমি গুমড়ে কেঁদে উঠি,
দুমড়ে মুচরে আচড়ে উঠে বিশাল ছাতির বুক।
এখন তোমার কখা মনে হলেই
আমি পৈশাচিক হয়ে উঠি,
ভাঙচুর করতে ইচ্ছে হয় সবুজ মাঠ।
এখন শুধু তোমার কথা মনে হলেই
পারমানবিক বোমা ফেলে গুড়িয়ে
দিতে ইচ্ছে হয় গোটা পৃথিবীটাকে !
এই পৃথিবীর সব পবিত্র কিংবা
অপিবত্র মানুষ ধ্বংস হোক, ধুলোয়
মিশে যাক, সভ্যতা লুটিয়ে পরুক।
আমিও সেই মানুষদের সাথে
হারিয়ে যাবো।
তখন এই পৃথিবীতে শুধু তুমি কেবলমাত্র
তুমি বেঁচে থাকবে।
তবুও, যদি বুঝতে পারতে ঠিক
কতটা শুন্যতা পেয়ে বসেছিল আমাকে!
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৬
প্রতিভাবান অলস বলেছেন: মাথাটাথা গরম আছে, পারমানবিক বোমা ফেলতেও পারি
ধন্যবাদ মন্তব্যের জন্যে
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭
আখেনাটেন বলেছেন: এখন শুধু তোমার কথা মনে হলেই
উনার কথা এভাবে মনে করবেন না। শেষে না অামাদের সকলের ভবলীলা সাঙ্গ হয়।
পারমানবিক বোমা ফেলে গুড়িয়ে
দিতে ইচ্ছে হয় গোটা পৃথিবীটাকে !--ভাই মাফ চাই
চলুক কবিতার জয়োধ্বনি। ভালো।