![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি
আমার মন একটা কাক পক্ষী!
অদ্ভুত সুন্দর কালচে বেদনাগুলো,বারবার
ফিরে আসে মনের দক্ষিন-পশ্চিম পাশে।
কি সাবলীল কি নিখুঁত দুঃখের আনাগোনা।
নতুবা নরম আকাঙ্খা ঘুরেফীরে প্রতিবার
প্রতিধ্বনিত হয় কিংবা
আর্তনাদে ভেঙ্গে ফেলে নিবিড় আত্মঅহংকার;
অথবা চুপচাপ পরে রয় শুভ্র তুষারের মত চাঁদের আলোয়।
একেক পৃষ্টায় পার হয়ে যায়;
তবুও মনোরম চাহনীতে আটকে থাকা
কিছু নিষিদ্ধ কাব্য চর্চা হয়।
এমন আকষ্মিক বেড়াজালে বন্ধী হয়ে তুমি;
ঘুড়ি উড়ছে, নাটাই তোমার হাতে।
বেমাক্কা ধাক্কা সামলে উঠতে না পেরে
ছিড়ে পড়ছে ঘুড়ি, সুতো, কিছু ছেলেমানুষী কষ্ট।
কষ্টের নামে কিছু মিথ্যে অভিনয়, কিছুটা প্রলাপ।
অনেকখানি ভন্ডমী, আরো খানিক ভাউন্ডুলে হয়ে উঠা।
নরম কাদামাটির নানান আকৃতি
জ্বলে পুড়ে শুদ্ধতম প্রতীক;
অথচ এই কাক পক্ষীই বেঁচে থাকে,
হয়ে এক পুরনো ভড়ংদার প্রেমিক!
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
প্রতিভাবান অলস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৬
নোমান প্রধান বলেছেন:
বেশ ভালো লেখনি আপনার, কিছু মনে না করলে দাগ দেয়া বানান গুলো এডিটে ঠিক করে নেবেন ।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
প্রতিভাবান অলস বলেছেন: : বানান ভুল হয়েই যায়! কিছু বানান কনফিউশানে কিছু অনিচ্ছাকৃত ভাবে কষ্ট করে পুরোটা পড়ে ভুলগুলো ধরে দেবার
জন্য আন্তরিক ধন্যবাদ।
এবং মন্তব্যের জন্য আরো একবার ধন্যবাদ।ভাল থাকবেন :-)
৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
প্রতিভাবান অলস বলেছেন: আহা!
৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
জনৈক অচম ভুত বলেছেন: কোকিলের পাশে কাক পক্ষীদের ঠাই হয় না। আর হলেও, বেমক্কা ধাক্কার মানসিক প্রস্তুতি রাখতে হয়।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
প্রতিভাবান অলস বলেছেন: কোকিল থেকে কাঁক কেই আমার বরাবর বেশী ভাল লাগে। কোকিল কিন্তু কাঁকের কাছে ঋনী, সেক্ষেত্রে কাঁকদের অগ্রাধিকার দেয়া উচিত।
ধন্যবাদ মন্তব্যের জন্য ভুত
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪
মিঃ সালাউদদীন বলেছেন: অলস হলেও প্রতিভাবান !