![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি
নির্লিপ্ত আকাশের নিচে শুন্য পকেটে হেটে চলা,
চোখে ঝকমক করছে অশ্রবিন্দু।
কান্নার রেখা গাল থেকে তখনো শুকোয় নি ;
কিছুক্ষন পর পর মনে পড়া প্রেয়সী
হারিয়ে গিয়েছে গত পরশু।
তারপর থেকে বিদ্ধস্তপ্রায় আমি
কেবলি ভাঙছি মনের আকাশ।
নিংড়ে বের হচ্ছে নিয়তি, কি নির্মম!
কেমনতর ব্যাথাতুর মন চঞ্চল চিত্তে
প্রতিধ্বনিত হয়ে ফিরছে।
যেন, এ মনে কখনো সে ছিল না
যেন, বহুকাল তৃষ্ণার্ত আমি
অমৃতের সন্ধান পেয়েও হারিয়েছি।
সেই ঠিকানা টা জানো?
যেখানে চিঠি পাঠালে ছলকে ছলকে বের হবে ভালবাসা!
ভালবাসা'র কথায় মনে পড়লো,
এসব নাকি মধ্যবিত্তের ভীমরতি ;
যেন, মাটিতে দাড়িয়ে মেঘে হেটে চলার স্বপ্ন।
কিছুটা অলীক, কিছুটা ভ্রান্তি
থাকুক না, তোমার না থাকা জুড়ে।
না থাকা জুড়ে বেঁচে উঠুক আরো কিছু স্বপ্ন
যদিও স্বপ্ন ভাঙা শব্দের কম্পন এখনো শেষ হয়নি!
শেষ হয়নি অাধ খাওয়া ভাতের প্লেট টাও
তার আগেই সব ভেস্তে গেলো।
যাক, হয় এমন
এ আর নতুন নয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩১
প্রতিভাবান অলস বলেছেন: মেলানকলিক" শব্দের অর্থ কি?
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬
ইরিবাসের রাত বলেছেন: মন কেমন করা, বিষাদগ্রস্থ, এই তো মেলানকলিক। বিষাদের মধ্যেই তো প্রকৃত সৌন্দর্য্য নিহিত সবসময়ে। অসংখ্য শুভকামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪১
প্রতিভাবান অলস বলেছেন: শব্দভান্ডারে নতুন কিছু যোগ করার জন্যে অাবার ধন্যবাদ
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিষাদের নামই মেলানকোলিক। কবিতা ভাল লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪২
প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবা
:-)
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩
সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো...++++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪
প্রতিভাবান অলস বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০
প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধতায় হৃদয় ভরে গেল।
শুভ কামনা রইল।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
প্রতিভাবান অলস বলেছেন: শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
ইরিবাসের রাত বলেছেন: বহুকাল পরে ফিরলুম ব্লগে। প্রথমেই এমন অদ্ভুত মেলানকলিক কবিতা খানা পড়ে হৃদয় ভরে গেল।
জয়তু কবি, আরো লিখুন।