![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তালেবানদের হাতে পাকিস্তানের আর্মি স্কুলের দেরশর মতো ছাত্র নিহতের ঘটনায় বিশ্ব জুড়ে এক প্রকার মাতম শুরু হয়েছে। পাকিস্তান সরকার রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছে। আর্মির সন্তান না হয়ে কোন আম স্কুলে এভাবে হামলা হলে এরকম প্রতিক্রিয়া দেখানো হতো কিনা কে জানে।
যেভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তাতে করে মনে হচ্ছে, দখলদার ইসরাইলের হাতে নিহত হাজার হাজার ফিলিস্তিনী নবজাতকরা সম্ভবত মানবাধিকার শুন্য অবস্থায় পৃথিবীতে এসেছিলো। তাদের হত্যা করা সম্ভবত জাতিসংগের যে কোন সনদ দ্বারা বৈধ ছিলো। পাকিস্তানের আর্মির সন্তানদের রক্ত দেখে যাদের হৃদয় বিগলিত হচ্ছে তারা কি ফিলিস্তিন, কাশ্মির আর মিশরের শিশুদের হত্যার সময় হিস্টোরীয়া রোগে আক্রান্ত ছিলেন? এসকল অন্ধ, কানা, বধির মিডিয়ার কথায় আমরা এত প্রভাবিত কেন হচ্ছি ?
পাকিস্তানের মাটিতে বসে থাকা আমেরিকার এজেন্ট মালালা ভানুও চোখের পানি নাকের পানি এক করে ফেলেছেন। কই তিনি তো পাকিস্তানে ড্রোন হামলা সহ দখলদার ইসরাইলি বর্বর হামলায় ফিলিস্তিনি শিশু, নবজাতক হত্যার প্রতিবাদে আমেরিকার কনসাল্টে দেওয়া কথিত বিশ্বসেরা পুরস্কার নামের মুসলিম বিদ্ধেষীদের প্রমোট স্টেজ ‘নোবেল পুরস্কার ’ গ্রহনে অপারগতা প্রকাশ করতে পারলেন না।
তার নিজ ঘরের ভিতর আমেরিকার ড্রোন হামলায় হাজার হাজার শিশু প্রান হাড়িয়ে, এই ড্রোন বিষয়ে একটি প্রতিবাদী স্টেটাসও তিনি লিখতে পারলেন না কেন ? বিদেশী প্রভূরা খুশি হয় এমন কাজে যারা অহরহ নিয়োজিত তাদের নাকের পানি চোখের পানি মিশ্রিত কথিত শিশু প্রেমী সমালোচনায় তালেবানদের হামলাকে যাষ্টিফাই করার মতো বোকামী আমি করবো না।
তালেবানরা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা দিয়েছে কিনা আমি জানি না, তবে নিজেদের ওপর কৃত যে কোন জুলুমের যোগ্য প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে। এই বিষয়ে ঘরে বসে থেকে মন্তব্য করে কোন ফায়দায় নেই। তালেবানদের শিশু সন্তানরা দলে দলে নিহত হয়েছে, দেশে বিদেশে কোন মিডিয়া সেটা হাইলাট করতে সাহস করেনি। যে মিডিয়া সকল সত্যকে এক করে দেখে না, আড়চোখে তাকিয়ে নিউজ করে, সেই সব ফাসেক মিডিয়ার দেওয়া তথ্য মতে আমি কোন দল ও ব্যক্তির সমালোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই।
(অপু আহমেদের ফেসবুক থেকে)
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
জুলহাস খান বলেছেন: আপনি নিজেই ইসরাঈল মনোভাবের মানুষ
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮
রেজওয়ান26 বলেছেন: কোন ধরনের শিশু হত্যাই গ্রহনযোগ্য নয়। কিন্তু গাজায় শিশু হত্যা হলে মানবতা বিরোধী নয় আর পাকিস্থানে শিশু হত্যা হলে মানবতা বিরোধী হবে এটা ঠিক নয়। দেখুন ইসরাইল কি করেছে কয়েকমাস আগে ? নৃশংশভাবে ইসরাইল যখন শিশু হত্যা করেছে গাজায় তখন এই মাতম কই ছিল? একটি হত্যা অন্য হত্যার পথ সুগম করে।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬
সাইফুদ্দিন আযাদ বলেছেন: স্ট্যাটাসটি ফেসবুকে অপুদাদার টাইমলাইনে পড়েছি.. কথাগুলোর সাথে পুরাপুরি একমত, সামুতে শেয়ার করার জন্য ধন্যবাদ.
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৯
কলাবাগান১ বলেছেন: আপনি ব্লগে কি করছেন.... তালেবানদের সাথে গুহায় গিয়ে বসবাস করুন আর মানুষের কল্লা কেটে ধর্ম কায়েম করুন।
কাউকে বলতে শুনেছেন যে তালেবানের বিরদ্ধে কথা বলতে হলে, ইসলাইল দ্বারা শিশু হত্যা কে সমর্থন করতে হবে?? দুইটাই অসমর্থনযোগ্য
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১
এরশাদ বাদশা বলেছেন: রেজওয়ান ২৬ এর ছবিগুলো সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর পোস্টদাতার পোস্ট সম্পর্কে বলতে চাই, পথশিশু বলেন কিংবা প্রেসিডেন্ট এর শিশু বলেন, সবাই তো শিশুই, কচি প্রাণ। কোন অবস্থাতেই ওদের উপর বন্দুকের গুলি গ্রহনযোগ্য নয়। আর আপনি যেভাবে তালেবানদের প্রতিশোধ নেয়াকে জায়েজ করে দিলেন, তাতে এ পোস্টে আলোচনারও কোন সুযোগ নেই। এ পোস্ট এভয়েড করাই সর্বোত্তম।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
ওয়্যারউলফ বলেছেন: পরোক্ষ ভাবে আপনি বুঝিয়ে দিলেন তালেবান ও ইজরাইলের মধ্যে কোন পার্থক্য নেই । সহমত ! তবে বর্বর ইসরায়েলের পক্ষেও সম্ভব নয় নিজ দেশের এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করা ।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭
নতুন বলেছেন: শিশুদের লাশের সারি যদি আপনার মনতে ভারী না করে তোলে এবং তখনো আপনার মনে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে তবে মানবিকতায় কমতি আছে বলেই আমি মনে করি.....
বেক্তিগত ভাবে আমি পাকিদের অপছন্দ করি... এবং আমার সহকমী পাকী হলেও তাদের সাথে কখনো বন্ধুত্ব করতে পারিনাই... কারন মন থেকে তাদের কাছে টেনে নিতে পারিনা...পারবো না কোন দিন...
কিন্তু একসাথে এতো লাশ অবশ্যই মানুষের মনে দাগ কাটবে....যদি পাথর হৃদয় না হয়ে থাকে...
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬
ইমরান হক সজীব বলেছেন: োষ্ট রিপোর্টেড ।
এই উন্মাদ পোষ্টের জন্য ব্যান করার আহ্বান জানাচ্ছি ।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১
কৃষ্ণনগর বলেছেন: এই উন্মাদের দেয়া বেশীর ভাগ ছবি সিরিয়ার সেখানে আসাদ আর তার বিরোধী পক্ষের দ্বারা এই শিশু গুলি নিহত হয়েছে। এই ছবিগুলি ফিলিস্থানের বলে চালাইয়া দেয়ার মানে কি?
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
খেলাঘর বলেছেন:
আপনি নিজেই তালেবান মনোভাবের মানুষ