![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে এখন রিয়াল গণতন্ত্র চলছে। ক্ষমতাসীনরা ঢাকায় সমাবেশ করলেও বিরোধীরা পারবেনা। যা গণতন্ত্রের রিয়াল সঙ্গাও বটে।
বিরোধীরা যখন সমাবেশ করার জন্য প্রস্তুতি নেবে তখন সমাবেশে নিষেধাজ্ঞা। আর সরকার যখন চাইবে তখন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তারপরও তারা বলছে, তারা নাকি গণতন্ত্র চর্চা করছে। তাদের দল নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে আজ ঐতিহ্যবাহী হয়েছে।
কোথায় সেই গণতন্ত্রের নমুনা। বিরোধীদের আটকে রেখে কিভাবে গণতন্ত্র চর্চা করা যায় তা এর আগে কেউ জানতো না। আমাদের হাসিনা বুবু তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
বিরোধীদের আটকে রেখেও গণতন্ত্র চর্চা করা যায়। এটাই তো গণতন্ত্রের আসল অর্থ।
গণতন্ত্র তো আমাদের এটাই শিক্ষা দেয় যে, বিরোধীরা কোন কথা বলতে পারবে না শুধু সরকার বলবে। এটাই মেইড ইন বাংলাদেশের ঐতিহ্যবাহী গণতন্ত্র।
ছি! ছি! ছি! গণতন্ত্র।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
নিলু বলেছেন: গনতন্ত্র মানে কি আমার যা ইচ্ছা তাই করবো ? মিছিল /মিটিং থেকে দাংগা করবো , গাড়ী পোড়াবো , মিছিল ,সমাবেশ করে গণটার পর গণটা রাস্তায় ট্রাফিক জাম করবো , গণতন্ত্র মানে কি রুগীর গাড়ী আটকায়ে দিবো , গণতন্ত্র মানে কি শুধু মিটিং আর মিটিং , গণতন্ত্র মানে সিরিজ বোমা মারা , গনতন্ত্র মানে ২১ আগস্ট করা , গনতন্ত্র মানে বাংলা ভাই সৃষ্টি করা , গনতন্ত্র মানে সংসদে দাড়িয়ে বলা যে , আদালতের হাত কত লম্বা তা দেখতে হবে ? গনতন্ত্র মানে কি স্বাধীনতার ঘোষক নিয়ে ক্যাচাল করা ? গনতন্ত্র মানে কি ১৫ আগস্ট , ৩১ মে সৃষ্টি করা , গনতন্ত্র মানে কি জেল হত্যা করা ? গনতন্ত্র মানে কি আমাদের ব্যাক্তিগত দায় /দায়িত্ব পালনে অনীহা , গনতন্ত্র মানে কি শুধু ভোট দেওয়া , গনতন্ত্র মানে কি রাষ্ট্রকে অচল করে দেওয়া , গনতন্ত্র মানে কি অপপ্রচার করা বা মিথ্যাচার করা ?