নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহম্মদ জুলহাস খান

সর্বদাই সত্যের উপর অবিচল

জুলহাস খান

সর্বদাই সত্যের উপর অবিচল

জুলহাস খান › বিস্তারিত পোস্টঃ

কেন অভিজিৎ হত্যার কোনো ক্লু পায়নি পুলিশ

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

আলোচিত অভিজিত হত্যাকান্ডের কোন ক্ল্যু পায়নি পুলিশ। এখন সবার মনে একই প্রশ্ন কেন ক্লু পায়নি? কি কারণ থাকতে পারে। এমন কারা মারলো যে কোন ক্ল্যুই খুঁজে পেল না পুলিশ।



অথচ পুলিশের চোখের সামনেই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে বলে অভিজিতের পরিবারের দাবি। তাহলে কোন ক্লু নেই কেন?



এই হত্যাকান্ডের সাথে যে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাদের যে সম্পৃক্ততা রয়েছে তার কোন সন্দেহ নেই। অভিজিতের স্ত্রীর সাথে যাদের যৌন সম্পর্ক ছিলো তাদের মধ্যে থেকে হয়ত কেউ হত্যার সাথে জড়িত থাকতেও পারে বলে আমি বিশ্বাস করি।



সূত্র অনুযায়ী জানা যায়, ছাত্রলীগের সেক্রটারি সন্ত্রাসী চাপতি নাজমুল অভিজিতের স্ত্রী বর্ষাকে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে চাপতি নাজমুলের সাথে অভিজিতের মনমালিন্য হয়। এ কু-প্রস্তাবের বিরুদ্ধে অভিজিত প্রতিবাদ করলে চাপাতি নাজমুল হত্যার হুমকি দেয়।



আর তাতে অভিজিতের মৃত্যু হয়েছে বিধায় পুলিশ ক্ল্যু খুঁজে পায়নি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ক্ষতিগ্রস্থ বলেছেন: ছাত্রলীগের সেক্রটারি সন্ত্রাসী চাপতি নাজমুল অভিজিতের স্ত্রী বর্ষাকে কু-প্রস্তাব দেয়।

এতদিনতো অভিজিতের স্ত্রীর নাম বন্যা জেনে এসেছি!!

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

জুলহাস খান বলেছেন: সঠিক টা বলার জন্য ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩২

কলাবাগান১ বলেছেন: কুরুচির পোস্ট

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩০

জুলহাস খান বলেছেন: কুরুচির পূর্ন মানুষের কাছে কুরুচির হবে এটাই স্বাভাবিক।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:২৩

নিষ্‌কর্মা বলেছেন: আন্দাজের উপ্রে লিখসেন না কি? এরা আমাদের জানা মতে আম্রিকায় থাকা পাব্লিক। যা যা লিখছেন, তা তা হৈতে হৈলে হেগো তো এই দ্যাশে থাকন লাগে। তারপরে না আম্লিগের সাথে কানেশন দেখানো যায়! গাঞ্জা খাইলে এইরামই হয় দাদা।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

জুলহাস খান বলেছেন: আমরিকায় থাকলে বই মেলায় খুন হলো কিভাবে?

৪| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৫

কাউন্টার নিশাচর বলেছেন: হতেও পারে

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: আম্রিকায় থাহে, দ্যাশে বেড়াইতে আইছিল। তহন টার্গেট কৈরা খুন করা হৈছে। যারা খুন কর্সে, হেরা আবার এসলাম রক্ষা করার জন্য জান-প্রাণ কবুল। এরই ফাঁকে কেম্নে কুত্তালীগের হেইডা আইসা ঢুকল তা বুঝবার পার্লাম না দাদা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.