![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।
দেশের শীর্ষ স্থানীয় নেতাদের আর কর্মকর্তা দের মহা মূল্যবান বয়ানে কয়েকদিন পর প্রবাসী ভাই দের বিদেশে থাকা কঠিন হইয়া পড়িবে। কারন যখন কোন প্রবাসী কে কোন বিদেশি জিজ্ঞাসা করিবে, " তোমার দেশ কোথায়? " তখন আমাদের প্রবাসী ভাই বোন গুলো বলিবে, " বাংলাদেশ"। শুনিয়া গম্ভীর থেকে গম্ভীর বিদেশি ও শুধু উত্তর প্রদান করিবে, " হে হে হে হি হি হি হা হা হা হা "। হয়ত শত বিদেশির বেঙ্গাত্তে বেথিত হইয়া দলে দলে সকল প্রবাসী ভাই বোনেরা দেশে ফিরিয়া আসিবে। কিন্তু এতে চিন্তিত হবার বিন্দু মাত্র কারন থাকিবে না। কারন তত দিনে আমাদের দেশ বিসসে নির্মল বিনোদনের দেশ বলিয়া পরিচিতি পাইবে। নিছক আনন্দ লাভের অভিপ্রায়ে পৃথিবীর নানা প্রান্ত হতে মানুষ পরিবার নিয়া আমাদের দেশে আমাদের নেতা দের বয়ান শুনিবার জন্য আসিবেন। এই বিদেশি অথিতি দের আগমনে দেশে কাড়ি কাড়ি বৈদেশিক মুদ্রা উপার্জিত হইবে। দেশের মানুষের আর কোন কাজ করিতে হইবে না, কোন অভাব থাকিবে না দেশে। সরকার হইতে সকল জনগণের বায় নির্বাহ করা হইবে। দেশের মানুষ শুধু বড় বড় মঞ্চ, মাঠ, অডিটোরিয়ামে নেতাদের বয়ান সভার আয়োজন করিবে, যেখানে বসিয়া আমাদের বিদেশি অথিতিরা বয়ান শুনিয়া হাস্য রসে মাতিয়া উঠিবেন। সাথে আমরা ও হাসিয়া উঠিব আনন্দে। কারন আমাদের তো আর অভাব থাকিবে না, কষ্ট থাকিবে না।
কোন সে নরাধম, যে দেশ কে অভাব মুক্ত করার লক্ষে নিবিষ্ট সকল দলের এই মহান নেতাদের কটূক্তি করে। সেই তো দেশ দ্রোহী, সেই তো রাজাকার। তাহাদের জন্য শুধু বুক ভরা ভতরসনা।
পরিশেষে,
" জয়তু নেতা সমাজ,
জয়তু বয়ান। "
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬
খাটাস বলেছেন: ধন্যবাদ হিমু ভাই। কি আর বলব। মনের দুঃখ মাঝে মাঝে কৌতুকের মত লাগে।
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
নতুন বলেছেন: এমুন বিনেদন আছে বলেই আমাদের দেশের মানুষ বেচে আছে...
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
খাটাস বলেছেন: হুম ভাই। কষ্ট মেনে না নিলে বাঁচা দায়। ধন্যবাদ
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩
আরিফ আহমেদ বলেছেন: ভাই এই দেশে কবে দেখা যাবে হেমায়েতপুর থেকেও মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
খাটাস বলেছেন: হাহাহা ঠিক বলেছেন ভাই। কমেন্টে প্লাস।
৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:২৪
টানিম বলেছেন: ভাই এই দেশে কবে দেখা যাবে হেমায়েতপুর থেকেও মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে। সেদিন বেশী দুরে নয় । ভালো লাগলো ।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৯
খাটাস বলেছেন: হুম সবই সম্ভব স্যার।
৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
খাটাস বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
নিয়েল হিমু বলেছেন: জয়তু নেতা । সমাজ জয়তু বয়ান ।
কল্পনা শক্তি মজার আপনার ।