![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।
বৃষ্টির দিনে হুমায়ন আহমেদ পড়ার মজা টা একটু আলাদা। পড়তে পড়তে হঠাত মনে হয়ে গেল, প্রকৃতি নাকি প্রত্যেক মানুষ ৭ টি করে বানায়। নাই কাজ তো খই ভাঁজ। আমি ও নিছক খই ভাজার তাগিদে কিছু বিখ্যাত দের মেলায় হারান ভাই বা বোন দের খুঁজে বের করার চেষ্টা চালালাম।
দেখা যাক, কত টুকু সফল।
কিছুদিন আগে বাংলাদেশ ক্যাবল টিভি ফোরাম নামে একটি সংগঠন জরিপ চালিয়ে দেখেছে, বাংলাদেশের শতকরা ৭০ ভাগ দর্শক বিদেশী চ্যানেল দেখেন। তাই আশা করছি, কারও চিনতে অসুবিধা হবে না।
ইহা নিতান্ত ফান পোস্ট। রাজনীতি টানিয়া আনিয়া পোস্টের শ্রী হানি করিয়া মনে আঘাত না দেওয়ার আহবান জানাই :!>
যারা মাশ আল্লাহ স্বাস্থ্য সচেতন, তাদের অন্যতম অনুপ্রেরণা।
ইনি সম্ভবত নিজের অতীত কে দেখছেন, কিন্তু অতীতে তিনি এমন ছিলেন না, এত ছোট হয়ে গেলেন কিভাবে?
ইনারা পিতার নাম ভাঙ্গিয়ে আসলে ও কারও কারও কাছে জনপ্রিয়।
আরে ইনি কে? চেনা চেনা লাগে। :!>
এত হিরোর মাঝে হিরোইন বাদ গেলে চলে কিভাবে?
নারী থাকলে লুচ্চা লাফাঙ্গা থাকবেই। তবে অনেকের প্রিয় লুচ্চা ইনি আবার। অনেক কসরত জানেন কিনা
সকাল বিকাল আমরা দাদাদের পণ্য বর্জন করি। ভুলেই গেছি বিকাল হয়ে গেছে। দাদারা বাদ। এবার ম্যারিকান :!> রুই কাতলা দেখে আসি।
উনাকে চেনা যায়?
ইনি আমার সাংঘাতিক ফ্যান। থুক্কু আমি উনার সাংঘাতিক ফ্যান। :#>
কম বয়স্ক আপুদের চোখের মনি। যার জন্য এত ঝগড়া। নেন দুই পিস দিলাম।
যাক গে, বুশ এবং বারেক সাহেব পোস্ট দেখে খুশি হয়েছেন, এতেই বিপদের আশঙ্কা কেটে গেল।
অনেক দিন পর ব্লগে আসা। তাই শুধু মজা হিসেবে পোস্ট টা নিলাম। আশা করছি, কেও অন্য ভাবে নেবেন না। কিছু বা অনেক গুলোই আগে দেখে থাকতে পারেন। তাদের জন্য দুঃখিত। তারা এই হাভার্ডের ভদ্র লোকের গীটার বাজান শুনুন। মনে ভাল হয়ে যাবে ৯৯.৯৯ ভাগ সম্ভাবনা।
তাও না লাগলে, অন্য কোন দিন হয়ত মন ভাল করার চেষ্টা করব।
কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।
০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৫
খাটাস বলেছেন: ধন্যবাদ গ্রহন করুন সুমন দা
২| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
একজন ঘূণপোকা বলেছেন:
০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৬
খাটাস বলেছেন:
ভাল আছেন ঘুণ ভাই ?
৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৭
খাটাস বলেছেন: :!>
৪| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: মজা এবং খুঁচা দুটোই ভাল লাগছে । ব্লগে নিয়মিত আশা করি ।
০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৯
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই হ্যাঁ আমি ও নিয়মিত হউয়ার চেষ্টা করব।
শুভ কামনা জানবেন।
৫| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:১৫
হেডস্যার বলেছেন: দারুন হইছে....
০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০২
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ হেডস্যার। আপনার কমেন্ট গুলো আমার অতি মজা লাগে।
শুভ কামনা জানবেন।
৬| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৩১
সুমন জেবা বলেছেন: খুব এনজয় করলাম ।আসলেই প্রকৃতি প্রত্যেক মানুষেরই duplicate তৈরী করে রেখেছে ।
++
০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০৫
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ প্রকৃতির ব্যাপার স্যাপার বেশ মজার।
দোয়া রাখি, আপনি ও হয়ত দেখা পেয়ে যাবেন আপনার ডুপ্লিকেটের
শুভ কামনা জানবেন আপনার আর আপনার সুইট ফ্যামিলির জন্য।
৭| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১:০৩
মুদ্দাকির বলেছেন: গুড ওয়ার্ক !!!!!!
০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০৬
খাটাস বলেছেন: ধন্যবাদ মুদদাকির ভাই। আশা করি ভাল আছেন।
শুভ কামনা জানবেন।
৮| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০২
আমি কাল্পনিক সজল বলেছেন: মজা পেলুম।
আমার ডুপ্লিকেট কই?
০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০৯
খাটাস বলেছেন:
আরে ভাই, আপনার ডুপ্লিকেট ও খুজতে গেছিলাম, সে বিরাট বিড়ম্বনা। আমার তো কল্পনা শক্তি ভাল না,
তাই কাল্পনিক সজল থেকে একটু বাস্তবিক সজল কে নিয়ে আসুন
খুঁজে ফেলব ইন শা আল্লাহ
ধন্যবাদ সজল ভাই।
শুভ কামনা জানবেন।
৯| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:০৫
লাবনী আক্তার বলেছেন: ভাগ্যিস ডুপ্লিকেট ফটো ব্লগ, তোমার হাতের পিক হইলে এতক্ষনে কঠিন সমালোচনা করিতাম।
( আমার তোলা ছবি নিয়া সমালোচনা করছিলা, সেইটাত ভুলি নাই!
তাই আমি খুব যত্ন সহকারে তোমার পিক গুলার সমালোচনা করিতাম। হিহিহি
সিরিয়াস নেয়ার কিছু নাই, মজা করলাম ।
)
মজা পেয়েছি এসব ফটো দেখে।
তোমার ব্লগে কমেন্ট দেয়ার জন্য আবারো লগইন করিলাম। ব্লগে এখন আসিনা। কেমন আছ?
০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৩
খাটাস বলেছেন: হাহাহা সত্য মনোভাব জানাতে গিয়ে রোষের স্বীকার হউয়ার আশঙ্কায় আছি। ভাল বন্ধুরাই ইতিবাচক সমালোচনা করে।
আর আমি বন্ধু হতে চেয়ে তোমার সত্য বলে গণ্য হলাম
আপনার ওই খোঁচা মনেই আছে ভেবে ভাল লাগছে আপু আমাকে মনে রাখার একটা কারন তো বিনিয়োগ করেছি
আমি ভাল আছি আপু। আপনি কেমন আছেন? আমি ও ব্লগে আসি না তেমন। আপনি আসেন না কেন?
অনেক ধন্যবাদ এখন ও মনে রেখে কষ্ট করে আসার জন্য।
১০| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:২৩
লাবনী আক্তার বলেছেন: হিহিহি! হুম কিছু কিছু খোঁচা মনে থাকে তাহা ভুলিতে চাইলেও ভুলা যায় না , বুঝছ?
ব্লগে লেখার ধৈর্য হারিয়ে ফেলেছি, তাই আসিনা।
০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫০
খাটাস বলেছেন: হাহাহা হুম বুঝলাম। দোয়া করে দিলাম, আপনার ধৈর্য ফিরে আসবে ইন শা আল্লাহ। আবার ব্লগে নিয়মিত হবেন আশা করি।
ভাল থাকবেন লাবনী আপু।
লাবনী নাম টা অনুভুতিতে নাড়া দেয় :#> নাম টা ভাল্লাগে :!> নামের মানুষ ও প্রিয় :!>
শুভ কামনা রইল আপু।
১১| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
হাশমিরে লুইইচ্চা ট্যাগ দিয়া তামাম লুচ্চাদেরকে বাদ দিয়ে দেয়া মোটেই পছন্দ হলো না
০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:৩৪
খাটাস বলেছেন:
হেহেহে শোভন ভাই, তামাম লুইস রা মানি লোক। অজ্ঞের কথায় তারা কান দেবেন না। টেনশান ফিরি
ধইন্নবাদ দেইখা মায়াবী হাসি দেয়ার জন্য
১২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৮
লাবনী আক্তার বলেছেন:
কিছু বলার নাই। শেষেরটুকু পড়ে শুধু হাসতেছি।
০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৩৬
খাটাস বলেছেন: :!> :!> :!> :#> :#> :#>
১৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:২৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: সল্লু বাইরে দেকি তো তাশকি কেয়ে গেলুম ! মজা পেয়েচি !
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:৩১
খাটাস বলেছেন:
হাহাহা হুম আমি ও duplicates of celebrities লিখে গুগল করলেই অনেক গুলো পেয়ে যাবেন। নেন, আপনি ভাই বেরাদার বইলা পোস্টের রেসিপি দিয়ে দিলাম
আশা করি ভাল আছেন, ভবিষ্যতে ও ভাল থাকবেন আদনান ভাই
১৪| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৯
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহ এত মজা আছিল তোমার পোষ্টে , জানতাম না ত !
নারী থাকলে লুচ্চা লাভাঙ্গা থাকবেই। - এইখানে লাভাঙ্গা এর
জায়গায় লাফাঙ্গা হবে
হাসমি রে কেলাম ভালা পাই
অভিনয়ের ছলাকলা সব জানে
নারি র অন্দরমহলে তাই তার জনপ্রিয়তা .....
ভাল থাইক ভাই , সাত সকালে মন ভাল হইয়া গেল
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৩
খাটাস বলেছেন: হাহাহা মন ভাল হউয়ায় ধন্য হয়ে গেলাম মাহমুদ ভাই।
আর লাফাঙ্গা থেইকা তাড়াতাড়ি জাতিরে নিস্তার দিতে যাইয়া লাভাঙ্গা হয়ে গেছিল। ঠিক করে দিছি।
হ আমি জানি আন্নে হাসমি বাবার বেপুক ফ্যান
কৃতজ্ঞতা জানিয়েন ভাই। আর ভাল থাকবেন
১৫| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:২৫
এহসান সাবির বলেছেন: মন্তব্যে দেরি হলেও আগেই দেখেছিলাম ভাই।
তবে কয়েকটা আসল নকল বোঝা ভার।
যেমন অর্নল্ড মামা.....!!
২য় ভালোলাগা টা আমার।
২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪২
খাটাস বলেছেন:
সমস্যা নাই সাবির ভাই
ভাল লাগা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলাম। অনুপ্রেরণা হয়ে জমা রইল ব্লগে আমার সাধারণ খোঁচাখুচির
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
১৬| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার কাছে এই ২জনকে লুক-এলাইক মনে হয়।
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩
খাটাস বলেছেন: একি সাংঘাতিক অঘটন আপু। এই ছবিটা আমি খুজে পাই নি, জাতি জেনে গেল তো। হুম চেহারার মিল আছে অনেকটাই।
সুন্দর প্রাসঙ্কিক ফটো দিয়ে নতুন অঘটন করায় অঘটন আপুকে খাটাসের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
১৭| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
রাহুল বলেছেন: মজা পাইলাম। ধান্যবাদ।
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ রাহুল ভাই। আপনার মন্তব্য গুলো আমি বেশ মজা পাই বিভিন্ন যায়গায় দেখে।
কৃতজ্ঞতার সাথে শুভ কামনা রইল।
১৮| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার দেয়া ওই ছবিটা লুক-এলাইকের ছবিতে খুঁজে পাবেন না। এটা আমি ইন্ডিয়ান আইডল দেখার সময় খেয়াল করেছিলাম। নিচের ছবির ছেলেটা অসম্ভব সুন্দর গান গায়। নাম কারুন্য (দিন্দীতে ওরা উচ্চারণ করে কারুনয়্যা)। ইন্ডিয়ান আইডল ২ বা ৩ এর রানার্স আপ ছিল।
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫
খাটাস বলেছেন: হুম বুঝছি, এই কারণেই খুজে পাই নি। ধন্যবাদ অঘটন আপু। শুনে দেখব সময় করে।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
আরণ্যক রাখাল বলেছেন: মজার তো
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সুমন কর বলেছেন: মজার পোস্ট !!