![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শুনলাম না ভোটিং সেস্টেম নাকি তুলে দিছে? শেখ হাসিনা না ভোটিং সেস্টেমকে ভয় পাইছে। যদি কখনো সব জনগন না ভোটে ভোট দেয় তখন তাদের কি অবস্থা হবে? একটু ভেবে দেখুন।
তবে আমার কোন অসুবিধে হয় নাই। কারন আমার এলাকায় আমার পছন্দের কোন পার্থী নাই এবং আমি ভোট কেন্দ্রে যাব না। তাহলেই তো না ভোট দেওয়া হয়ে গেল।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ, কুমিল্লায় ও আলোচিত ৪ টি বিভাগে এই মনস্তত্তই কাজ করেছে।
প্রথম আলো ফাউল ১০ টি কারন দেখিয়েছে। আমার লেখাটি পড়ুন।
Click This Link