![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরানের সিরাজ শহরকে বলা হয়-কবি, সাহিত্যিক,মদ আর ফুলের শহর। সেই শহরের ছোট একটি স্কুল। গ্রীষ্মের ছুটি শুরু হবে, আজ স্কুলের শেষ দিন।
স্কুল খোলার প্রথম দিনে স্কুলের মুক্ত প্রাঙগনে বসে পৃথিবীর সুন্দরতম ফুলের মেলা। এবারও যথারীতি মেলা বসবে, আর কবি হাফিজ সেখানে প্রধান অতিথি হয়ে আসবেন।
স্কুল থেকে সব ছাত্রদের বলা হলো- নিজের পছন্দের সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে যেন সবাই স্কুলে আসে।
আজ স্কুল খোলার প্রথম দিন। ফুলে ফুলে চেয়ে গেছে চারপাশ। মনে হচ্ছে এডেনের সব ফুল আজ সিরাজ শহরে এসে ফুল বাগিচার পসরা সাজিয়েছে।
স্কুল প্রাঙগন থেকে শুরু করে মাঠের শেষ অবধি অপরুপ সুন্দর শিশু কিশোররা নিজ নিজ পছন্দের সবচেয়ে সুন্দর ফুল হাতে দাঁড়িয়ে আছে। কবি হাফিজ দুপাশ ধরে হেঁটে অবলোকন করছেন স্বর্গীয় ফুলের সেই মনোহরি শোভা। হঠাৎ দেখেন- একটি ছোট কিশোর ছেলে - রিক্ত হাতে দাঁড়িয়ে আছে। হাতে কিছুই নেই।
তিনি ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালেন। বললেন- এই যে খোকা, তুমি কি ফুল পছন্দ করোনা?
ছেলেটি বললো- জ্বি করি।
তাহলে, তুমি যে কোনো ফুল নিয়ে আসনি, তোমার পছন্দের কি কোনো প্রিয় ফুল নেই।
ছেলেটি বললো- জ্বি ছিলো,আমার এখনো আছে।তবে সে ফুল আর আমার পাশে নেই।
কবি বললেন- যাও বাড়ি গিয়ে নিয়ে আসো।
ছেলেটি বললো- হে কবি, আমিতো ফুল নিয়ে আসতে চাই, এ পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দরতম ফুল।কিন্তু সে ফুল আর পৃথিবীতে ফুটেনা।
কবি বললেন- কি এমন ফুল যে আর পৃথিবীতে ফুটেনা।
ছেলেটে এবার কাঁদতে কাঁদতে বললো- পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দর ফুল ছিলেন আমার মা। যিনি আর এ পৃথিবীতে নেই।তিনি এখন শুধু স্বর্গের বাগিচায় ফুল হয়ে ফুটে আছেন।
© আরিফ
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৬
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৫
এ জাফর বলেছেন: এক বাক্যে চমংকার। অসাধারন একটি গল্প ।
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৭
খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৭
রেজোওয়ানা বলেছেন: ইশ....... এমন শেষটা এমন হবে ভাবিনি!
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৩
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩০
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৮
খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৫
ডেভিড বলেছেন: অদ্ভুত রকমের ভালো
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৪
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯
বেলাল আহমেদ রাসেল বলেছেন: পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দর ফুল ছিলেন আমার মা। যিনি আর এ পৃথিবীতে নেই।তিনি এখন শুধু স্বর্গের বাগিচায় ফুল হয়ে ফুটে আছেন
সত্যি অসাধারণ
আমি অনুভব করলাম আমার চোখের নীচে হালকা করে পানি জমে গেছে
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৯
খেয়া ঘাট বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ,
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৪
নুমান১১০ বলেছেন: সত্যি অসাধারণ.........।
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৫
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ,।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দর ফুল ছিলেন আমার মা । যিনি আর এ পৃথিবীতে নেই।
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৬
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ,।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৮
ছোট্ট রাজকণ্যা বলেছেন:
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৬
খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪২
মে ঘ দূ ত বলেছেন: দারুণ! সিরাজ আসলেই দারুণ একটা শহর। রবি ঠাকুরও বোধহয় এই শহরেই ঘুরে গিয়েছিলেন। শেখ সাদী আর হাফিজ দুজনেই বোধহয় সিরাজের সন্তান।
কদিন থেকে আপনার নিকটা সরব উপস্থিতি দেখে ভাবছিলাম আপনি এদ্দিন ছিলেন কই। নিকটার বয়স তো বলছে প্রায় বছর দুয়েকের বেশী কিন্তু আগে কখনো চোখে পড়েনি কেন! উত্তরটা আপনার ব্লগে এসেই পেয়ে গেলাম। এর আগে যত পোষ্ট করেছেন এই ডিসেম্বরেই করেছেন বোধহয় প্রায় তার সমপরিমাণ।
ব্লগে আপনার উপস্থিতি ভালো লাগছে তাই সেটি জানিয়ে দিয়ে গেলাম। শুভেচ্ছা রইলো।
০৩ রা জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৩
খেয়া ঘাট বলেছেন: এ কয়দিন খ্রিস্টমাস আর নিউ ইয়ারের ছুটি ছিলো। কাল থেকে আবার সেই একগেয়েমীর অফিস জীবন। বাসায় থেকে ইচ্ছমতো ব্লগালাম।
এতো মনোযোগী একজন ব্লগারের মন্তব্য পেয়ে সত্যিই অভিভূত।
আপনার জন্য নিরন্তর শুভকামনা।
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আমরা একি সময় এর বিশ্ববিদ্যালয় এর সতীর্থ , কেন যে আপনার সাথে দেখা হয় নাই ,
এত সংবেদনশীল আপনি ।।
অনেক সুভকামনা আপনার জন্য
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৭
খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
রীতিমত লিয়া বলেছেন: ইশরে এত ফুল ছেলে মেয়েরা ছিড়ে ফেলল!!
ছেলেটার প্রিয় ফুল চীর সুখে থাকুক।
২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০
খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ, মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৬
কমল বলেছেন: মারাত্মক গল্প। গল্পের শেষ পড়ে চোখ ভিজে গেলো।এক মিনিট সময়ের চিরদিনের জন্য মনে থাকবে।