নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ডাম্ব আমেরিকান- গত দু সপ্তাহের রেডিওর খবর।

২১ শে মে, ২০১৩ ভোর ৫:২৫

এটা হলো গত সপ্তাহের ঘটনা। অফিস শেষ করে বাসায় ফিরার সময় গাড়ীতে রেডিও চ্যানেল ১০৬ পয়েন্ট ৭ শুনছি।

১৭ বছরের একটা কিশোর গান্জা খেতে গিয়ে ধরা পড়েছে। গান্জা খেয়েছিস ভালো কথা। অনেকেই খায়। তাই বলে একেবারে পুলিশ স্টেশনের সামনে গাড়ি পার্ক করে ।

পুলিশ জিগ্গাসা করলো- পুলিশ পার্কিং লটের সামনে দাঁড়িয়ে গান্জা খাওয়ার ইচ্ছে হলো কেন?

বাড়ীতে মায়ের নিষেধ। তাই এ জায়গাটাকে নিরাপদ মনে করলাম তাই।

মায়ের আদেশ পালন করে বাড়ীতে গান্জা না খেয়ে পুলিশ স্টেশনের সামনে খাওয়ায় বিচারক খুশী হয়ে ৫ বছর জেল থেকে ১ বছর কমিয়ে ৪ বছর করলেন। মহতপ্রাণ বিচারক আর মায়ের আদেশ পালনকারি ভদ্র ছেলে।



এবার এই ঘটনা শুনেন। আমেরিকায় প্রতি ১৫ সেকেন্ডে নাকি একটা চুরি অথবা ডাকাতি হয়। প্রায় দু সপ্তাহ আগের সংবাদ। ত, ডাকাতি হয় এটা ভালো কথা। কিন্তু ডাকাতি করবে তাও ৯১১ নাম্বারে কল করে।



৯১১ হলো আমেরিকার ইমার্জেন্সি নাম্বার। যেকোনো সমস্যায় ৯১১ নাম্বার হলো পুলিশের জরুরি লাইন।



তো দুই ডাকাত গেছেন এক বয়োজ্যেষ্ট মহিলার বাড়ি ডাকাতি করতে। তার মধ্যে একজন ভুল করে ৯১১ ডায়াল করে বসেছেন। ঐ দিকে ৯১১ অপারেটর হ্যালো, হ্যালো করছে । আর ডাকাত রা ডাকাতিতে মশগুলো। ২০ মিনিটও হয়নি বেরসিক পুলিশ হাজির। এই ঘটনা হলো আজকের খবর।



এইবার এইটা শুনেন । এইটা মনে হলো সবচেয়ে জটিল। আমি শুনে একেবারে ব্লগের বহুল পরিচিত "হাহাপগে" অবস্থা।



ব্যাটল ফিল্ড নামক একটা বিরাট পার্ক রয়েছে। এখানে গেছেন দুই বান্ধবী জগিং করতে ভোরের দিকে। ঐ পাশ থেকে আসছে প্রায় সাড়ে ছয়ফুট লম্বা এক শ্বেতাংগী লোক। লোকটি দেখলো আশে পাশে কেউ নাই।

দুই যুবতীকে দাঁড়া করালো। মায়া লাগলো ললনাদের । এরপর নিজেকে ওদের সামনে একেবারে জন্মদিনের পোষাকে অবমুক্ত করলো।

বেচারার কপাল খারাপ - মহিলা দুজন ছিলো আন্ডার কভার পুলিশ অফিসার। প্রকাশ্যে জনসম্মুখে এক্সপোজের জন্য তিন বছরের জেল।







মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ ভোর ৫:৩০

নীল আদ্রিতা বলেছেন: হা হা হা................. =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে মে, ২০১৩ ভোর ৫:৩৪

খেয়া ঘাট বলেছেন: শেষের সংবাদটা এমন মজা করে বলেছে যার একভাগ ও আমি লিখে বুঝাতে পারিনাই।

২| ২১ শে মে, ২০১৩ ভোর ৫:৫৫

মরু বালক বলেছেন:



আল্লাহ্‌ বাচাইচে !!!!
পিচ্চিটা গাঞ্জা খাইচে!!! ধর্ষণ তো আর করে নাই!!!!
করলে হয়তো......... শিশু কেন্দ্রে পাঠিয়ে দিতো !!!
চার বছরের জেল আর হতোনা !!!

২১ শে মে, ২০১৩ ভোর ৫:৫৮

খেয়া ঘাট বলেছেন: হুমম, মনে হয় কারেকশান সেন্টারে পাঠাতো।
ধন্যবাদ।

৩| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি গাঁজা বলতে কি বুঝিয়েছেন জানতে গুগল ট্রান্সলেটরে গেলাম। দেখি গাঁজা মানে 'মারিজুয়ানা'!!! আমি তো গাঁজাকে ভেবেছিলাম কোনো লেস অ্যাফেক্টিভ অ্যালকোহল।

পোষ্ট ভাল লেগেছে। ডাম্ব আমেরিকান।

২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: গঞ্জিকা, সিদ্ধি গাছের জটা থেকে প্রস্তুত মাদকবিশেষ । পাগলা ধোঁয়া, সুখ ধোঁয়া,আশিকি হাওয়া, নেশাবায়ু, উইড,মারিজুয়ানা........ইত্যাদি।

অনেক ধন্যবাদ।

৪| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩৯

মামুন রশিদ বলেছেন: হাহাহা, মজার পোস্ট :)

২১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:০০

আমিভূত বলেছেন: হাহাহাহা =p~ =p~

২১ শে মে, ২০১৩ সকাল ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: আসলেই ফানি। :) :)

৬| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

খেয়া ঘাট বলেছেন: মজা লাগছে তাই না, এরকম আরো অনেক আছে।

৭| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) B-) B-) B-)

২১ শে মে, ২০১৩ সকাল ১০:২২

খেয়া ঘাট বলেছেন: আপনারওতো দেখি আমার মতো হাহাপগে অবস্থা।

৮| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

শুঁটকি মাছ বলেছেন: :D :D :D :D :D :D

২১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনারও দেখি হাহাপগে-অবস্থা।

৯| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

ওবায়েদুল আকবর বলেছেন: আমেরিকান রা তো পুলিশে কমপ্লেইন করতে আর মামলা করতে ওস্তাদ। ওগো মত মামলাবাজ যদি ইন্ডিয়ানরা হইত তাহইলে চুরি ডাকাতির হার মাইক্রো বা ন্যানো সেকেন্ডে নামত সন্দেহ নাই।

বাংলাদেশেরটাও কম ইন্টারেস্টিং হইতনা মনে হয়।

২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

খেয়া ঘাট বলেছেন: জটিল বলেছেন ..কমেন্টে +

১০| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

টানিম বলেছেন: হুম ।

২১ শে মে, ২০১৩ সকাল ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: হুম

১১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

কালোপরী বলেছেন: তাতে আমার কি???

২১ শে মে, ২০১৩ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: আসলেইতো.............

১২| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৪০

অহন_৮০ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে মে, ২০১৩ রাত ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহোহোহো > অহন_৮০।

১৩| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হাহাপগে B-) B-)

২২ শে মে, ২০১৩ ভোর ৫:৩২

খেয়া ঘাট বলেছেন: বেশী করে হাসেন,

A day without laughter is a day wasted.---
Charlie Chaplin


১৪| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D :D

ইন সাম পয়েন্ট দে আর রিয়েলি ডাম্ব -

আপনে থাকেন কোথায়?

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি।
দেখা হবে আটলান্টায়।

১৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: মজার তো! তয় গাঁজা খাওনের কারণে ৫ বছরের জেল! ঐদিকে অনেক সিরিয়াল কিলাররে কিছুই করে না। আজব বিচার ব্যবস্থা।

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

খেয়া ঘাট বলেছেন: বড়ই আজীব , অনেক ধন্যবাদ।

১৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: যে দেশে মানুষ এর নাম হয় ব্যাক বাইসন ...
তাদের কাছে আর কি আশা করা যায় ।

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।

১৭| ২২ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: জুনে'র এন্ডে আটলান্টায় যাব -

২২ শে মে, ২০১৩ রাত ১০:৫২

খেয়া ঘাট বলেছেন: নিমন্ত্রণ রইলো।

১৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহা

২৩ শে মে, ২০১৩ রাত ৮:০৮

খেয়া ঘাট বলেছেন: মজার তাই না?

১৯| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: ব্যাটারা দেখি বিশাল রকমের ডাম্ব :#) :#) :#)

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: হুমম। এরকম আরো অনেক ঘটনা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.