নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

চার বছর পূর্তিতে শততম পোস্ট। সাথে একটা মোরাল গল্প। সারা জীবন মনে রাখার মতো

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

আজ সুদীর্ঘ বারো বছর পর ডাক্তার জামাল চাচা দেশে ফিরলেন।অবিরল প্রশান্তির দীপ্তিতে ভরে গেলো আমাদের মন। কিন্তু চাচাজান বাড়ী আসতে না আসতেই খবর এলো মোতালিব স্যারের ছোট ছেলে খুবই অসুস্থ,একেবারে যেন যায় যায় অবস্থা।



চাচা ,আর মুহুর্ত দেরী করলেন না ।দীর্ঘ ভ্রমনের ক্লান্তি মুছে গেলো নিমিষেই। বাবার কথা রীতিমত অগ্রাহ্য করে -চাচা আমাকে নিয়ে স্যারের বাড়ির পথ ধরলেন।



কিন্তু গ্রামের মেঠো পথ ।শুধু জোনাকি আর তারার আলো দেখে দেখে হাঁটা।মাঝে মাঝে সরু বিলের আইল ধরে আমরা হাঁটছি।গ্রামে রাত অল্পতেই নিশি।তবুও জোছনা যেন মেঘের আড়ালে মৃগনাভীর মতো মাঝে মাঝে উঁকি দিয়ে যায়।

আমি বলি, চাচা,কাল সকালে আসলেই হতো।এতো পথ পাড়ি দিয়ে তুমি এলে সামান্য বিশ্রামের ও সুযোগ হলোনা তোমার।



চাচা বলেন,চল হাঁটতে হাঁটতে সুন্দর একটা গল্প বলি।তাহলে পথের ক্লান্তি দূর হয়ে যাবে । আর বুঝতে পারবি,কেন আমি এতো তাড়া অনুভব করলাম।

চাচা, গল্প শুরু করেন। আমি চাচার গল্প মুগ্ধ হয়ে শুনি।



ঠিক এমনি এক নির্জন গ্রামে আজ থেকে অনেক বছর আগে সুদূর স্কটল্যান্ডে অস্তমিত সূর্য্য ডুবি ডুবি করছে।দিনের উজ্ঝ্বলতা শিথীল হয়ে আসছে পৃথিবী থেকে ।নীলিমার আকাশে গুটিয়ে নিয়েছে পাখি তার ডানা।ঘরে ফিরার পালায় মহাকালে আরো একটা দিন।



এমনি এক দিনের শেষে আরো কিছু জমিতে শষ্যের স্বপ্নে বিভোর এক দরিদ্র প্রান্তিক কৃষক।নিথর,নিস্তব্ধ ,প্রান্তরে ধূষর ভূমিতে তিনি একমনে স্বপ্ন বুনে চলেছেন।হঠাত কৃষক শুনতে পান গোংগানি,কী নির্মম গোংগানি ।বাতাসের ভিতর চাবুকের মতো যেন চিরে চিরে কানে এসে বিঁধছে।



মুহুর্ত মাত্র দেরী না করে কৃষক হৃদয় ভাংগা আর্তনাদের পানে ছুটতে থাকেন।বেশী দূরে না,জলাশয়ের অল্পদূরে চোরাবালিতে আটকা পড়ে তলিয়ে যাচ্ছে এক কিশোর।একেবারে জীবন মৃত্যুর মাঝামাঝি। মধ্যবয়সী কৃষক জীবনবাজি রেখে চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনেন।



কয়েকদিন পর কৃষক তার কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে সকালের সোনাঝরা রোদে উষ্নতা নিচ্ছেন। এমন সময়, দেখেন সুন্দর ,সুবেশীত একজন পরিপাটি ভদ্রলোক তার বাড়ির দিকেই এগিয়ে আসছেন।তিনি কিছুই বুঝতে পারেন না। ভদ্রলোক আঁশটে ঘামের ,কর্দমাক্ত কৃষককে বুকে জড়িয়ে ধরে বলেন-আপনি আমার ছেলেকে প্রাণে বাঁচিয়েছেন।চোখ থেকে অশ্রুদানা গড়িয়ে পড়ছে তার।আপনার পদযুগলে আমাকে স্থান দিন, আর বলুন,কীভাবে আমি আপনার খেদমত করতে পারি।



কৃষক বলেন, হে মহানুভব অতিথি, আপনি যে কষ্ট করে এতদূর পথে এসেছেন তাতেই আমি মুগ্ধ হয়েছি,আর কিছু চাইনা। সেদিন শুধু আমি আমার কর্তব্যটুকু পালন করেছি ।



ইতোমধ্যে,সেখানে এসে দাঁড়িয়েছে দরিদ্র সেই কৃষকের অপুস্ট সন্তান।হাড়ভাংগা শরীর যেন তার পুরো সভ্যতাকে উপহাস করছে। ভদ্রলোক এবার কৃষকের ছেলের দিকে চেয়ে বলেন,আপনি যদি কিছু মনে না করেন, তবে আপনার সন্তানের শিক্ষার ভারটুকু অন্তত আমাকে দিন।



দিন যায়, বছর যায়, সময় মহাসময়ে আরো স্ফীত হয়। কিন্তু, পৃথিবীর মানুষ কী জানে- স্বপ্ন, জীবনের উচ্ছ্বাস,কোথাও আলোর নিশানা শূন্যের ভিতর থেকে মেঘ খন্ডকে সরিয়ে প্রদীপ্ত হয়ে ওঠছে দিনে দিনে। হ্যাঁ,তাই। সেন্ট মেরি'স হসপিটালের মেডিক্যাল স্কুল একদিন আলোকিত হয়ে ওঠে,আর সে আলো শুধু লন্ডনে না ছড়িয়ে পড়ে কুটিরে কুটিরে।পৃথিবীর বিখ্যাত সব পত্রিকায় ছড়িয়ে পড়ে একটি নাম।নতুন আবিষ্কৃত "পেনিসিলিন"নিওমোনিয়ায় আক্রান্ত রোগীর জীবন রামধুনর আভায় রাংগিয়ে দেয়।শৈশবে অপুষ্ট শরীরে যেখানে কোনোদিন সজীবতার প্রলেপ লাগেনি,দরিদ্র কৃষকের সেই ছেলেটি মানুষের জীবন সন্জিবনী প্রলেপ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন।



আমি বলি, চাচা কার কথা বলছো তুমি?

চাচা বলেন, সেই দরিদ্র কৃষকের ছেলে,আলেকজান্ডার ফ্লেমিং। দুনিয়া ব্যাপী যিনি স্যার আলেকজান্ডার ফ্লেমিং নামে পরিচিত ।

আমি একেবার চমকে ওঠি।

চাচা বলেন, আরো কথা আছে। আসল গল্পতো এখনো শেষ হয়নি।



কিছুদিন পর,আবার সেই অভিজাত লোকটির ছেলে প্রচন্ড নিওমোনিয়ায় আক্রান্ত হয়।জীবন আবারো বিপন্ন।কিন্তু পেনিসিলিন বাঁচিয়ে দিলো তাঁর জীবন আরেকবার।আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন দিয়ে শিক্ষার পিছনে ভদ্রলোকের দায় এভাবে পরিশোধ করে গেলেন।আর সেদিন নিওমোনিয়া থেকে জীবন ফিরে পাওয়া লোকটি কে জানিস?



আমি বলি, না। ছেলেটি কে চাচা?

চাচা বলেন, সেই ছেলেটি হলো স্যার উইনস্টন চার্চিল, আর উনার পিতা ছিলেন লর্ড র‌্যান্ডলফ চার্চিল।যিনি সেদিন কৃষকের সেই দরিদ্র, অপুষ্ট ছেলে ফ্লেমিংয়ের শিক্ষার ভার গ্রহন করেছিলেন।



আমি বলি, চাচা-চার্চিল ত্রিশের দশকে প্রচন্ড রোগে ভুগেছিলেন জানি।পেনিসিলিন আবিষ্কৃত হয় কত সালে ১৯২৮ কিংবা ১৯২৯ সালে। কিন্তু এরকম যোগসূত্রতো আগে শুনিনি।

তুমি কি আমাকে বলবে-ইতিহাসে এর সত্যতা কতুটুকু?



আমাদের গল্প শেষ হতে না হতেই আমরা মোতালেব স্যারের বাড়ির উঠোনে পা রাখি।যেখানে জীবনের পাশাপাশি ভ্রুকুটিল চোখে হানা পেতে আছে মৃত্যু।চাচা,স্যারকে কদমবুচি করেন, আমিও করি। ঘন্টাখানেক পরে নিস্তরংগ জীবনে মসৃন আলোর ভরসা রেখে ধীরে ধীরে আমরা বাড়ীর পথ ধরি।



চাচা বলেন, আজকে আমার জনম স্বার্থক হয়েছে,এতুটুকু ধূলিপরিমান ৃণবোধ শোধের যে কী সুখ। জানিস,তোর মা বলেছেন কিনা জানিনা। দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত জীবন ঘষে ঘষে চলা ছিলো আমাদের জীবন।পড়নের ন্যাংটিও ছিলোনা একসময়।বারিষার টানা বর্ষন থেকে ঘর বাঁচাতো শনের ছাউনি।সেখানে পড়ালেখা ছিলো রীতিমত বিলাসীতা ।ভাবতে এখন তোর অবাক লাগতে পারে।তখন এই মোতালেব স্যারই আমার সমস্ত পড়ালিখার খরচ যোগান দিয়েছিলেন।তাঁরও কি দারিদ্র্য কম ছিলো। সামান্য একজন প্রাইমারী শিক্ষক । কত টাকাই বা বেতন পেতেন। সেদিন যদি তিনি মার্বেল আর গুলতি খেলা সেই ছেলেকে ধরে এনে পাঠশালার বেন্চে না বসাতেন,তাহলে তোর পরনে আজকের এই জিন্স শোভা পেতোনা।



সুদীর্ঘ বারো বছর পর,আমার মন টানলো দেশে আসতে,আজই আসলাম।আর আমার কী সীমাহীন সৌভাগ্য দেখ,স্যারের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারলাম।শুধু সামান্য একটু ভরসা পেয়ে দেখেছিস স্যারের চোখ কেমন আনন্দে চিকচিক করছিলো।



চাচার চোখে পানি দেখে আমিও অন্ধকারে মুখ লুকোই,রাতের আঁধারকে বড় বেশী আপন মনে হয়।উজ্জ্বল শফরীর মতো চাচার মন বুঝতে পারি ।ভাবলাম এখন আর ইতিহাসে ফিরে গিয়ে লাভ নেই।এক অসীম অন্ধকার আকাশের নীচে এক কিশোরের বুকের নরম জমিনে চাচা আজ জীবনের আলোর এক নতুন দানা বুনে দিয়েছেন।



রাতের নিস্তবদ্ধতা ভেংগে চাচা বলেন- জানিস, আরিফ।পুরো পৃথিবী এক মহা শৃংখলে বাঁধা।চোখ বন্ধ করে বুকের উপর একবার হাতখানা রাখ।কোনো শব্দ শুনতে পাচ্ছিস কি?

আহবান,আহবান,আহ্বান।



যতক্ষন এ শব্দ থাকবে ,বুঝবি কেউ না কেউ হাত বাড়িয়ে আছে।মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না।সময় থেকে মহাসময়ে মানুষে মানুষে সম্পর্কের টানে আছে এক ভালোবাসার খেয়া,সেই খেয়ায় একবার ওঠতে পারলে দেখবি-কী পরম প্রশান্তি।সীমাহীন অন্ধকার মহাশূন্যেও খুঁজে পাবি চির দীপ্তিমান আলোর প্রতিসারী। একটা কথা সবসময় মনে রাখিস-

People may not remember exactly what you did,or what you said,but they will always remember how you made them feel.

আর মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য কল্যান কাওকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয় না।মানুষ কী আর এমনি এমনি বলে-

"What goes around comes around" ।



আমি শুধু বুঝতে পারি ,আজকের রাত্রি আমার বুকে নক্ষত্রের এক অনুপম নদী হয়ে রইলো। পূবাকাশ ফর্সা হতে শুরু করেছে।চাচা আর আমি ধীরে ধীরে ঘরে প্রবেশ করি। আলতো করে দরজা খুলি,যেন কারো ঘুম ভেংগে না যায়।মা কিন্তু ঠিকই বুঝেন। ঘরের ভিতর থেকে বলেন-কীরে আরিফ, তোরা এতোক্ষনে বাড়ি ফিরলি ?



মন্তব্য ২২১ টি রেটিং +৬৫/-০

মন্তব্য (২২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

বিবর্ণ ক্যানভাস বলেছেন: মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না

এটাই হোক সবার জীবনের মূলকথা!!

লেখায় +

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

খেয়া ঘাট বলেছেন: বিবর্ণ ক্যানভাস বলেছেন: মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না

এটাই হোক সবার জীবনের মূলকথা!!
অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

দয়াল সাহেব বলেছেন: শিক্ষনীয় বিষয় । ভাল লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দয়াল সাহেব ।

৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪০

সায়েদা সোহেলী বলেছেন: What goes around comes around ---আমি পার্সোনালি এই কথাটা সবসময় মনে রাখি , আজ আমি যা বপন করছি
নিশ্চিত কাল ঠিক তারই ফল পাবো

শুভেচ্ছা রইলো ভাইয়া

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

খেয়া ঘাট বলেছেন: আজ আমি যা বপন করছি
নিশ্চিত কাল ঠিক তারই ফল পাবো -সেটাই।

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ বস । মনে রাখার মতই গল্প ।
এত কিছু ত জানতাম না ভাই ।
আরো এমন অসাধারণ লিখে চলুক আমার প্রিয় খেয়াঘাট ভাই ।
প্রথম কমেন্ট টা আমি করতে পারলে বেশি খুশি হইতাম ।
অভিনন্দন আমার প্রিয় ব্লগারকে ।
কলম চলুক অবিরত ।
প্লাসের বন্যায় পোস্ট ভাসাই দিলাম ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্




১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৪

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব লজ্জিত হলাম। শামুকের মতো শরীর নিজের ভিতরে ঢুকিয়ে রাখতে পারলে লজ্জা কমতো।

আপনার জন্য অনেক শুভকামনা। অনেক অনেক শুভকামনা।

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব লজ্জিত হলাম। শামুকের মতো শরীর নিজের ভিতরে ঢুকিয়ে রাখতে পারলে লজ্জা কমতো।

আপনার জন্য অনেক শুভকামনা। অনেক অনেক শুভকামনা।

৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯

খাটাস বলেছেন: অসাধারণ লাগল ভাই। এটা কি আপনার ঘটনা? মনে হচ্ছিল আমি ও চাচার সাথে হাঁটছি। :) পোষ্টে অবশ্যই প্লাস।
যাই হোক, চার বছর পূর্তিতে অনেক অনেক অভিনন্দন। শুভ কামনা রইল।

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এটা শুধুই একটা গল্প।
শুভকামনা, অনেক শুভকামনা।

৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক সুন্দর গল্প।
দারুণ উপস্থাপনা। মনে রাখার মত।



চার বছর পূর্তি ও শততম পোষ্টে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!!! !:#P !:#P !:#P !:#P

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: চার্চিল, ফ্লেমিংয়ের গপটা এই প্রথম জানলাম!

চাচা'র ঘটনা'র মত বাস্তবে দুইটা ঘটনা জানি। একটা পজেটিভ আর আরএকটা নেগেটিভ -

চার বছর পূর্তিতে অভিনন্দন

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক খুশী হয়েছি প্রিয় মাসুম ভাই।
শুভকামনা।

৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

মনিরা সুলতানা বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মোরাল লেখক খেয়া ঘাট এর জন্য রইল

চার বছর পূর্তি আর শততম পোস্ট এর অভিনন্দন !:#P !:#P !:#P

পুরো পৃথিবী এক মহা শৃংখলে বাঁধা।চোখ বন্ধ করে বুকের উপর একবার হাতখানা রাখ।কোনো শব্দ শুনতে পাচ্ছিস কি?
আহবান,আহবান,আহ্বান।

অসম্ভব আবেগময় লেখা , লেখার প্রায় প্রতিটি লাইন ই শিক্ষণীয়

" মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না "

" মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য কল্যান কাওকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয় না "

হৃদয়ে গেঁথে নিলাম , জীবনে যদি কখনো কারো জন্য সামান্য তম কিছু করে উঠতে পারি , খেয়া ঘাট কথা মনে রাখব, কিভাবে তোমার লেখা গুল অনুপ্রেরণা জুগিয়েছে । ক্যামন করে
সতত পৃথিবীর এই সু-বিশাল অঙ্গনে আহবান করেছে আমাকে মানুষ কে ভালবাসতে ।

সন্তান দের মনন বিকাশে ,কতখানি তোমার লেখার সাহায্য নিয়েছি তার কৃতজ্ঞতা নিবেদন করছি আজকে এই লেখায় ।

"What goes around comes around" এক কথায় পুরুটা গল্প উঠে চলে এসছে । শুভকামনা

আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান প্রদান করুন ।



১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩

খেয়া ঘাট বলেছেন: আকাশের মতো বিশাল হৃদয়ে এ তুচ্ছ লিখাকেযে স্থান দিয়েছেন, তাতে আমি যে কী পরিমাণ খুশী হয়েছি তা প্রকাশ করতে পারবোনা।
এরকম মন্তব্যের জবাব অনেক বেশী গোছানো আর অর্থবহ হওয়া দরকার ছিলো। কিন্তু আমার অক্ষমতায় সে রকম পারলামনা।
শুধু শুভকামনা রইলো। অনেক অনেক অনেক শুভকামনা।

৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

কাজী মামুনহোসেন বলেছেন: চার বছর পূর্তিতে অভিনন্দন :) :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
অনেক শুভকামনা আপনার জন্য।

১০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: গল্পটা অনেক ভালো লাগলো ভাইয়া। অনুভব করলাম। প্লাস রইল।


চার বছর পূর্তির জন্য অভিনন্দন। শততম পোস্ট দেবার জন্য আবারো অভিনন্দন ।

ভালো থাকবেন শুভকামনা রইল :)

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।

১১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

শ্রাবণধারা বলেছেন: "মানুষে মানুষে সম্পর্কের টানে আছে এক ভালোবাসার খেয়া, সেই খেয়ায় একবার ওঠতে পারলে দেখবি - কী পরম প্রশান্তি।" খুব ভাল লিখেছেন ভাই।

মাঝে মাঝে ভাবি, পুঁজিবাদী বৈভবের এই সভ্যতা আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছে ? শুধু টাকা পয়সার হিসাব করা ছাড়া আর কোন গভীর সত্য নেই যা এখন আমাদের চালিত করে.....।

ফ্লেমিং আর চার্চিলের এই গল্পটা কি সত্যি ?

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য প্রিয় শ্রাবণধারা।
মন্তব্যটা অনেক ভালো লাগলো।
এই ঘটনাটি বিভিন্ন জায়গায় পড়েছি। তবে ঐতিহাসকি সত্যতা যাচাই করতে পারিনি। ধন্যবাদ।

১২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

১৯৭১স্বাধীনতা বলেছেন: শুভেচ্ছা--অভিনন্দন

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ও অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

১৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার গল্প। অনেক ভালোলাগা। চতুর্থ বর্ষ পুর্তির অভিনন্দন।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় কুনোব্যাঙ।

১৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

আমিই মিসিরআলি বলেছেন: অসাধারণ আরিফ ভাই,১৩ তম প্লাস+++

মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না। -- কথাটা খুব মনে ধরেছে

৪ বছর পূর্তির সাথে মনে হল যেন ব্লগে টেস্ট সেঞ্চুরি করলেন !:#P !:#P
শুভকামনা জানবেন নিরন্তর

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক অনেক অনেক শুভকামনা।

১৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০১

রোজেল০০৭ বলেছেন: অসাধারন লাগলো।

অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা রইলো।

ভাল থাকুন সবসময়।

২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানালাম।
আপনার জন্যও অনেক নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

১৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৩

আরজু পনি বলেছেন:

খুবই ভালো লাগলো।

আমি বিশ্বাস করি, মানুষ যা করবে তার জবাব সে প্রকৃতি থেকেই পেয়ে যাবে কোন না কোন ভাবে। তা সে ভালো বা মন্দ যাই হোক।

একশততম পোস্টে বর্ষপূর্তির অভিনন্দন রইল খেয়াঘাট।

২০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা প্রিয় আরজুপনি।

১৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বেশী চমৎকার !

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ! সাথে চার বছর পূর্তিতে অনেক অনেক শুভকামনাও রইলো ।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী মহোদয়।

১৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুবই ভালো লাগলো গল্পটা,১৬তম ভালো লাগাটা আমার।
ভালো থাকুন সবসময়।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য সবসময়ের শুভকামনা প্রিয় তনিমা।

১৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার একশত পোষ্ট পড়ার সৌভাগ্য হয়নি তবে যে গুলো পড়েছি এটাই বেস্ট মনে হয়েছে।শোকেসে সাজিয়ে রাখলাম। অভিনন্দন।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে খুশী হলাম।
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বাংলাদেশী দালাল।
আমার একটা কবিতা আছে- যদি দালাল হতে পারতাম।

২০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

পাকাচুল বলেছেন: চতুর্থ বর্ষ পুর্তির অভিনন্দন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা।

২১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি বলেছেন:

খুবই ভালো লাগলো।

আমি বিশ্বাস করি, মানুষ যা করবে তার জবাব সে প্রকৃতি থেকেই পেয়ে যাবে কোন না কোন ভাবে। তা সে ভালো বা মন্দ যাই হোক।

একশততম পোস্টে বর্ষপূর্তির অভিনন্দন রইল খেয়াঘাট। পোস্টে ++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার। শুভকামনা।

২২| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

মুরাদ-ইচছামানুষ বলেছেন: People may not remember exactly what you did,or what you said,but they will always remember how you made them feel.

অভিনন্দন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
আপনার জন্য ও শুভকামনা, অনেক শুভকামনা।

২৩| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
চার বছর পূর্তি আর শততম পোস্ট এর অভিনন্দন


হাজারতম পোষ্টের অপেক্ষায়।
!:#P !:#P !:#P !:#P

People may not remember exactly what you did,or what you said,but they will always remember how you made them feel.


এই কথাটা ভালো লাগছে। ;) ;) ;)


গল্পটা অনেক ভাল। আরেকটা কথা শেষ পর্যন্ত কি জানতে প্রেছেন ফ্লেমিং আর চার্চিলের গল্পের সত্যতা কতখানি



২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য, সুন্দর মন্তব্য করার জন্য।
কতটুকু সত্য জানিনা, তবে ভাবতে ভালো লাগে।
শুভকামনা আপনার জন্য।

২৪| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৭

বাংলার আকাশ বলেছেন: bhai, khub valo laglo. ghum assilona, mobile ghatsilam.....apnar ei likha shesh ratre amake kadalo... valo lagar o kanna ase.

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগারও কান্না আছে। ঠিক বলেছেন। কাঁদলে মন পরিস্কার হয়।
অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন ভাই।

২৫| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৩

বটবৃক্ষ~ বলেছেন:
চার বছর পূর্তি আর শততম পোস্ট এর অভিনন্দন !:#P !:#P :) :)
আশা করছি ৫বছরে ২০০তম পোস্ট দিবেন!! :)
আপনার গল্পগুলো ইউনিক আর অনেক কিছু জানার থাকে!!
আজকের গল্পটা বেশি ইউনিক!!
+++++++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আপনার জন্যও অনেক শুভকামনা। ভালো থাকবেন অনেক।

২৬| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৮

অনির্বাণ তন্ময় বলেছেন:
চার বছর পূর্তি এবং শততম পোস্টের শুভেচ্ছা।।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

২৭| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৮

কালোপরী বলেছেন: :)

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় কালোপরী।

২৮| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: পোষ্টে অনেক ভালোলাগা এবং শুভেচ্ছা ++++++++

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

২৯| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২০

বটের ফল বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা। শুভেচ্ছা চার বছর পূর্তিতে।

পোষ্ট সম্পর্কে বলার কিছু নেই। যথার্থ একটি খেয়াঘাটিয় পোষ্ট।

আমি সবসময় হৃদয় দিয়ে বিঃশ্বাস করি একটি কথা, তা হলো-"Law's of Natural Returns". আমরা প্রকৃতিকে যা দেব , প্রকৃতি করায় গন্ডায় তা আমাদেরকে ফেরত দেবে।

আমার বিঃশ্বাসটিকে সবার সামনে এত চমৎকার ভাবে উপস্থাপনের জন্য হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে খেয়াঘাট

অনেক অনেক ভালো থাকবেন।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর একটা মন্তব্য করার জন্য।
অনেক শুভকামনা প্রিয় বটের ফল।

৩০| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২২

না পারভীন বলেছেন: আবার ও অনুপ্রাণিত হই , প্রিয় লেখাটি থেকে । :)
অনুপম ভাষায় রচিত ,হৃদয় ছোঁয়া লেখা ।


চলতে থাকুক এমন লেখা

মানুষ আর মানুষের মাঝে লেখা হয়ে উঠুক সিমেণ্টিং সাবসটেন্স , সুপার গ্লু । জোড়া দিয়ে দিক ভেংগে পড়া পারষ্পরিক বিশ্বাস , দায়িত্বশীলতা ।


চার বছর পূর্তি এবং শততম পোস্টের শুভেচ্ছা।। !:#P !:#P !:#P

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: মন ভালো হয়ে যাওয়ার মতো মন্তব্য।
আপনার জন্যও অনেক অনেক অনেক শুভকামনা।

৩১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন ঘাট।
চমৎকার গল্প।
শুভকামনা ||

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
আপনার জন্য ও অনেক শুভকামনা।

৩২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

ডক্টর এক্স বলেছেন: ভালোলাগা, প্লাস, অভিনন্দন আর শুভ কামনা।

২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ,
আপনার জন্যও অনেক শুভকামনা। ভালো থাকবেন।

৩৩| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

ভারসাম্য বলেছেন: এখানে খেয়াঘাটের চার বছর পূর্তির জন্য অভিনন্দন!!!

গল্পটিও দারুণ। শিক্ষনীয়, তথ্যপূর্ণ কিন্তু গল্পের মত করেই লিখেছেন পরম মমতায়।

গড ব্লেস ইউ আরিফ ভাই।

+++

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৩৪| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: শিক্ষনীয়, গোছালো আর ঝরঝরে একটা গল্প। গল্পের সারকথা দীর্ঘদিন মনে থাকবে।

চার বছর পূর্তি এবং শততম পোস্টের অভিনন্দন।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
আপনার জন্যও অনেক শুভকামনা প্রিয় সায়েম মুন।

৩৫| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

সপ্নাতুর আহসান বলেছেন: চার বছর পূর্তি, শততম পোস্ট; হোয়াট আ কো ইন্সিডেন্স।

মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃত্রিম হাসিটুকু দিতে ভুলিস না।................অসাধারণ।

জীবন পাল্টে দেয়া মোরাল গল্প।
মনিষীদের ঘটনাগুলো জানা ছিল না, গল্পের ছলে জেনে গেলাম। সুন্দর পোস্ট।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় সপ্নাতুর আহসান । শুভকামনা, অনেক শুভকামনা।

৩৬| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭

অনুগমন বলেছেন: "What goes around comes around" একশত ভাগ সত্য কিন্ত আমরা অনেকেই বুঝতে পারিনা।

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা।

৩৭| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

সমুদ্র কন্যা বলেছেন: চার বছর পূর্তিতে অভিনন্দন।

গল্পটা অনেক ভাল লাগল।

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ আপু। অনেক শুভকামনা।

৩৮| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

আরমিন বলেছেন: অসাধারণ গল্পটি আরেকবার পড়লাম ! ওখানে অফলাইনে পড়েছিলাম, তাই কমেন্ট করিনি! ৩০তম প্লাস রইলো।

চার বছর পূর্তির অনেক অনেক অভিনন্দন আপনাকে!

ভাল থাকুন, শুভকামনা!

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে ।অনেক শুভকামনা আপনার জন্য।

৩৯| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

~মাইনাচ~ বলেছেন: ভাল লাগলো


চার বছর পূর্তি ও শততম পোষ্টে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন !:#P !:#P

২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
আপনার জন্যও নিরন্তর শুভকামনা রইলো।

৪০| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন! অভিনন্দন!!

ভাল থাকুন আজীবন।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
অনেক শুভকামনা আপনার জন্য প্রোফেসর স্যার।

৪১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

সালমা শারমিন বলেছেন: kivabe Emon likhen shobai!!!!!!!!!!! Ami to parin a.........:(

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ।
অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন।

৪২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

নতুন বলেছেন: ++
"What goes around comes around" ।

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা।

৪৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

রেজোওয়ানা বলেছেন: অনেক চমৎকার!

চার বছরপূর্তির অভিনন্দন রইলো!

আর শুভেচ্ছা...........

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৪৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

রিমন রনবীর বলেছেন: বাহ দারুন! ভাল লাগল।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা আপনার জন্য।

৪৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

আমিনুর রহমান বলেছেন:

চোখে পানি চলে আসলো ।
মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য কল্যান কাউকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয় না।



চার বছরপূর্তির অভিনন্দন রইলো!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় আমিনুর রহমান ভাই।

৪৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

লাবনী আক্তার বলেছেন: অভিনন্দন খেয়া ঘাট! !:#P

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় লাবনী আক্তার।

৪৭| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

হাবিব কবি বলেছেন: অভিনন্দন।

ফানত কাফকার 'গ্রাম্য ডাক্তারের' সঙ্গী হলে মায়ের কাছে ফেরা হতো না।

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।অনেক শুভকামনা।

৪৮| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

তুষার আহাসান বলেছেন: ৪০ তম ভাল লাগা!
।চোখ বন্ধ করে বুকের উপর একবার হাতখানা রাখ।কোনো শব্দ শুনতে পাচ্ছিস কি?
আহবান,আহবান,আহ্বান।

যতক্ষন এ শব্দ থাকবে ,বুঝবি কেউ না কেউ হাত বাড়িয়ে আছে।মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না।

সারা জীবন মনে রাখার মত কথা।

৪০০ তম পোস্ট,অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ প্রিয় তুষার ভাই। শুভকামনা। ভালো থাকুন।

৪৯| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১

তুষার আহাসান বলেছেন: ৪ বছর,১০০ তম পোস্ট,অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ প্রিয় তুষার ভাই। শুভকামনা। ভালো থাকুন।

৫০| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

কোবিদ বলেছেন: চতুর্থ বর্ষ পূর্তিতে অভিনন্দন।
শিক্ষনীয় সত্য কাহিনীর পূণরাবৃত্তি
ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ । শুভকামনা।

৫১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

গারো হিল বলেছেন: অসাধারণ!!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা রইলো।

৫২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

হাবিব০৪২০০২ বলেছেন: চার বছর পূর্তিতে অভিনন্দন

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য।

৫৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


সামহোয়্যার ইন ব্লগের মোরাল লেখক খেয়া ঘাট এর জন্য রইল

চার বছর পূর্তি আর শততম পোস্ট এর অভিনন্দন

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে । অনেক শুভকামনা আপনার জন্য।

৫৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

De Nova Beplov বলেছেন: People may not remember exactly what you did,or what you said,but they will always remember how you made them feel.
আর মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য কল্যান কাওকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয় না।মানুষ কী আর এমনি এমনি বলে-
"What goes around comes around" ।

+++++++++++

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

৫৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চোখ ভিজে এলো বার বার। গল্পের ভেতর গল্পের বুনন। অসাধারণ!

আজ কালের করপোরেট নেতারা ‘কমিউনিকেশন স্কিল’ শেখাতে গিয়ে গলদঘর্ম হয়ে যান। ভাই, মনুষ্যত্ব আর অন্যের দুর্বলতায় সহানুভূতি না থাকলে ‘যোগোযোগ দক্ষতা’ কি শুধু যুক্তির বিষয়?

ভাই খেয়াঘাটকে ধন্যবাদ জানাই তার শততম পোস্টটির জন্য :)

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।অনেক শুভকামনা রইলো। সুন্দর মন্তব্য। চিন্তা করার বিষয়।

৫৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন !!



চার বছর পূর্তি, শততম পোস্ট আর সাথে দুর্দান্ত একটা গল্প- সব মিলিয়ে এক জমজমাট আসর ।


!:#P !:#P !:#P !:#P

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনি ছাড়াতো কোনো আসরই জমেনা। বিনীত ধন্যবাদ আর অভিনন্দন।

৫৭| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

শাহজাহান মুনির বলেছেন: মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না।



দারুণ, আসলেই মনে রাখার মত গল্প । ++++++

২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা রইলো।

৫৮| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

আম্মানসুরা বলেছেন: অদ্ভুত সুন্দর পোষ্ট!! আমি তো আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। পোস্টে প্লাস

২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫১

খেয়া ঘাট বলেছেন: আমার লিখা আপনার ভালো লাগে শুনে অনেক বেশি আনন্দিত হলাম। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৫৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চার বছর পূর্তি আর শততম পোস্ট এর অভিনন্দন

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা।

৬০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: কবে যে বর্ষ পূর্তির পোষ্ট দিবো আমি !

গল্পটায় মোরালের পাশপাশি একটা ঐতিহাসিক ঘটনাও সাব প্লট হিসাবে আসছে। ভালো লাগছে এটা ।

আর গল্পের ভাষাটা খুব সুন্দর ছিল , কিছু কিছু জায়গায় বেশ শৈল্পিক। ভালো লাগছে ।

চার বছরের পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ।

তবে এর আগের পোষ্ট ভালো লাগে নাই কারণ আপনার লেখার সাথে ওই লেখাটা যায় না , আউট সাইডেড কিছু মনে হয়েছিল ।

ভালো থাকুন খেয়াঘাট ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২

খেয়া ঘাট বলেছেন: শত পোস্ট শীঘ্রই দেন। শতবর্ষী হোন।
মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।

৬১| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

কথক পলাশ বলেছেন: অসম্ভব সুন্দর একটা ঘটনা।
মনে থাকবে আজীবন। আমিও অনেকের কাছে বলবো ঘটনাটা।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা

৬২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

নস্টালজিক বলেছেন: চারবছর পূর্তি শুভেচ্ছা, খেয়াঘাট!



ভালো থাকুন নিরন্তর!

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।

৬৩| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

একজন আরমান বলেছেন:
গল্পর মোরালটা অনেক শিক্ষণীয়।

বর্ষপূর্তির শুভেচ্ছা। !:#P !:#P !:#P

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ সাথে নিরন্তর শুভকামনা

৬৪| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: গল্পে প্লাস।

চার বছর পূর্তি ও শততম পোষ্টে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন B:-) B:-) B:-)

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা।

৬৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

মাহতাব সমুদ্র বলেছেন: লেখাটা পড়ে গিয়েছি তখন অথচ কমেন্ট দেওয়া হয় নাই। ++++++++++ ভালো লিখেছেন ভাই।

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনেক শুভকামনা আপনার জন্য।

৬৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

নুসরাতসুলতানা বলেছেন: শততম পোষ্টের মত শতায়ু হোক আপনার এবং এ শতায়ু যেন এরকম আরো অ-নে-ক মোরাল গল্প লেখায় ব্যয় করতে পারেন সে দোয়া করলাম ।

খাটাস বলেছেন: অসাধারণ লাগল ভাই। এটা কি আপনার ঘটনা?----আমিও ভেবেছিলাম এটি সত্য ঘটনা , গল্প নয়।

আরেকটি কথা শেয়ার করতে মন চাইলো --ছোট বেলায় মা সুযোগ পেলেই নীতিকথা , শিক্ষনীয় গল্প বলতেন ।বড় বিরক্ত হতাম সে সময়। এখন বুঝতে পারি তার মর্ম।আপনি আপনার মোরাল গল্পগুলো বই আকারে প্রকাশ করুন।আপনার পাঠকরা আপনার মেসেজ অন্যদের কাছে পৌছাতে পারবেন।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: এখনো মনে হয় বিরক্ত হচ্ছেন, কিন্তু বলতে পারছেন না।
বিনীত ধন্যবাদ, অনেক শুভকামনা।

৬৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০

আমিভূত বলেছেন: শুভেচ্ছা ! লেখায় ভালোলাগা :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: আমিভূতের মন্তব্যে আমি অভিভূত হলাম। শুভকামনা।

৬৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
১০০ তম পোস্ট ১০০ তম পোস্টের মতই হয়েছে!

ঠিক চার বছর পূর্তির দিনে ১০০ তম পোস্ট! এপিক ব্যাপার। সহস্র ফুলের শুভেচ্ছা আপনাকে।

ভাল কথা। গল্পে চাচা যে ঘটনাটা বললেন তা কি কি সত্যি? আমার জানা নেই এইটা।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৪

খেয়া ঘাট বলেছেন: ঘটনাটি নেটে পড়েছি ।
আপনাকে বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা।

৬৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা !
আর এভাবেই আমাদের শিখাতে থাকুন !

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা ভাই।

৭০| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প। শুভকামনা।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

৭১| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৬

বিদ্রোহী জাতক বলেছেন:
আমার ১ম মন্তব্য।ঠিক চার বছর পূর্তির দিনে ১০০ তম পোস্ট!
শুভেচ্ছা !
আর এভাবেই আমাদের শিখাতে থাকুন !===
====+++

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনার প্রথম মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম। বিনীত ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইলো

৭২| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আরিফ রুবেল বলেছেন: চার বছর পূর্তির শুভেচ্ছা আর গল্প পঞ্চাশতম ভালো লাগা

পোস্ট সরাসরি প্রিয়তে।

এত চমৎকারভাবে মেসেজটা পৌছে দিতে সত্যিই দক্ষ হতে হয়। গল্পটায় আপনার অভিজ্ঞতার ছাপ পরিস্কার।

ব্লগীয় ও বাস্তব জীবন দু'টোই শুভ হোক। শুভ কামনা রইল। :)

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ আর শুভকামনা।

৭৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

তীর্থক বলেছেন: প্রথমেই ৪ বছর পুর্তি আর ১০০ তম পোষ্টেরর শুভেচ্ছা।

গুরুজন মার্কা একটা পোষ্ট হইছে।
অবস্য দারুন শিক্ষনীয়।

ঘটনার সাবলীল বর্ননা ভালো লেগেছে।


+

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: অনেক খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ আর শুভকামনা।

৭৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: খেয়াঘাট ভাই আপনাকে বর্ষপূর্তীর শুভেচ্ছা । ভাল থাকুন ।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ আর শুভকামনা।

৭৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: লেখাটা অনেক দেরীতে দেখলাম ।
আপনার আরও একটা অসাধারণ লেখা, মন ছুঁয়ে গেল গল্পের অন্তর্নিহিত বক্তব্য ।

আর মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য কল্যান কাওকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয় না।
সব সময়ই বিশ্বাস করি , জানি মানুষের মাধ্যমে হোক কিংবা সরাসরি স্রষ্ঠা তার প্রতিদান দিবেনই ।

চার বছর পূর্তি আর একশত তম পোস্ট , অনেএএএক শুভেচ্ছা আর শুভকামনা জানবেন ।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো।

৭৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: +++

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা।

৭৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

নাছির84 বলেছেন: আপনার প্রতিটা গল্পই দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। বলতে পারেন,চোখ খুলে দেয়। তাই নতুন করে বলার কিছু নেই। তবে এই গল্পটা আমি টানা কয়েকবার পড়েছি। আসলে পড়তে বাধ্য হয়েছি। আগেই বলেছি,‌‌'ঈশপ মরে গেছে কিন্তু খেয়াঘাটকে রেখে গেছে'।তবে,কথাটাকে তুলনা হিসেবে নেয়ার দরকার নেই। কারণ,ঈশপের সময় নীতিগল্পের বাজারে আকাল ছিল না। কিন্তু এখন আছে।......বাকিটুকু বলে দেয়ার দরকার আছে কি ?


চতুর্থ বর্ষপুর্তির উপহার শততম পোষ্ট । আহ ! এ যেন মণিকাঞ্চন যোগ ! দেরিতে মন্তব্যের জন্য দুঃখিত। আপনিও আমার কোন লেখাজোখা দেরিতে পরে দেনা শোধ করে দিয়েন।

খেয়াঘাট ভাল থাকুক। এই কামনায়....

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৯

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য আমাকে দারুন অনুপ্রাণিত করে। আর কি যে ভালো লাগে তা আমি বলে বুঝাতে পারবোনা। অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ।

৭৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২

রোকেয়া ইসলাম বলেছেন: একটা অসাধারণ লেখা পরলাম ।
সত্যি মন ছুঁয়ে গেল। এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
লেখার চার বছর পূর্তি আর একশত তম পোষ্টের জন্য অনেক শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা। ভাল থাকবেন।

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১০

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং অবশ্যই অনেক শুভকামনা।

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১২

খেয়া ঘাট বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং অবশ্যই অনেক শুভকামনা।

৭৯| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ গল্প, এই গল্পের ভেতর রয়েছে মানিষ মানুষের জন্য। আহা আমার দেশের প্রতিটা লোক যদি এমন হেল্পফুল হতো হয়তো বা আমরা ও এমন আলেকজান্ডার ফ্লেমিং পেয়ে যেতাম


শততম পোষ্টে শত ফুলের শুভেচ্ছা

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর একটা কথা বলেছেন ভাই। অনেক শুভকামনা আপনার জন্য।

৮০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:৪০

শ।মসীর বলেছেন: চারবছর পূর্তি শুভেচ্ছা

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা ভাই>

৮১| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

অয়োময় বলেছেন: সুন্দর একটি শিক্ষণীয় গল্প।+

বর্ষপূর্তিতে অভিনন্দন।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ আর শুভকামনা। ভালো থাকবেন।

৮২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য প্লাস।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: অসংখ্য ধন্যবাদ , অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৮৩| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সমাপনীটা আমার কাছে দুর্দান্ত মনে হলো। বেশির ভাগ গল্পেরই শেষটায় এসে অনেক ভাল গল্পকারও বিভ্রান্তিতে ভোগেন।

ভাল থাকবেন সব সময়।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য প্রিয় জুলিয়ান ভাই।

৮৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

রোমেন রুমি বলেছেন: আপনার লেখা আজই প্রথম পড়লাম ।
লেখায় যদি অসাধারণ কোন শক্তি অথবা যাদু না থাকে তবে কারো চোখ জলে ছল ছল করে না ।
আমার চোখে জল জমেছে ।

আর যে বর্ণনাশৈলী ! আমি রীতিমত মুগ্ধ ।

অনেক অনেক ভাল থাকুন ।
লেখাটা প্রিয়তে রাখলাম ।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম। আপনার মন্তব্য পেয়ে লজ্জিত হলাম। আমি আনজ্জিত হলাম।

বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা ভাই।

৮৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: শ্বেত শুভ্র গল্প । হৃদয়গ্রাহী ।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে । অনেক শুভকামনা। অনেক ভালো লাগলো।

৮৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

এহসান সাবির বলেছেন: অভিনন্দন....!! চমৎকার পোস্ট।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ ভাই।

৮৭| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

মোঃ নুর রায়হান বলেছেন: অসাধারণ

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা ভাই।

৮৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন:

নতুন পোস্ট এর খবর কি ?

জুম্মা মোবারক :)

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: ব্লগেতো ভালোভাবে লগইন ই করতে পারিনা। শুধু ভিতর আর বাহির।
আপনাকে দিয়েই ঈদ মোবারক শুরু করলাম ।বিসমিল্লাহ।

৮৯| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৫

শান্তির দেবদূত বলেছেন: একটানে পড়লাম, পড়ার সাথে সাথে প্রিয়তে নিয়ে গেলাম।
আহা! কি অসাধারন গল্প, কি চমৎকার বর্ণনাশৈলী! চোখের সামনে যেন জ্বীবন্ত হয়ে উঠেছে প্রতিটি চরিত্র, গ্রেট ! আর কি হৃদয়গ্রাহী মোরাল! আবারও গ্রেট।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬

খেয়া ঘাট বলেছেন: আপনার এতো সুন্দর মন্তব্য পেয়ে আমি খুব বেশি আনন্দিত হলাম। খুব বেশী লজ্জিতও হলাম। শুভ কামনা। ঈদ মোবারক।

৯০| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

অনির্বান বলেছেন: মাঝে মাঝে লিখতে মন চায়। যখন আপনাদের এইসব লেখা পড়ি; ভাবি, পৃষ্ঠা নস্ট না করে এঁনাদের লেখা পড়ি!



শততম পোস্টে নিরন্তর ভালোলাগা।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাই। অনেক শুভকামনা। ঈদমোবারক।

৯১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২২

অনির্বান বলেছেন: আপনার বেইল গল্পের লিংকটা প্রথম আলো আর দিচ্ছেনা। অন্য কোনভাবে পাওয়া যেতে পারে?

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: আমিও তো পেলাম না। দেখি কোথাও পাই কিনা।

৯২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

পরিবেশ বন্ধু বলেছেন: চার বছর এ পা
শুভঅভিনন্দন
ভাল থাকা চাই
গল্পটিও অসাধারন

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ, শুভকামনা। আর ঈদমোবারক।

৯৩| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২২

রাজু মাষ্টার বলেছেন: অ---- সা--- ধা--- র--- ন

চার বছর পূর্তি আর শততম পোস্ট এর অভিনন্দন

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৫:২২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা। ঈদমোবারক।

৯৪| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল আপনার পোস্ট

এর আগে আপনার লেখা পড়েছি কি না মনে পড়ছে না।

বর্ষপূর্তি ও শততম পোস্টের যুগলবন্দী, ভালই। শুভেচ্ছা জানবেন

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত শুভেচ্ছা।অনেক শুভকামনা। ঈদ মোবারক।

৯৫| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৮

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল আপনার পোস্ট

এর আগে আপনার লেখা পড়েছি কি না মনে পড়ছে না।

বর্ষপূর্তি ও শততম পোস্টের যুগলবন্দী, ভালই। শুভেচ্ছা জানবেন

৯৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
চার বছর পূর্তিতে শুভকামনা। চার্চিল আর ফ্লেমিং এর গল্পটা সুন্দর। তবে এটা হোক্স হিসেবেই পরিচিত।

অফ দি রেকর্ড: চার্চিলের জন্ম ১৮৭৪, ফ্লেমিং এর জন্য ১৮৮১। এমনিতেই তিনি ৭ বছরের ছোট। নেটে চার্চিল ফ্লেমিং হোক্স দিয়ে সার্চ দিয়ে দেখুন।

আপনার পোস্টের সমালোচনা করছিনা। আপনাকে ব্যক্তিগত আক্রমণও উদ্দশ্য নয়। তবে শুধু সত্যটা তুলে ধরছি। এটা অনেকটা আব্রাহাম লিংকনের ছেলের শিক্ষকের কাছে লেখা চিঠির মতই আরেকটি সুন্দর হোক্স।

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

http://www.snopes.com/glurge/fleming.asp



০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: আপনার চমৎকার সুন্দর মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ ভাই। লিংকগুলোর জন্য আরো একবার সবিনীত ধন্যবাদ।

গল্পে আমি কি লিখেছি দেখেন-

"আবিষ্কৃত হয় কত সালে ১৯২৮ কিংবা ১৯২৯ সালে। কিন্তু এরকম যোগসূত্রতো আগে শুনিনি।
তুমি কি আমাকে বলবে-ইতিহাসে এর সত্যতা কতুটুকু? "

এর পরের অংশ-

"উজ্জ্বল শফরীর মতো চাচার মন বুঝতে পারি ।ভাবলাম এখন আর ইতিহাসে ফিরে গিয়ে লাভ নেই।এক অসীম অন্ধকার আকাশের নীচে এক কিশোরের বুকের নরম জমিনে চাচা আজ জীবনের আলোর এক নতুন দানা বুনে দিয়েছেন। "

আপনার জন্য শুভকামনা। ঈদমোবারক।


৯৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

নুসরাতসুলতানা বলেছেন: লেখক বলেছেন: এখনো মনে হয় বিরক্ত হচ্ছেন, কিন্তু বলতে পারছেন না।--------------- কেন এরকম বললেন বুঝলামনা।ধন্যবাদ এবং শুভকামনা।

০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:২২

খেয়া ঘাট বলেছেন: মোরাল গল্প কি আর সবার ভালো লাগে? সেজন্যই বলছিলাম। শুভকামনা । ঈদমোবারক।

৯৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক দেরিতে হইলেও অভিনন্দন!!!!!!

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর অনেক শুভকামনা ভাই। ঈদমোবারক।

৯৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

শুঁটকি মাছ বলেছেন: খুবই সুন্দর একটা গল্প আপু!!!!!!

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা ভাই। ঈদমোবারক ভাইয়া।

১০০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: নয় দিন আগে থেকে ই ঈদ মোবারক শুরু ?
খুব ভাল লাগলো ... ঈদ আমেজ এসে গেছে মনে হচ্ছে


শুভ কামনা ঈদ মোবারক :)

০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৬

খেয়া ঘাট বলেছেন: আর বেশীদিন বাকি নেই। এসেই গেলো। ঈদমোবারক।

১০১| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

না পারভীন বলেছেন: খেয়াঘাট ব্লগের ঈদ সংখ্যা !! কবে প্রকাশিত হবে ? ১১ জুলাই মানে প্রথম রোজায় শেষ লেখা লিখেছিলেন । মনে করিয়ে দিয়ে গেলাম । :) :)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

খেয়া ঘাট বলেছেন: রোজায় একেবারে কাহিল। ইনশাল্লাহ রোজার পর। অনেক শুভকামনা থাকলো। ঈদমোবারক।

১০২| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: যতক্ষন এ শব্দ থাকবে ,বুঝবি কেউ না কেউ হাত বাড়িয়ে আছে।মুঠোভরে কিছু দিতে না পারিস,মুখভরে অকৃতিম হাসিটুকু দিতে ভুলিস না।সময় থেকে মহাসময়ে মানুষে মানুষে সম্পর্কের টানে আছে এক ভালোবাসার খেয়া,সেই খেয়ায় একবার ওঠতে পারলে দেখবি-কী পরম প্রশান্তি।
চারবছর পুর্তিকে স্মরণ করে রাখা এক অসাধারন কাহিনীতে অনেক ভালোলাগা খেয়াঘাট।
+

০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। শুভকামনা । ঈদমোবারক।

১০৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:২০

তাহিতি তাবাসুম বলেছেন: People may not remember exactly what you did,or what you said,but they will always remember how you made them feel.

বর্ষপূর্তির শুভেচ্ছা,আশা করি এমন সুন্দর সুন্দর মোরাল গল্প আরও বেশি করে লিখবেন।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ। অনেক শুভকামনা। ঈদমোবারক।

১০৪| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২

গ্রীনলাভার বলেছেন: ঈদ মোবারক।
বর্ষ পুর্তিতে শুভেচ্ছা।

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও শুভকামনা । ঈদমোবারক ভাই।

১০৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বর্ষপূর্তীর শুভেচ্ছা এবং সাথে ঈদ মোবারক ফ্রী :)

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও ঈদমোবারক। তবে ফ্রী না, সেলামি সহ।
শুভকামনা ।

১০৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯

না পারভীন বলেছেন: ঈদ মুবারক মুসাফির :) পরিবারের সবার জন্য ও ঈদের শুভেচ্ছা

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক ঈদমোবারক, আপনার জন্য। সবার জন্য। শুভেচ্ছা, শুভকামনা। আরো যা যা দিতে হয়।

১০৭| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৫

বাংলাদেশী দালাল বলেছেন: ঈদ মোবারক। ভালো থাকুন।

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক ভাই। অনেক শুভকামনা রইলো।

১০৮| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শুকনোপাতা০০৭ বলেছেন: ঈদ মুবারক,এবং সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা রইল :)

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক। অনেক শুভেচ্ছা রইলো।অনেক শুভকামনা রইলো।

১০৯| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

সুস্মিতা গুপ্তা বলেছেন: মোরাল গল্প ভালোলাগলো অনেক।
শুভেচ্ছা জানবেন

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ।

১১০| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৮

উড়াল পঙ্খী সজল বলেছেন: +++ sundor baboharei punno ache

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.