নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জোছনা বন্দী হৃদয়

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৬

তুই কি আমার এই প্রভাতে সবুজ বুকে নীহার হবি,
শরৎবেলা অম্বার বুকে ছড়িয়ে দেয়া নীলার হবি।
তুই কি আমার পাহাড় বুকে স্নিগ্ধ জলের ঝরণা হবি,
সাগর মাঝে ঝিনুক বুকে লুকিয়ে থাকা স্বর্ণা হবি।
তুই কি আমার আকাশ বুকে শান্ত এক মেঘ হবি,
কবির বুকে ঘুমিয়ে থাকা ছন্দের এক বেগ হবি।

তুই কি আমার ফুলের বুকে আগলে রাখা রেণু হবি,
বটের ছায়ায় ঘুমিয়ে থাকা রাখাল বুকে বেণু হবি।
তুই কি আমার মেঘের বুকে ঘুমিয়ে থাকা জল হবি,
হৃদয় বুকে বয়ে যাওয়া জীবন নদের কূল হবি।
তুই কি আমার শৈবলিনীর বুকে নরম পলি হবি,
রামধনুর বুকে আঁকা সাত রঙের এক তুলি হবি।

তুই কি আমার গীতির বুকে সুপ্ত এক সুর হবি,
আঁধার বুকে লুকিয়ে থাকা অন্ধকারে ভোর হবি।
তুই কি আমার লেখার বুকে কাব্যের ছন্দ হবি
কানন বুকে জড়িয়ে থাকা কুসুম কলির গন্ধ হবি।
তুই কি আমার পলাশ বুকে রক্তলাল বুলবুল হবি,
সাগর বুকে বয়ে যাওয়া ধীর নদীর কুলকুল হবি।

তুই কি আমার রাতের বুকে এক আকাশের তারা হবি,
বেঁচে থাকা বিশ্বাসের বুকে শ্বাস প্রশ্বাসের ধারা হবি।
তুই কি শুধুই এই প্রেমিকের ভালোবাসার রমণী হবি,
এই জীবন বাঁচিয়ে রাখা হৃদপিন্ডের এক ধমনী হবি।
- আরিফ মাহমুদ

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: তুই কি আমার রাতের বুকে এক আকাশের তারা হবি,
বেঁচে থাকা বিশ্বাসের বুকে শ্বাস প্রশ্বাসের ধারা হবি।
তুই কি শুধুই এই প্রেমিকের ভালোবাসার রমণী হবি,
এই জীবন বাঁচিয়ে রাখা হৃদপিন্ডের এক ধমনী হবি।


হুম ডুবন্ত নাবিকের ভাসমান কবিতা !! ভালো হয়েছে । :)

++++++++++++++++++++++++++++++++
( আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি , আপনি ?)

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

খেয়া ঘাট বলেছেন: ডুবন্ত নাবিকের ভাসমান কবিতা- ঠিক বলেছেন। কথাটি বড়ই মনে ধরেছে গো আপু।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৬

***মহারাজ*** বলেছেন: ভালো লাগলো কবিতা ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

সুমন কর বলেছেন: যদিও "হবি"-কে কেন্দ্র করেই কবিতাটি লিখেছেন। কিন্তু আমার কাছে, দৃষ্টিকটু লাগল।
আপনার কাছ থেকে আরো ভালো প্রত্যাশী, প্রিয় গল্পকার।

কেমন আছেন?

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: ভালো আছি ভাই।
আসলেই ঠিক বলেছেন। এগুলো কবিতা হয়নি। অফিসে কাজের ফাঁকে নিজের মনে যা আসে তা লিখে রাখা। বলতে পারেন কামচুরিকবিতা :)
মন্তব্য পেয়ে ভালো লাগলো সুমন ভাই।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১

দৃষ্টিসীমানা বলেছেন: সব কিছুই শুধু চাওয়ার কথা , দেয়ার কথায় এক লাইন থাকলে কি হত ????????????
কবির জন্য অনেক শুভ কামনা ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: দেয়ার কথা আরেকদিন লিখবো ভাই।
বিনীত ধন্যবাদ রইলো।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে|
প্রশ্নবোধক চিহ্ন প্রত্যেক বাক্যের শেষ হত না?

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: একটা ভালো ভুল ধরিয়ে দিয়েছেন।
বিনীত ধন্যবাদ রইলো।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,




সহ-ব্লগার সুমন কর এর সাথে সহমত হয়ে বলি - এতো দীর্ঘ কবিতায় প্রতি লাইন অন্তে "হবি" শব্দটি ঠিক মানায় নি । এক বা দুই স্তবকে হলে মানিয়ে যেত ।

তবে এই লাইনটি বেশ ---
বেঁচে থাকা বিশ্বাসের বুকে শ্বাস প্রশ্বাসের ধারা হবি।

শুভেচ্ছান্তে ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: সুমন ভাই আর আপনার মন্তব্যের সাথে পুরো একমত।
বিনীত ধন্যবাদ রইলো।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

আবু শাকিল বলেছেন: আমার কাছে ভাল লেগেছে :)

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আবু শাকিল ভাই।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

নাইট রাইটার বলেছেন: কবিতাটির সাথে ফেসবুকের গল্প লেখা প্রতিযোগিতা গ্রুপের নিচের কবিতার অনেক মিল রয়েছে।

‪ষষ্ঠবিংশ_পর্বের_কবিতা‬
কবিতা ০৩: বলছি আমার মেঘ হবে?
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

বলছি
আমার মেঘ হবে?
দূর নীলিমায় মেঘের ভাঁজে মেঘকুড়োনোর বায়না ধরা শখ হবে?
সাত নদী তীর, ক্লান্ত অধীর,
ঝাপটা নদীর বাঁধ হবে?
এক উদাসী শীতল রাতে
ঘুমকুড়ানো স্বপ্নলোকের
ঝর্নারঙিন জল হবে?
আমার নীলে ঝলসানো এক
হলুদশিখার চাঁদ হবে?
আমার উঠান ভিজিয়ে চলা
বর্ষাগানের তাল হবে?
মেঘবিজনে জাপটে ধরা সবুজ বনের
ঝড় হবে?
একলা সাঁঝে আমার চোখে পরশ মাখা হাত হবে?
ইলশেগুঁড়ির শান্তক্ষণে আমার মনের সুর হবে?
টুকরো ভাষায় একটা দুটা মিলিয়ে চলা
ঢেউ হবে?
বলছি
আমার মেঘ হবে?

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

খেয়া ঘাট বলেছেন: আপনার লিখা কবিতাটি আমার লিখা কবিতার চেয়ে হাজারগুন বেশী সুন্দর হয়েছে।
বিনীত ধন্যবাদ রইলো ভাই কবিতাটি এখানে শেয়ার করার জন্য।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯

মামুন রশিদ বলেছেন: বেশ লেগেছে ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো প্রিয় মামুন ভাই।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

মায়াবী রূপকথা বলেছেন: বেশ ভাললেগেছে। ভাল থাকবেন ভাইয়া :)

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপু। অনেক শুভকামনা।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

অবনি মণি বলেছেন: বেঁচে থাকা বিশ্বাসের বুকে শ্বাস প্রশ্বাসের ধারা হবি ??

হবার কেউ নেই ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: নিয়মিত স্মরণে রেখেছি।
বিনীত ধন্যবাদ রইলো ।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: ----হবি।
একই ছন্দে পুরো কবিতা। বেশ তো।
শুভ কামনা।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

কিরমানী লিটন বলেছেন: "ইচ্ছেগুলো সাঁতার কাটে
বুকের নদী মনের ঝিলে
দূরত্বটা অশেষ বলে
হয়না ফেরা তীরের কুলে..."

কবিতায় ডাবল প্লাস++
চমৎকার ভালোলাগা,
শুভকামনা রইলো ..।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: কিরমানী লিটন বলেছেন: "ইচ্ছেগুলো সাঁতার কাটে
বুকের নদী মনের ঝিলে
দূরত্বটা অশেষ বলে
হয়না ফেরা তীরের কুলে...
অপূর্ব! অপূর্ব !! অপূর্ব !!!

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: তুই কি শুধুই এই প্রেমিকের ভালোবাসার রমণী হবি,
এই জীবন বাঁচিয়ে রাখা হৃদপিন্ডের এক ধমনী হবি।



শেষ দুই লাইন বেশি ভাল লাগলো । সুন্দর +

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো সেলিম ভাই।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার লেখা। ভালো লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো প্রিয় হাসান ভাই।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: তুই কি আমার রাতের বুকে এক আকাশের তারা
হবি,
বেঁচে থাকা বিশ্বাসের বুকে শ্বাস প্রশ্বাসের
ধারা হবি।
তুই কি শুধুই এই প্রেমিকের ভালোবাসার রমণী
হবি,
এই জীবন বাঁচিয়ে রাখা হৃদপিন্ডের এক ধমনী
হবি।
---কবিতায় মনের কথাগুলো চলে আসলো।দারুন কবিতা,খুব ভালো লাগল কবি

০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.