নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

হারাধনের দশটি ছেলে

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

(কবি যোগীন্দ্রনাথ সরকারের সেই অমর কবিতা অবলম্বনে)

হারাধনের দশটি ছেলে, মহান যুদ্ধ দেশময়,
একটি গেলো শহীদ হয়ে রইলো বাকি নয়।

হারাধনের নয়টি ছেলে, আহাঃ এমনি ললাট,
স্বাধীন দেশে গুম হলো এক, রইলো বাকি আট।

হারাধনের আটটি ছেলে, চোখে অঝোর অশ্রুপাত
গণতন্ত্রের নেশায় মরলো এক,রইলো বাকি সাত।

হারাধনের সাতটি ছেলে ভয়কে করে জয়
বিদেশ যেতে মরলো এক,রইলো বাকি ছয়।

হারাধনের ছয়টি ছেলের বুকে করুণ দীর্ঘশ্বাস,
ক্রশ ফায়ারে মরলো এক,রইলো বাকি পাঁচ।

হারাধনের পাঁচটি ছেলের বুকে নীরব হাহাকার,
কাটাতারে ঝুলে মরলো এক, রইলো বাকি চার।

হারাধনের চারটি ছেলে অঘোর দুঃখে সঙ্গীন,
বেকার হয়ে মরলো আরেক, রইলো বাকি তিন।

হারাধনের তিনটি ছেলে ভাবে স্বপ্ন এবার ছুঁই,
ভুল চিকিৎসায় মরলো এক রইলো বাকি দুই।

হারাধনের দুইটি ছেলের জীবন ব্যর্থ এক চেক,
প্রশ্নফাঁসে ফাঁস নিলো সে, রইলো বাকি এক।

হারাধনের একটি ছেলে বসে লিখছে এ কবিতা,
হারাধনই বাংলাদেশ, এযে এদেশেরই দুঃখগাঁথা।

(আরিফ)

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

মুদ্‌দাকির বলেছেন: কেউ চাপাতির কোপে মারা যায় নাই?

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি মরেছে। চাপাতির কোপে, আগুনে পোড়ে, ভাঙ্গচুরে, হরতালে, অবরোধে , জ্বালাও পোড়াও এ , সড়ক দূর্ঘটনায়, সন্ত্রাসে, ছাত্ররাজনীতির দৌরাত্মে , উগ্র ধর্মান্ধতায়-মরছে তো মরছেই।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

রোকসানা লেইস বলেছেন: কবিতা লেখক চাপাতির অপেক্ষায়

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

খেয়া ঘাট বলেছেন: চাপাতিকে ডরাই , চা পাতিকে ভালা পাই।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

আলেক্সান্ডার বলেছেন: হারাধনের দশটি ছেলেই অপদার্থ হয়েছে । সাধারণ মানুষের ঘারে চেপে বসে খেতে চাইলে এভাবেই আল্লাহ বিচার করেন B-))

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

খেয়া ঘাট বলেছেন: আপনার কথাটা ঠিক না। আরেকবার চিন্তা করেন :) :)

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:০১

প্রবাসী পাঠক বলেছেন: হারাধনই বাংলাদেশ, এযে এদেশেরই দুঃখগাঁথা।


০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি, প্রিয় প্রপা ভাই।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার, মুগ্ধ ভালোলাগা ...

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৬

সায়েদা সোহেলী বলেছেন: জ্বি মরেছে। চাপাতির কোপে, আগুনে পোড়ে, ভাঙ্গচুরে, হরতালে, অবরোধে , জ্বালাও পোড়াও এ , সড়ক দূর্ঘটনায়, সন্ত্রাসে, ছাত্ররাজনীতির দৌরাত্মে , উগ্র ধর্মান্ধতায়-মরছে তো মরছেই। ------ আরও কিছু আছে , যা হারাধনের ছেলেগুলোর মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে , দিচ্ছে ................................................ :|

এত হাতিয়ার থাকতে এই এক চাপাতি ই কেন ??? !!!! জানতে ইচ্ছে করে , যেমন জানতে ইচ্ছে করে মুক্তমন চউক্ষু কেন শুধু মুসলিমদের কেই ধর্মান্ধ হিসেবে দেখে ??? !!!!

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: হারাধনের দশটি ছেলেই মরে যাবে, বেঁচে থাকবে কেবল অন্ধরাই ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: দশ থেকে শত শত থেকে হাজার... কতজন মরলে আমরা বলবো
"বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে?"

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

নেক্সাস বলেছেন: সুন্দর প্যারোডি।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৪

আমিনুর রহমান বলেছেন:



গত ৪৪ বছরের বাংলাদেশে চিত্র এক কবিতায় +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.