![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) ব্লগের বিষয়বস্তুর গুরুত্বের দিক দিয়ে,
২)বেশী পঠিত হয়েছে সেই বিবেচনায় ,
৩)অধিক মন্তব্যের জন্য নাকি অন্য কোনো কারণে। শুধু একটা কৌতুহল!!!!
আলোচিত ব্লগের একেবারে উপরের দিকের ব্লগটি ১ টি দু লাইনের কবিতা। ৩১ বার পঠিত। ২ টি মন্তব্য। কবিতার লাইনগুলো খুবই সুন্দর সন্দেহ নেই। কিন্তু আলোচিত ব্লগের একেবারে উপরের দিকে স্থান পেলো কেন-সেটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫২
খেয়া ঘাট বলেছেন: বুঝার চেষ্টা করছিলাম। কীসের ভিত্তিতে ব্লগ আলোচিত হয়????? আশাকরি কেউ জানলে জানাবেন। একটা কৌতুহল , আর কিছু না।
আপনিও জানেন না। আমিও জানিনা। ধন্যবাদ।
২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
কবি এবং হিমু বলেছেন: সবকিছুর মতো এখানে ও কোন ২ নাম্বারী আছে কিনা জানি না।সবার উচিত একটা তদন্ত কমিটি করা।আর না হলে রাত জেগে যে মুভিগুলো আমি বা আমরা দেখি সেগুলো এখানে প্রকাশ করা।সাবধান কেবল সানি লিউনেরগুলো বাদ দিবেন
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০১
খেয়া ঘাট বলেছেন: আচ্ছা দেখা যাক। নিশ্চয়ই হয়তোবা একটা কারণ আছে। আশাকরি কেউ সঠিক ব্যাখ্যাটা দিবেন।
আপনার আইডিয়া পছন্দ হয়েছে। ধন্যবাদ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: আমিও জানি না, জানা যাবে?
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৩
খেয়া ঘাট বলেছেন: আশাকরি জানা যাবে। কেউ হয়তো জানাবেন। ধন্যবাদ।
৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
রিমন রনবীর বলেছেন: খুব সম্ভবত কন্টেন্টের কোয়ালিটি বিবেচনায় নেয়া হয়।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১০
খেয়া ঘাট বলেছেন: ভালো। শত শত ব্লগের মাঝে এই দুলাইনের কবিতাটি (৩১ বার পঠিত) একেবারে আলোচিত ব্লগ হিসাবে প্রথম স্থান নিয়ে নিলো। কন্টেন্ট নিয়ে চিন্তা করার বিষয়!!! যাক, ভাই। আপনার কাছ থেকে মোটামুটি একটা ধারণা পেলাম। ধন্যবাদ।
৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
রক্তিম দিগন্ত বলেছেন: ভাইরে এই সম্পর্কে আমারও কোন আইডিয়া নাই। কারণ আমার কোন পোষ্টই এখনো নির্বাচিত পাতায় যায় নাই। বলতেছি না যে ঐটা যাওয়ার মত, কিন্তু আমার থেকে নিন্মমানের লেখাগুলো যখন যায় - তখন তা খুবই বাজে দেখায়।
আমি এখনো এইটাও বুঝি নাই।
আপনি তো আলোচিত ব্লগে ৩১বার পঠিত পোষ্ট পেলেন, আমি সকালে পেয়েছিলাম সরিয়ে দেওয়া এক পোষ্টকে আলোচিত ব্লগে। ঐটার মানেও আমি এখনো বুঝি নাই।
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
খেয়া ঘাট বলেছেন: বুঝাগেলো একপ্রকার তালগোলের ভিতরেই আছি তাই কিছুই বুঝতে পারছিনা।
আপনি নির্বাচিত ধন্যবাদ নেন।আপাতত
৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬
মা গো ভাত দাও বলেছেন: মডারেটগনের ইচ্ছা ও দোয়ার বদৌলতে
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
খেয়া ঘাট বলেছেন: রসে ভরপুর , মিষ্টি মধুর! আহ!!!!!
৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৯
মশিকুর বলেছেন:
"ব্লগের নতুন ভার্সনে ‘আলোচিত ব্লগ’ নামে একটি নতুন বিভাগ সংযোজন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই নতুন বিভাগটি নিয়ে সম্প্রতি কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন নির্বাচিত পাতার মত আলোচিত ব্লগের লেখাগুলো ব্লগটিম দ্বারা নির্বাচিত হচ্ছে। তাই বিষয়টি সম্পর্কে সকলকে স্বচ্ছ ধারনা দেয়ার জন্য ‘আলোচিত ব্লগ’ বিভাগের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি।
সারাদিন যে পোস্টগুলোতে ব্লগাররা মন্তব্য ও পাঠক হিসেবে দিনের অন্য পোস্টগুলোর চাইতে তুলনামুলকভাবে বেশি অংশগ্রহণ করেন, সেই পোস্টগুলো আলোচিত ব্লগে স্থান পায়। এই বিভাগে স্থান পাওয়া লেখাগুলো ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা, সবচেয়ে বেশি মন্তব্য এবং সবচেয়ে বেশি লাইক পাওয়ার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এটা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে সরাসরি আমাদের কোন ভূমিকা নেই।"-নোটিশবোর্ড (লিঙ্ক)
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
খেয়া ঘাট বলেছেন: এই বিভাগে স্থান পাওয়া লেখাগুলো ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা, সবচেয়ে বেশি মন্তব্য এবং সবচেয়ে বেশি লাইক পাওয়ার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়-
৩১বার পঠিত,
২ টি মন্তব্য-
আলোচিত ব্লগের এক্কেবারে উপরে। এটা কেমন স্বয়ংক্রিয় ব্যবস্থা
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ মশি ভাই।
৯| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২১
আরজু পনি বলেছেন:
আপনার পোস্ট পড়তে আসছিলাম...আর আপনার পোস্টে ওই কবিতার কথা শুনে আগে ওই পোস্টই পড়ে লাইক দিয়ে মন্তব্য করে এলাম
ঘটনা হলো...আমি নিজেও জানিনা...তবে কাল্পনিক_ভালোবাসা এর ব্যাখ্যা দিয়েছিল কোথায়ও । এটা সম্ভবত অটো সিস্টেম...
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
খেয়া ঘাট বলেছেন: ও অটো সিস্টেম!!
আমিতো মনে করেছিলমা আটা সিস্টেম
১০| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: এর কোন মাথামুণ্ডু খুঁজে পাই না আমি।
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০
খেয়া ঘাট বলেছেন: হাত পা খুঁজে পান কিনা দেখেন
১১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: এটা সম্ভবত মোট পঠিত সংখ্যা, লাইক আর কমেন্টের উপর ভিত্তি করে পিরিয়ডিকালী আপডেট হয়।
এর প্রধান সমস্যা এর পহিত সংখ্যার উপর নির্ভরশীলতা। যারা ফেসবুকার কাম ব্লগার, ওরা ফেসবুকে শেয়ার দিলে (ধরে নেই তাদের হাজার খানেক ফেন্ড আছে) মুহুর্তেই শতবার পঠিত হয়ে যায়। আর সেটা আলচিত অংশে চলে আসে। এছাড়াও টাইমফ্রেমে কিছু গন্ডগোল আছে। সকালে পোস দিলে আলোচিত অংশে বেশিক্ষন থাকবে। ধরেন, আজকে সকালে পোস দিলেন। তাহলে শর্ত পুরন হলে আজ রাত ১২ টার পর থেকে কাল সন্ধ্যা ৬ টা পর্যন আলোচিত অংশে থাকবে। আবার সন্ধ্যা ছয়টার পর দিলে কাল সন্ধ্যা ৬ টার পর থেকে রা ১২ বারটা পর্যন্ত থাকবে।
তবে পঠিত সংখ্যা, লাইক আর কমেন্টের আলাদা ওয়েট ঠিক করা উচিত। মুল ওয়েট দেয়া উচিত কতজন কমেন্ট করলো তার উপর। একজন দুইজন একাধিক কমেন্ট করলে সেটাও নেয়া ঠিক না। আবার টাইম স্লটের হিসেবটাও ঠিক করা উচিত। একটা পোস্ট একই শর্ত পুরন করে ১৮ ঘন্টা আবার আরেকটা থাকবে ৬ ঘন্টা, এটাও ঠিক না। কন্ডিশন চেঞ্জ করা দরকার।
আশা করি কিছুটা বুঝতে পারবেন।
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন।
কিন্তু , তারপরও ৩১ বার পঠিত। মাত্র ২ টি মন্তব্য নিয়ে একেবারে প্রথমে-সেটাই বোধগম্য হচ্ছেনা। মনে হয় ঘাপলা আছে
১২| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
সাহসী সন্তান বলেছেন: এটা নিয়ে শুধু আপনি না। ব্লগের প্রায় সবাই কনফিউশনে ভোগেন। তবে এই সম্পর্কিত বিষয় নিয়ে আপনি নোটিশ বোর্ডের এই পোস্টটা দেখতে পারেনঃ- Click This Link
এইখানে নোটিশ বোর্ড কর্তৃক বলা হয়েছে যে, " ব্লগের নতুন ভার্সনে ‘আলোচিত ব্লগ’ নামে একটি নতুন বিভাগ সংযোজন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই নতুন বিভাগটি নিয়ে
সম্প্রতি কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন নির্বাচিত পাতার মত আলোচিত ব্লগের লেখাগুলো ব্লগটিম দ্বারা
নির্বাচিত হচ্ছে। তাই বিষয়টি সম্পর্কে সকলকে স্বচ্ছ ধারনা দেয়ার জন্য ‘আলোচিত ব্লগ’ বিভাগের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। সারাদিন যে পোস্টগুলোতে ব্লগাররা মন্তব্য
ও পাঠক হিসেবে দিনের অন্য পোস্টগুলোর চাইতে তুলনামুলকভাবে বেশি অংশগ্রহণ করেন, সেই পোস্টগুলো আলোচিত ব্লগে স্থান পায়। এই বিভাগে স্থান পাওয়া লেখাগুলো
২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা, সবচেয়ে বেশি মন্তব্য এবং সবচেয়ে বেশি লাইক পাওয়ার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এটা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে সরাসরি আমাদের কোন ভূমিকা নেই। যদি কোন পোস্ট
নেতিবাচকভাবে আলোচিত ব্লগে অবস্থান করে এবং যদি পরবর্তীতে দেখা যায় পোস্টটির বিষয়বস্তু ব্লগনীতিমালার সাথে
সাংঘর্ষিক তখন সেই পোস্টটি আমরা সরিয়ে ফেলতে পারি।"
তবে আমিও এই বিষয়টা সম্পর্কে বেশ কনফিউসড! আশা করি সকল ব্লগারদের স্বার্থে মডারেশন এটাকে আরো ভাল ভাবে ক্লিয়ার করবেন!
পোস্টের জন্য ধন্যবাদ!
২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
খেয়া ঘাট বলেছেন: আশা করি সকল ব্লগারদের স্বার্থে মডারেশন এটাকে আরো ভাল ভাবে ক্লিয়ার করবেন!
++++++++++++++++
আপনাকেও ধন্যবাদ ।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: এই পোসের ব্যাখ্যা হচ্ছে এটা একটা বিশেষ টাইম স্লটে পরে গেছে। যেই সময় সাধারনত পোস্ট করা হয় কম এবং পঠিতও হয় কম। এর বাইরে আর কিছু না। এই সংক্রান্ত কোডগুলা কি এই মুহুর্তে দেখতে কিংবা দেখাইতে পারলে ভালো হইতো।
২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
খেয়া ঘাট বলেছেন: এটা একটা বিশেষ টাইম স্লটে পরে গেছে ।-- এটাই হয়তোবা আসল কথা।
এই টাইম স্লটটা জানতে পারলে সুবিধা হতো। ঝামেলা কম , মুনাফা বেশী
১৪| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত মনে হয়।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
খেয়া ঘাট বলেছেন: তাহলে এটাই মুনাফা লাভের আসল সময়
১৫| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
অপর্ণা মম্ময় বলেছেন: আমার তো মনে হয় না " পঠিত" মানেই পড়া হয়েছে এমন। সাম্প্রতিক মন্তব্যের ঘরে পোস্টের শিরোনাম দেখে অনেকেই ঢুকে থাকেন পোস্টে। পোস্ট দেখা আর পঠিত ব্যাপারটা এক না। মনে হয় প্রদর্শন এর উপর ভিত্তি করেও আলোচিত ব্লগ হিসেবে আসতে পারে।
তবে পোস্টের ধরন, লেখার মান, কমেন্ট এর ভিত্তিতে আলোচিত ব্লগ হওয়া দরকার।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
খেয়া ঘাট বলেছেন: তবে পোস্টের ধরন, লেখার মান, কমেন্ট এর ভিত্তিতে আলোচিত ব্লগ হওয়া দরকার+++++++++++++++
১৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
মশিকুর বলেছেন:
আমার কাছে 'আলচিত ব্লগ' হল একটি স্বতঃস্ফূর্ত ও উদ্দেশ্যবিহীন ঘটনা। এরচেয়ে ঐ জায়গায় নতুন (ব্লগিং বয়স ৬ মাস / ...) ব্লগারদের পোস্ট স্থান পেলে ভাল হতো। আগে নতুন ব্লগারদের ব্লগ দেখার জন্য আলাদা একটি জায়গা ছিল... এখন পোস্ট দেখার জন্য সেরকম কিছু থাকলে মন্দ হয় না
শুভকামনা
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
খেয়া ঘাট বলেছেন: নতুনকে জায়গা ছেড়ে দিতে হবে
১৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ডার্ক ম্যান বলেছেন: আরিফ ভাই এর এই পোস্টও আলোচিত
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
খেয়া ঘাট বলেছেন:
১৮| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০
গেম চেঞ্জার বলেছেন: বিষয়টা নিয়ে জুনাপু জানেন বলছিলেন আমাকে। তো জুনাপু আবার আমাকে বলেন নি যে এটা কিভাবে আসে। আমিও আপনাদের ন্যায় কনফিউজড। কারণ আমার একটা পোস্টে একবার শতাধিক কমেন্ট পড়েছিল কিন্তু আলোচিত পাতায় একবারের জন্য আসে নাই। অথচ আরেকটি পোস্টে মন্তব্য সুবিধা অফ রাখা সত্বেও ওটা কিন্তু আলোচিত অংশে আসছিল।
আমার আসলেই তালগোল পেকে যায় এটি নিয়ে ভেবে। এখন ভাবছি যেমন চলছে তেমনই চলুক। আমি সাতেও নেই পাঁচেও নেই।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
খেয়া ঘাট বলেছেন: জুনাপুর কাছ থেকে কিছু জানতে হলে আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করেন। এখনতো নভেম্বর চলছে।
নভেম্বারে জুন মাসের কি কোনো খবর পাওয়া যাবে !!!!
আপনি ব্লগে থাকলেই হলো। ব্লগ লিখুন, আমোদ করুণ, মনের পেরেশানি দূর করুণ
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬
সুপান্থ সুরাহী বলেছেন: আমি মনে করি কমসময়ে বেশি হিট পাওয়া মানে আলোচিত হওয়ার সময়ের ব্লগই আলোচিত হয়ে আসে। বাকিটা জানি না।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
খেয়া ঘাট বলেছেন: না , ঐ পোস্টটা মাত্র ৩১ টা হিট খেয়ে প্রেত্থম হয়েছে
২০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
রাফা বলেছেন: সহজ সরল কঠিন প্রশ্ন।উত্তরটা খুব জরুরি..
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
খেয়া ঘাট বলেছেন: লিখতে হলে জানতে হবে
২১| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি ও জানি না !
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
খেয়া ঘাট বলেছেন: দলে আসেন
২২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনি ৬ বছর ৪ মাস ধরে ব্লগ লিখছেন । সুতরাং এ সম্পর্কে ধারণা থাকার কথা । অাপনি যে বিরক্ত হয়ে লিখেছেন, বুঝতে পারছি; অাপনার সাথে সাথে অামিও অবশ্য ভ্রুকুঞ্চন করেছি ।
যাহোক অাপনি বলেছেন: "এটা একটা বিশেষ টাইম স্লটে পরে গেছে ।-- এটাই হয়তোবা আসল কথা।
এই টাইম স্লটটা জানতে পারলে সুবিধা হতো। ঝামেলা কম, মুনাফা বেশী ।" ভ্রাতা, অাপনার এই মন্তব্যে বেশ মজা পাইলাম ।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
খেয়া ঘাট বলেছেন: গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি মজা পাচ্ছেন। আপনার রসবোধতো টুইটুম্বুর। বাঁচাও কাকু
ও কাকু মানে হলো কালা কুদ্দুস
একটু মজা করলাম ভাইজান।
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: এই লেখার শিরোনামটাই আমাকে এখানে টেনে নিয়ে এলো, কেননা বিষয়টা নিয়ে আমিও বেশ কনফিউজড। আর কনফিউশনটা আরেকটু বেড়ে গেলো যখন দেখলাম আমারই একটা কবিতা, "তোমাকে বলছি, সুদূরিয়া" এই মুহূর্তে আলোচিত ব্লগে একটা আসন দখল করে আছে। কবিতাটি মাত্র ৬৩ বার পঠিত, এতে ৩ জন পাঠক কমেন্ট করেছেন এবং ৪ জন 'লাইক' দিয়েছেন। অথচ এর আগে আমার কোন লেখা তিন শতাধিক বারেরও বেশী পঠিত হলেও এবং ১৫ জন কমেন্ট করলেও, সেটা 'আলোচিত ব্লগ' এ স্থান পায় নি।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
খেয়া ঘাট বলেছেন: আমি এবার বুঝেছি।
আলু যখন চিত হয়ে পড়ে থাকে সেটাই তখন আলোচিত হয়। এর বাইরেতো আপাতত কিছুই বুঝছিনা।
শিরোণামকে ধন্যবাদ আপনাকে এখানে নিয়ে আসার জন্য
২৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: ও অটো সিস্টেম!!
আমিতো মনে করেছিলমা আটা সিস্টেম
হা হা হা............কমেন্টটা আলোচিত ব্লগে বিবেচিত হওয়া উচিৎ।
রাফা বলেছেন: সহজ সরল কঠিন প্রশ্ন।উত্তরটা খুব জরুরি............ঠিক তাই/সুস্পষ্ট ব্যাখ্যা চাই
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
খেয়া ঘাট বলেছেন: খাইছে আমারে । ইতা আপনি কিতা কন
তবে আপনার সাথে একমত- আপা মানে জানা জরুরি
২৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
জুন বলেছেন: আমিও মনে মনে এমনটাই ভাবি আলোচিত পাতায় আসার ক্রাইটেরিয়া কি
আপনার এই পোষ্টটি বর্তমানে আলোচিত ব্লগে আছে খেয়াঘাট
@ গেম চেঞ্জার আমি সত্যি সত্যি যদি জানতাম কি করে পোষ্ট আলোচিত পাতায় আসে তাহলে নিজের হাবিজাবি সবগুলো পোষ্টই ৩৬৫ দিন ২৪ ঘন্টা আলোচিত পাতায় রেখে দেয়ার বন্দোবস্ত করতাম
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪
খেয়া ঘাট বলেছেন: আপনাকেতো মনে করেছিলাম আগামী বছরের জুন মাসের আগে আর পাওয়া যাবেনা। সৌভাগ্য নভেম্বারেই পাওয়া গেলো।
আপনারা নিজেরাই আলোচিত আর যেখানে গিয়ে হাজিরা দিবেন সেটাও আলোচিত হবে। বিশালো সৌভাগ্য
২৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০
উচ্ছল বলেছেন: লেখক বলেছেন: ও অটো সিস্টেম!!
আমিতো মনে করেছিলমা আটা সিস্টেম
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
খেয়া ঘাট বলেছেন:
২৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
শায়মা বলেছেন: ১) ব্লগের বিষয়বস্তুর গুরুত্বের দিক দিয়ে,
২)বেশী পঠিত হয়েছে সেই বিবেচনায় ,
৩)অধিক মন্তব্যের জন্য নাকি অন্য কোনো কারণে। শুধু একটা কৌতুহল!!!!
আমার ধারণা উপরের কোনোগুলোর কারণেই না।
১)ব্লগের বিষয়বস্তুর গুরুত্বের দিক দিয়ে <<<<<< কারণ বিষয়বস্তুতে আক্রমনাত্বক বা মারামারি, গালাগালি পোস্টকেও আমি দেখেছি এই আলোচিত পাতায়। মনে মনে হাসছিলাম অবশ্য। যাক গালাগালি মারামারিতেও অনেক আলোচনা এবং আলোচিত হতেই পারে। তবে অবাক হলাম একদিন নেংটু ছবি দিয়ে হিন্দু সম্প্রদায়ের পূজা নিয়ে ধর্মীয় অবমাননা মূলক যেই পোস্টটা দেওয়া হলো সেটা মডুভাইয়া মুছে দেবার পরেও তা আলোচিত ব্লগে!!!!!!!!!
তখন আমার চোখ চড়কগাছে না উঠে তালগাছেই উঠেছিলো। মুছে দেবার পরেও কি অদৃশ্য কোথাও তা আলোচিত হচ্ছিলো!!!!!!!!! ভেবে ভেবে আমি উত্তর খুঁজে পাইনি ভাইয়া।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
খেয়া ঘাট বলেছেন: চোখ কি এখনো তালগাছেই আছে
নাকি নামিয়েছেন!!!
যত বেশী ক্যাচাল তত বেশী আলোচনা
ইন্টিলিজেন্ট পিপল ফাইন্ড দ্য এ্যান্সার বিফোর দ্য ইভেন হিয়ার দ্য কোশ্চেন যাক সুযোগ পেয়ে একটু বু্দ্ধি ঝেড়ে দিলাম।
২৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
শায়মা বলেছেন: ১) ব্লগের বিষয়বস্তুর গুরুত্বের দিক দিয়ে,
২)বেশী পঠিত হয়েছে সেই বিবেচনায় ,
৩)অধিক মন্তব্যের জন্য নাকি অন্য কোনো কারণে। শুধু একটা কৌতুহল!!!!
২)বেশী পঠিত হয়েছে সেই বিবেচনায় <<<<<<< উহু ২ নংটা কখনই না। ১২/১৩বার পঠিত হলেও এবং ১/২টা কমেন্ট যা তোমার পোস্টেই দেখা যাচ্ছে তুমিও দেখিয়েছো যে ২টা কমেন্টে আলোচিত তাও আলোচিত পাতাতে এসে যায়। অবশ্য একজনের বা দুইজনের সাথেও আলোচনা বুঝি আলোচনা নয়??? এত অবুঝ হলে চলবে?
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
খেয়া ঘাট বলেছেন: না আলোচনা হয়না। তবে দুজনে মিলে আলো আর ছানা দিয়ে একসাথে বসে খাওয়া যায়। খাবারটা কিন্তূ খুবই মজা
ঐ আলো আর ছানা মিলেই হয় আলোচনা
২৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
শায়মা বলেছেন: ৩)অধিক মন্তব্যের জন্য নাকি অন্য কোনো কারণে। শুধু একটা কৌতুহল!!!!
অধিক মন্তব্য একটা কারণ হতে পারতো কিন্তু দেখাই যাচ্ছে সেটা কারণ না কারণ তোমার পোস্টেই ছিলো ২টা মন্তব্য! তাও আবার একটা মন্তব্য আরেকটা উত্তর। কাজেই আনসার ইজ নো!
আর অন্য কোনো কারণ -----
হ্যাঁ এটাই উত্তর। মেশিনভাইয়া সয়ংক্রিয়ভাবে এই আলোচিত পাতায় স্যুইচ অন করে কয়েকটা পোস্ট পাঠায় দেয়। তবে এই মেশিনভাইয়ারও বড় ভাইয়া আছে। সেই মেশিনভাইয়ার বড় ভাইয়া হাত ধরে যখন ছোটভাইয়াকে স্যুইচ অন করায় দেয় তখনই তা আলোচিত পাতায় যায়। এই মেশিনভাইয়ার বড় ভাইয়া আবার বড়ই ঘুম কাতুরে। সারাদিন ঘুমায় কখনও উঠে ৬/৭ ঘন্টা পরে কখনও আবার ১২ বা ২৪ ঘন্টা পরে উঠে বলে হায় হায় ঐ মেশিন তুই এত বোকা কেনো আমি একটু বেশি ঘুমাইছি আর তুই একটা স্যুইচ পর্যন্ত অন করতে পারলি না!!!!!!!!! দেয় দু একটা চড় চাপ্পড়ও। কিন্তু মেশিন তো মেশিন সে কি একা একা চলতে পারে বলো তাকে যদি না কেউ স্যুইচ দিয়ে অন করায় দেয়!
কাজেই কি আর করা। মেশিনভাইয়ার বড় ভাইয়ার ঘুমের উপরই ডিপেন্ড করে এভরিথিং!
এসব অবশ্য আমার স্বীয় মস্তিস্কলদ্ধ বুদ্ধি বিবেচনা। আমি অনেক বুদ্ধিমান তো!!!!!!!!!!! তবে তুমি আমারও ভাইয়া তো তাই নিশ্চয় এতক্ষনে বুদ্ধি দিয়ে বুঝে গেছো ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
খেয়া ঘাট বলেছেন: দে নীড ১২ আওয়ার্স এনার্জি
৩০| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
আরণ্যক রাখাল বলেছেন: এই পোস্টও তো আলোচিত হয়েছে বোধহয়!
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
খেয়া ঘাট বলেছেন:
৩১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২
খেয়া ঘাট বলেছেন: আপনার গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অনেক কিছুই আপা হলো মানে জানা হলো
গভীরের কথা অগভীরের কথা, রুমাল নাড়ানাড়ির কথা, বিবিধ বিষয়- নিয়ে না বলা কথাও বুঝতে পারলাম। শিখার শেষ নাই ।
এই আলোচনার ফাঁকে এই নিরীহ গোবর্ধণ পোস্টখানাও আলোচিত হয়েছে জেনে প্রীত হলাম যদিও সেটা আমার অদেখা রয়ে গেলো।এ বান্দা যেহেতু অন্য ধান্ধায় ব্যস্ত ছিলো।
সবাই ধন্যবাদ নেন। ধন্যবাদের বাকসো মুক্ত করে দিলাম
৩২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন:
হ্যাঁ এটাই উত্তর। মেশিনভাইয়া সয়ংক্রিয়ভাবে এই আলোচিত পাতায় স্যুইচ অন করে কয়েকটা পোস্ট পাঠায় দেয়। তবে এই মেশিনভাইয়ারও বড় ভাইয়া আছে। সেই মেশিনভাইয়ার বড় ভাইয়া হাত ধরে যখন ছোটভাইয়াকে স্যুইচ অন করায় দেয় তখনই তা আলোচিত পাতায় যায়। এই মেশিনভাইয়ার বড় ভাইয়া আবার বড়ই ঘুম কাতুরে। সারাদিন ঘুমায় কখনও উঠে ৬/৭ ঘন্টা পরে কখনও আবার ১২ বা ২৪ ঘন্টা পরে উঠে বলে হায় হায় ঐ মেশিন তুই এত বোকা কেনো আমি একটু বেশি ঘুমাইছি আর তুই একটা স্যুইচ পর্যন্ত অন করতে পারলি না!!!!!!!!! দেয় দু একটা চড় চাপ্পড়ও। কিন্তু মেশিন তো মেশিন সে কি একা একা চলতে পারে বলো তাকে যদি না কেউ স্যুইচ দিয়ে অন করায় দেয়!
কাজেই কি আর করা। মেশিনভাইয়ার বড় ভাইয়ার ঘুমের উপরই ডিপেন্ড করে এভরিথিং!
মন তাই বলে, তবে পক্ষপাতদুষ্টতা বা সেচ্ছাচারিতা শব্দদুটো সচেতনভাবে পরিহার করে কূটনৈতিক ভাষায় বলবো স্বচ্ছতার অভাব রয়েছে।
দেশে নির্লিপ্ততা,নির্বিকারভাব,বধিরতা সঅঅঅব মহামারিতায় পরিণত হয়েছে।সামুও বুঝি আক্রান্ত.............আফসোস।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
খেয়া ঘাট বলেছেন: বড়ই আফসোস
৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
আমি মিন্টু বলেছেন: তবে আমি নিশ্চিত এটা সামুর কোন গল্নপকার বা কবিতাখোরের নতুন চক্রান্ত
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
খেয়া ঘাট বলেছেন:
৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ১২ নং কমেন্টে শতদ্রু একটি নদীর কথাটাই সম্ভবত এক্ষেত্রে সত্যি।
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
খেয়া ঘাট বলেছেন: ঠিক হওয়ার সম্ভাবনাই বেশী। ধন্যবাদ নেন আপ্পি।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: অন্ততঃ আমি জানি না।।