![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান আর বাংলাদেশের তুমুল উত্তেজনাপূর্ণ খেলা চলছে। ইসলামাবাদে পাকিস্তানের এক মশহুর ক্রিকেটভক্ত নওয়াজের বিবি রয়েছেন হাসপাতালে। যেকোনো সময় সন্তান প্রসবের শুভসংবাদটা তার কাছে চলেই আসবে। কিন্তু নওয়াজ এদিকে খেলাটাও মিস করে হাসপাতালে যেতে পারছেনা। চিন্তা করলেন- কয়েক ওভার খেলা দেখেই হাসপাতালে হাজির হবেন। কিন্তু নওয়াজ কয়েক ওভার খেলা দেখেই বুঝতে পারলেন আজ মাঠে পাকিস্তানের দূর্গতি ছাড়া আর কোনো উপায় নাই। তিনি এবার গাড়িতে ওঠে হাসপাতালে যেতে যেতে ফোন করলেন- হ্যালো ডাক্তার সাব- হালত ক্যয়সা লাগ রাহা হে?
কিন্তু বেচারা অতি উত্তেজনায় হাসপাতালে ফোন করার পরিবর্তে ফোন করে ফেলেছেন স্টেডিয়ামে। তাও আবার সেই কল চলে গেছে ডাইরেক্ট রমিজ রাজার কাছে। রমিজ রাজারতো আবার মুখ দিয়ে ইংরেজী ছাড়া অন্য কিছুই বাহির হয়না। উত্তেজিত রমিজ বলছেন- It's still in process, five are out, 6 are left and the last one was a duck!!!
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
খেয়া ঘাট বলেছেন:
২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:২৮
তানভীরএফওয়ান বলেছেন:
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪০
খেয়া ঘাট বলেছেন: )
৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:০৭
সায়েম মুন বলেছেন: ফেসবুকে আগেই পড়েছি।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০৯
খেয়া ঘাট বলেছেন: )
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাথা মোটা রমিজের মুখ দিয়ে এ ছাড়া আর কী বেরবে?
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
শাহাদাত হোসেন বলেছেন: মজার ।ফেসবুকে অনেক আগে একবার পড়েছিলাম।
৬| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! দুর্দান্ত মজার কৌতুক।
৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:০০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব মজা পেলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: মজা পাইলাম,