![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ চুরি করে মাথা দিয়ে,
কেউ চুরি করে হাতে
কেউ চুরি করে দিনদুপুরে
কেউ চুরি করে রাতে।
কেউ চুরি করে গলায় টাই বেঁধে,
কেউ চুরি করে কোমড়ে বেঁধে গামছা,
কেউ চুরি করে হাজার কোটি
কেউ চুরি করে শুধুই দুপয়সা।
কেউ চুরি করে হাজতে যায়,
কেউ চুরি করে খায় খয়রাতি
কেউ চুরি করে বেদম মার খায়,
কেউ চুরি করে হয় মহারতি ।
কেউ চুরি করে সংসদে যায়,
কেউ চুরি করে হয় পাপী,
কেউ চুরি করে দরবেশ সাজে
কেউ চুরি করে ঋণখেলাপী
কেউ চুরি করে আখের গোছায়
কেউ চুরি করে অভাবে,
কেউ চুরি করে পেটেভাতে
কেউ চুরি করে স্বভাবে।
কেউ চুরি করে বাদশাহ হয়,
কেউ চুরি করেও বেকার।
চোরে চোরে ভরে গেছে দেশ
চারপাশে চোরেরই জয়জয়কার ।
শিক্ষিত চোরেরাই বড় চোর
মূর্খ চোরতো ছটাক পাতি,
হাজার কোটি মারে শিক্ষিত চোরে
রিজার্ভে জ্বালায় লালবাতি।
চোর রাজা আসে, চোর রাজা যাবে
তাতে আমার কী আসে যায়?
আমার রক্ত জল হওয়া ঘাম
মিশে আছে,ঐ লুঠের টাকায়।
চোরে চোরে মাসতুতো ভাই,
এ যেন চোরেরই জমানা।
রক্তে গড়া টাকা আমারই
এক পয়সাও লুঠে খেতে আর দিবোনা।
- আরিফ মাহমুদ
২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৫
সাগর মাঝি বলেছেন: লেখাটা চমৎকার হয়েছে না বলে পারলাম না।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: চোর আর চোর।
সবাই চোর।
+++
৪| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩
হাসান নাঈম বলেছেন: আমার রক্ত জল হওয়া ঘাম
মিশে আছে,ঐ লুঠের টাকায়।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৩
মোহাম্মদ শাহ বলেছেন: আসলেই
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: বাহ..
চমৎকার বলেছেন......