নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আইসিসি

২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৮

আকাশে হঠাৎ করে প্লেন ক্রাশড। মাটিতে ভূপাতিত। যাত্রীদের কারো চেহারা চিনা যাচ্ছেনা। এ্যাম্বুলেন্সে করে ইনজুরড মানুষদের খুব দ্রুত হাসপাতালে নেয়া হলো। অপারেশান থিয়েটারে ডাক্তাররা ব্যস্ত। স্বজনরা বাইরে উৎকন্ঠিত। এমন সময় একজন ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে বললেন-
একজন অদ্ভূত রোগী পাওয়া গেছে। মাথায় ব্রেন বলতে কিছু নাই। তবে হার্টবিট আছে। স্টেথিস্কপ্ বুকে লাগালেই স্পষ্ট শুনা যায়- বুকের ভিতর থেকে শুধু অনবরত রুপি রুপি শব্দ আসছে।এই রোগীর প্রাইভেট অংশ AEI এই তিনটি ইংরেজী ভাওয়েল আঁকা অক্ষরের কাপড় দিয়ে মোড়ানো। অবাক করা ব্যাপার কাপড়ের ভিতর রুপি,ডলার আর পাউন্ডের একসাথে তিন বিচি।
ডাক্তারের কথা শুনেই - বাইরে দাঁড়ানো তিনটি দেশ বলে ওঠলো। রোগীর পরিচয় পাওয়া গেছে- এই রোগী হলো আমাদের আইসিসি।
- আরিফ মাহমুদ

মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৯

সাগর মাঝি বলেছেন: হা হা হা<<<<<<<

মজা লাগছে,

২| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১২

শান্তির দেবদূত বলেছেন: রোগীর প্রাইভেট অংশ AEI - এই অংশটা চরম :) দু;খের মাঝেও হাসি আটকাতে কষ্ট হচ্ছে।

৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো সার্কাজম।

৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮

রাফা বলেছেন: হা,হা,হা..আরো কত কিছু দেখাবে আমাদের ।ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন ভানুমতির খেলা দেখতে।

ধন্যবাদ,খেয়া ঘাট।

৫| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯

শামছুল ইসলাম বলেছেন: হা..হা...হা.......

৬| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন মোড়লকে বাদ দিয়ে ক্রিকেটের আলাদা আন্তর্জাতিক প্রশাসন গড়ে তোলার সময় হয়েছে। আমার মনে হয় তিন মোড়ল ছাড়া অন্যান্য টেস্ট প্লেয়িং নেশন ও সহযোগী সদস্যরা একজোট হলে এটা খুবই সম্ভব। তবে টাকার কাছে কেউ বিক্রি না হলেই হয়।

৭| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: আই ছিঃ ছিঃ।

৮| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

সুমন কর বলেছেন: হা হা হা ... !:#P

৯| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন!

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আরে খেয়া নাকি?!!!!!!!!!!!!!!!! কোথায় ছিলেন এতদিন? কেমন আছেন আপনি?

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাইজান। ভালো ভাই। আপনারা কেমন আছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.