নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মুরগি কথা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৫

এক মুরগি এক কাউয়ার পেছনে সারাদিন ইলেকশানের শ্লোগান দিয়ে কুড়িটা টাকা পেয়েছে। এখন রাতের বেলা এক চালাক ঘুঘুর সাথে নির্বাচনের খবর দেখার জন্য নির্ঘুম চোখে বসে আছে টিভির সামনে।
হঠাৎ টিভিতে দেখাচ্ছে- সারাজীবন ধরে কা কা করা এক কাক এখন মনোনয়ন লাভের শেষ আশায় হাম্বা হাম্বা ডাকের প্রাকটিস করছে।


ঘুঘু বললো- আমি কসম করে বলতে পারি- কাওয়া এবার হাম্বা হাম্বা ডাক দিবেই দিবে।

মুরগি বললো-সারা জীবন যা দেখে আসছি। তা কেমন বদলাবে। এটা একেবারেই অসম্ভব। এই নাও বাজি লাগলাম বিশটাকা।

মুরগির কথা শেষ না হতেই কাউয়া হা.হা.হা..হাম .হাম করতে করতেই শুরু করলো হাম্বা হাম্বা বলে চীৎকার।
এমন চীৎকার করা শুরু করলো-সারা জগতের গরু সারা জীবনেও এমন হাম্বা হাম্বা করেনি।

বাংলার কাক হাম্বা হাম্বা করছে এই বিশাল নিউজ এখন বিভিন্ন টিভি চ্যানেলে।


মুরগি বললো- হাইরা গেলাম। এই নাও তোমার বিশ টাকা।

ঘুঘু বললো- সবার সাথে ঘুঘুগিরি করলেও তোর সাথে করুম না। আসলে এই খবরটা আমি পাঁচটার সংবাদেই দেখেছিলাম। এক কাক হাম্বা হাম্বা করে ডাকছে।

মুরগি বললো- আমিও পাঁচটার সংবাদ দেখেছিলাম ওস্তাদ । আর সেইজন্যইতো বিশটাকা বাজি ধরে নিশ্চিত ছিলাম- কাউয়া নিজের স্বগোত্রীয় ডাক কা কা বাদ দিয়ে ২য় বার হাম্বা হাম্বা করবেনা।

ঘুঘু বললো- পাঁচ বছর পর পর কাউয়ার পেছনে শ্লোগান দিয়ে বিশটাকা কামাবি । আর সারাজীবন- এভাবে মুরগিই রয়েই যাবিরে। কিন্তু আফসোস কোনোদিন ঘুঘু হতে পারবিনা।





মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাহ হা হা , দারুণ !!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৯

রাফা বলেছেন: হি …হি…হি…হি…ঘটনা কিন্তু সইত্য।ইহাই ঘটিতেছে বারংবার।রুপকের মাধ্যমে বাস্তবতার সঠিক চিত্র।

ধন্যবাদ,খেয়া ঘাট।মুরগি কথা ভাল্লাগছে।

অ.ট. কাওয়া নাকি কাউয়া ?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০০

খেয়া ঘাট বলেছেন: ভুলটা ঠিক করে দিলাম। অনেক ধন্যবাদ রইলো।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

অধৃষ্য বলেছেন: সারারাত জেগে ফেসবুকে দুইজনকে প্রোগ্রামিং জ্ঞান দিয়ে, ইউটিউবে বাংলা, হিন্দি, অসমীয়া, ইংরেজি গান শুনে, একজনের একটা টেকনিক্যাল বইয়ের বেশ কয়েক পৃষ্ঠা রিভিউ করে, কয়েকটা ব্লগ পড়ে, মন্তব্য করে শেষে আপনার কাছে এলাম। কাউয়া, মুরগি, ঘুঘু নিয়ে কী কী বললেন ভালো বুঝলাম না। হয়তো ঘুমের চোটে, কারণ আগের রাতেও ঠিকমতো ঘুমাইনি।

শেষের চার লাইন পড়ে অবশ্য হেসেছি।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

বনসাই বলেছেন: আমি মুরগি বলছি, মুরগিরা কোনোদিন বদলাবে না। তবে আমরা আশা করি দিন বদল হবে।

লেখাতে বেশ গতি আছে, তাই টেনেছে বেশ। ভালো লেগেছে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: ভীষন মজা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.