![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচহাজার টাকার মাংসের দোকানে হানা দিয়ে দশকেজি মরা মাংস উদ্ধার, দুধে চক মিশানোর জন্য দশ হাজার টাকা জরিমানা, দোকান থেকে এক্সপায়ার্ড দ্রব্য উদ্ধারকরে যাবতীয় মাল জব্দ- ইত্যাদি খবরগুলো খুবই ভালো। ভেজাল মাল উদ্ধার হোক। আপনাদের বাহ্বা।
এর পাশাপাশি শেয়ারমার্কেটে ভেজাল করে যারা কোটি টাকা লোপাট করলো, মানি লণ্ডারিং এ যারা কয়েক লাখ কোটি টাকা পাচার করে দিলো, ঋণ খেলাপ করে যারা ব্যাংকের বারোটা বাজালো -এই সব জাতীয় ভেজালকারীদেরও ধরুন। উপযুক্ত শাস্তি দিন। জেলে ভরে ছবি ছাপান।
আপনাদের কাছ থেকে শুধু মূষিকের চিমটি না, পাশাপাশি সিংহের থাবাটাও দেখতে চাই।
২| ২১ শে মে, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ২১ শে মে, ২০১৯ দুপুর ১:২৬
মেঘ প্রিয় বালক বলেছেন: সঠিক বলেছেন আপনি।
৪| ২১ শে মে, ২০১৯ দুপুর ১:৩০
আপেক্ষিক মানুষ বলেছেন: বলির পাঠা সব সময় দুর্বলরাই হয়।
তবে ভেজাল খাবার-দাবারের দোকানে শাস্তি দিতেই হবে নইলে আমরা সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে।
৫| ২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: correct !
৬| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: কিচ্ছু হবে না।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৯ সকাল ১১:৩৯
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট,
ঠিকই বলেছেন --- মূষিকের চিমটি না, পাশাপাশি সিংহের থাবাটাও দেখতে চাই।
অথচ তা যে হবার নয়, তা আপনিও ভালো জানেন। কার ঘাড়ে কয়টি মাথা যে তেমন থাবাটা দেবেন ?