![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না! কাশ্মীরে নাফিসার লকডাউন আর আমাদের লকডাউন একনা।
সাত থেকে আট লক্ষ সেনা দিয়ে কব্জা করা ছিলো নাফিসাদের জীবন।
নাফিসাদের ঘরের দিকে তাক করা ছিলো মিলিটারির বন্দুক।
আর আমরা সেনার সাথে চোর পুলিশ খেলছি।
নাফিসার গৃহের উঠোনে বের হওয়া দূরের কথা,
জানালার বাইরে উঁকি দেয়াও নিষিদ্ধ ছিলো।
আমরা ঘরে বাইরে মৌজ, মাস্তি করছি।
ঘুরছি, ফিরছি, হাঁটছি, আড্ডা দিচ্ছি।
মোড়ে মোড়ে বসে বসে চাপান করছি। সিগারেট ফুঁকছি।
নাঃ কাশ্মীরে নাফিসার লকডাউন আর আমাদের লকডাউন একনা।
নাফিসার না ছিলো প্রতিবেশীর সাথে যোগাযোগ।
না ছিলো বহিঃবিশ্বের সাথে যোগাযোগ।
নেট ছিলোনা, ফোন ছিলোনা, আলো ছিলোনা, বাতি ছিলোনা।
খাবার ছিলোনা। ত্রানের কোনো সাহায্য ছিলোনা।
মনের মাঝে ভয় ছিলো। পুরুষবিহীন ঘর ছিলো।
সেনা এসে ঘরে ঘরে পুরুষদের খোঁজছিলো।
বহিঃবিশ্বের দুনিয়াটা চেয়ে চেয়ে দেখছিলো।
আমাদের সব আছে। ঘর ভর্তি খাবার আছে।
সেই খাবারের ছবি আছে। নেট আছে, নোট আছে।
নেটফ্লিক্সে ছবি আছে। ঘরে বসে দুনিয়া দেখার যন্ত্র আছে।
আমাদের দরজা, জানালা খোলা আছে।
বাহির থেকে ঘরের ভিতর আলো আসে ।
না! কাশ্মীরে নাফিসার লকডাউন আর আমাদের লকডাউন একনা।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।