![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার যদি ফিরে আসি, আবার যদি মুক্ত হই।
বাহির, ভিতর দেহ মনে আমি যেন শুদ্ধ হই।
মানসে আমি রিদ্ধ হবো,মানুষে আমি শুদ্ধ হবো।
প্রকৃতিকে দেহের মত আপন করে যত্ন নেবো।
সমাজ বদলের আগে নিজেকে আমি বদলে দেবো
মানুষকে ভালোবেসে বুকের মাঝে আগলে নেবো।
অন্যের ভুল ধরার আগে নিজের দোষে দোষী হবো
অল্প পাওয়ায় তৃপ্ত আমি, খুব অল্পতেই খুশী হবো।
নদীর জলে বাঁধ হবোনা, পাখি ধরার ফাঁদ হবোনা।
লোভের আমি নীড় হবোনা, শিকারীর তীর হবোনা
অকারণে একটি গাছের পাতাও আমি ছিঁড়বোনা
ছায়া দেয়া গাছ কেটে নগর আমি গড়বোনা।
এই জমিনে দম্ভ করে আবার আমি হাঁটবোনা।
জুলুম করে অন্যের হক আমি আর লুঠবোনা,
হিংসা, ঘৃনা, দ্বেষ আমি বুকের মাঝে পুষবোনা
নিজেকে শুধু দেবতা ভেবে অন্যকে দুষবোনা।
আবার যদি ফিরে আসি, আবার যদি মুক্ত হই।
বাহির, ভিতর দেহ মনে আমি যেন শুদ্ধ হই।
২| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭
অক্পটে বলেছেন: প্রার্থনা গুলো চমৎকার! এ বেলায় আমরা যদি মুক্ত হই তবে আমাদের নতুন করে আসলেই শপথ নেয়া দরকার। মানুষ একটু বিবেক তাড়িত হলে অনেক কিছু করে ফেলা সম্ভব।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫৭
বিভ্রান্ত পাঠক বলেছেন: আবার যেন শুদ্ধ হই।।