নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।
মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল,
এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল।
দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল,
রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় কূল।
আম-কাঁঠালের বনের ধারে মামা-বাড়ির ঘর,
আকাশ হতে জোছনা-কুসুম ঝরে মাথার ‘পর।
রাতের বেলা জোনাক জ্বলে বাঁশ-বাগানের ছায়,
শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায়।
ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ,
পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ।
কাঁদি-ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে,
ছেলেমেয়ে আয় ছুটে যাই মামার দেশে চলে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
সরকার আলী বলেছেন: গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে....
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
একজন ঘূণপোকা বলেছেন: +++
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
সরকার আলী বলেছেন: এই পথে আমার হারিয়ে যেতে নাই মানা ......
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
মাক্স বলেছেন: সুন্দর ফটোস!!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
সরকার আলী বলেছেন: হেথায় আমার অনেক ঋণ আছে, ঋণ আছে ......
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্ডর পোস্ট ||
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
সরকার আলী বলেছেন: স্মৃতি ঝলমল সোনালী মাঠের কাছে.....
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
সুলাইমান হাসান বলেছেন: গ্রামবাংলার চমৎকার সব ছবি । ধন্যবাদ ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
সরকার আলী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
এ যে আমার জন্মভূমি ........
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
অচল স্বপ্ন বলেছেন: চমৎকার...
অনেক ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫
সরকার আলী বলেছেন: অনেক ধন্যবাদ।
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
আমি ইহতিব বলেছেন: ছবিতে ছবিতে কবিতা বলা দারুন হয়েছে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
সরকার আলী বলেছেন:
সরষে ক্ষেতে মৌমাছিদের মধুর গুঞ্জন,
এই তো আমার জন্মভূমি রইলো নিমন্ত্রণ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
তামিম ইবনে আমান বলেছেন: প্লাস। গ্রামের কথা মনে পড়ে গেল