নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাপ্তাহিক খোঁজখবর

সাপ্তাহিক খোজখবর

A National Weekly Newspaper

সাপ্তাহিক খোজখবর › বিস্তারিত পোস্টঃ

সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৪

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি যুক্ত হয়ে অফিস খুলবে আগামী ১৫ এপ্রিল। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ মার্চ এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এবং ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হয়। একইসঙ্গে ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি যুক্ত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

জরুরি প্রয়োজনে অফিসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবনে জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহান, রেল বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



গার্মেন্টস কর্মীদের কি কাজে যোগদান করতে হবে, নাকি হবে না?

২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ গাজীসাব, গার্মেন্টস মালিকরাও সরকারের ঘোষিত ১৪ তারিখ পর্যন্ত ছুটি
ঘোষণার সাথে একাত্বতা ঘোষণা করে ১৪ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।
পুলিশ ঢাকায় ফেরত আসতে চাওয়া সব গার্মেন্টস কর্মীদের ফেরত পাঠিয়ে
দিয়েছে। নো কাম নো আ্উট টু ফ্রম ঢাকা !!

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে নিজেদের রক্ষা করলে দেশও সুরক্ষিত থাকবে

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫১

নেওয়াজ আলি বলেছেন: Good

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.