![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
ভিজে গেলে পড়ে থাকে
দাগ;
দিন গেলে পড়ে থাকে
রাত।
উড়ে গেলে পড়ে থাকে
ছায়া;
চলে গেলে পড়ে থাকে
মায়া।
পুড়ে গেলে পড়ে থাকে
ছাই;
মরে গেলে পড়ে থাকে
নাই।
(১৩/০৬/২০১৪)
©somewhere in net ltd.