নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

নতুন ঠিকানা

২১ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৯

পোকায় খাওয়া শহরটাকে

পিছনে ফেলে,

ছুটে চলে কালনি নামের ট্রেন

কাছে দুরে সবুজ মাঠ, বন, জলাশয়

দু’চোখের পাতা এক করতেই

ঐ দুরে মিলিয়ে যায় লোকালয়।



জানালার কাচে

হাঁসে বিকেলের সোনা রোদ;

সিগারেটের ধোঁয়ায় উড়ে গল্পেরা

পরিচিত মুখের মুখরতায় খুঁজে পাই;

দশবছর আগের ডুব-সাঁতার দিন

বৃষ্টি-ভেজা ক্যাম্পাস, রাত-জাগা সূর্যসেন হল,

চোখে-মুখে ক্লান্তি আর ঘুম কাতুরে ক্লাস রুম।



কমলার কোয়া খুলতে খুলতে

জানালার ওপারে,

ঝুপ করে নামে সন্ধ্যা।

কালনি নামের ট্রেনটা

নিভু নিভু প্রদীপের প্রাচীন শহরের

পেটের মাঝে ঢুকে যায়।



শীতল বাতাসের চাদরে মোড়া

শ্রীমঙ্গল ইষ্টিশনে আসে অস্থিরতা

তারপর,

ট্রেনটা দূর অন্ধকারে মিলিয়ে যায়।



হাজার বছরের স্তব্ধতা বুকে,

শ্রীমঙ্গলের শেষ সীমানায়

যে জনপদ,

অন্ধকারে ডুবে আছে প্রকৃতির মাঝে

তার খোঁজে পথ চলি আমরা,

সাতবন্ধু এক সাথে, দশবছর পর,

খুঁজে পেতে একটি নতুন ঠিকানা।



স্থানঃ করিমপুর চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। (১৪.০৩.২০১৪)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.