![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
আষাঢ়ের পাতাঝরার দিনে
নিঃশ্বাস প্রয়োজনে উঠানামা করে।
জানালার ওপাশে অবহেলায়
গাঙচিল নীল আকাশে একাকী উড়ে।
বড় অহেতুক অলস বিকেলে
বৃষ্টি এসে নামে, তোমার কপালের টিপে।
পায়ের পাতা ভিজে যাওয়া শিহরনে
সবুজ শাড়িতে তোমার নীরবতা লেগে থাকে।
বৃষ্টি ভেজা তুমি বেহুলার মতো
লখিন্দর খোঁজ স্মৃতির সহস্র বছরের পথে।
একটি রজনীগন্ধা মাঠের পাশে
ডুব-সাঁতার পুকুর নিয়ে একা মেতে আছে।
এই অবেলায় ভাবছি বৃষ্টি ভেজা দিনে
কখন এসে তুমি, জীবনের ক্ষত ধুয়ে দিবে।
(২৭।০৬।২০১৪)
২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৪
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা...ভাল থাকবেন...
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৯
আহসানের ব্লগ বলেছেন: বাহ