নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

খুঁজতে থাকি

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মেঘালয়ের আকাশে মোরগফুল লাল সূর্য উঠে

ঘরের কোণায় আঁধারে মাকড়সা জালের দৈর্ঘ্য বাড়ে

জানালায় ওপারে বাতাসে কাঁপে সবুজ বাতাবী লেবু।



সোমেশ্বরী নদীর বুকে খেলা করে জলের স্রোত

অবাধ্য দুপুরে কানামাছি দৌড়ের মতো বৃষ্টি আসে

জিলেপির প্যাচের মতো সংসারে, একটা সুর বাজে।



ভালবাসার মতো,

কাউকে না কাউকে আমরা খুঁজতে থাকি

জীবন ভর খুঁজতে থাকি, খুব নিরবে, সংগোপনে...



(১৬।০৬।২০১৩)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৭

এম. এ. হায়দার বলেছেন: জিলেপির প্যাচের মতো সংসারে, একটা সুর বাজে।

ভালবাসার মতো,
কাউকে না কাউকে আমরা খুঁজতে থাকি
জীবন ভর খুঁজতে থাকি, খুব নিরবে, সংগোপনে... [/si

নিবিড় ভাবনা

+++

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৫

খোরশেদ খোকন বলেছেন: এইযে ধৈর্য নিয়ে কবিতা পড়লেন, মন্তব্য করলেন, সেজন্য আমার কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.