![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
১
বাঘের থাবার মতো নামে অন্ধকার
অন্ধকারের বুকের ভিতর উঠে চাঁদ
চাঁদের সুতোয় বাঁধা ঘুমের সুদীর্ঘ রাত
২
রাতের রহস্য শেষে এলো নতুন দিন
দিনের শুরুতেই শরতের স্বচ্ছ আকাশ
আকাশে তুলার মতো সাদা সাদা মেঘ
৩
মেঘের ভেলায় খেলে অবাধ্য বাতাস
বাতাসে হাতে ঘুড়ে বৃষ্টির জল
জলে-ভেজা পাতাদের সবুজ বিকেল
৪
বিকেলের প্রান্তে শ্যামল-বৃক্ষের ছায়া
ছায়ার মায়া চোখে স্কুল পালানো মেয়েটি
মেয়েটি বলেছিলো “ছুঁয়ে দেখ, আমিই প্রকৃতি”
(২৪।০৫।২০১৩)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
খোরশেদ খোকন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন...
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬
দৃষ্টিসীমানা বলেছেন: সু ন্দর ।ভাল থাকুন ।