নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

ভাবনার যন্ত্রণা

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬

শিশুর জন্য ছুড়ে দেয়া উড়ন্ত চুম্বন
আর দুরন্ত ভালবাসায় ভাসতে থাকে
আমার সকাল বেলার আবেগ;

সূর্য দীঘল একটা দিন
নিমিষেই মিলিয়ে যায়,
গহীন ঘন কুয়াশায়।

জলপাই বনের পাতায়
লেগে থাকা স্বপ্নগুলো
বিকেলেই ফিকে হয়ে যায়।

আগুনে আগুন ঘষে
আগুন বাড়াতে চাই;
তবু দেখি বুকের পাশে
এক মাতাল সমুদ্রের গর্জন।

একদল ভয়ংকর দুঃস্বপ্ন,
রাতের নির্জনে মস্তিষ্কে
সীমাহীন জাল বিস্তার করে।

বুকের ভেতর কিছুটা দীর্ঘশ্বাস
স্থান দখল করে নেয়,
ঠোঁট ছুঁয়ে থাকা নিঃসঙ্গতাকে
ধোঁয়ার ভাষায় অনুবাদ করে; একটি সিগারেট।

জানি, একদিন গিলে খাবে
এইসব ভাবনা, আমাকে তোমাকে।

জানি, একদিন তেপান্তরের পথকে
চেটে-পুটে খেয়ে নেবে, দুপুরের রোদ।

২৫।১০।২০১৪

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

সেজুতি_শিপু বলেছেন: জানি, একদিন তেপান্তরের পথকে
চেটে-পুটে খেয়ে নেবে, দুপুরের রোদ
ভাল লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, নতুন কবিতা লেখার প্রেরণা পেলাম, ভাল থাকবেন...

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা +

ভালো থাকবেন :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুপ্রেরণায়, আমি ধন্য… শুভেচ্ছা...

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১

এমএম মিন্টু বলেছেন: অসাধারন ভালো লাগা থাকলো । ভালো থাকবেন

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

খোরশেদ খোকন বলেছেন: আপনার ভাল লাগায় নিজেকে ধন্য মনে করছি, শুভেচ্ছা...

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০০

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর + + + ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: দারুন।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

খোরশেদ খোকন বলেছেন: পাঠে ও মন্তব্যে আমার কৃতজ্ঞতা জানবেন ৷ শুভেচ্ছা...

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

খোরশেদ খোকন বলেছেন: অসংখ্য ধন্যবাদ...আমার পাতায় আপনাকে পেয়ে, খুব খুশি হলাম। শুভ কামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.