![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
সকাল থেকেই মেঘলা দিন
এক পশলা বৃষ্টি শেষে, বইছে জলজ বাতাস
এদিকে বুকের বাম পাশের একটা বিন্দুতে ব্যথা
প্রথমে ফুলের কলির মতো খুব ছোট করে শুরু হয়েছিল
এখন মনে হচ্ছে, ব্যথাটা পাপড়ি মেলছে...!
হাত ধরে পাশাপাশি পথ হেটে
চারুকলা, রাজু স্মৃতি ভাস্কর্য, রোকেয়া হল ছাড়িয়ে
ফুলার রোড ধরে হাটতে হাটতে পলাশী চলে এসেছি
ব্যথাটার রহস্য উদ্ধারে, সারাদিন মনে মনে শুধুই ভাবছি
দিন চলে গেছে, এখনও রাতের রাজত্বে ব্যথাটা উপস্থিত...!
(০৩/১২/২০১৪)
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮
খোরশেদ খোকন বলেছেন: অনেকদিন পর সামুতে কবিতা পোস্ট দিলাম, আপনার ভাল লাগায় মুগ্ধ হলাম, ধন্যবাদ...
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো কবিতায় ।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
খোরশেদ খোকন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে লেখার নতুন প্রেরণা পেলাম, ভাল থাকবেন...শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩
নিলু বলেছেন: ভালো