![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
এই শহরে
কিছু কিছু শব্দ কলম নয়
হ্রদয় থেকে নেমে আসে।
এই শহরে
বিনয় ঝুলে থাকে
মরা গাছের ডালের মতো, একা।
এই শহরে
ভদ্রতা গ্যাসবেলুনের মতো
শূন্যতায় উড়ে যায়, বহুদূরে।
এই শহরে
বঞ্চনার রোদ গায়ে মেখে
দিন চলে যায়, নিরুদ্দেশে।
এই শহরে
বুকের ভেতর জ্যোৎস্না জমে
মেঘ জমে চোখের কোণে।
এই শহরে
গোলাপের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে
ভাসিয়ে দেই হৃদ-যমুনার জলে।
এই শহরে
নীলাভ স্বপ্নের জাল-বোনা দিনে
হ্রদয় রাজহাঁসের মতো সাঁতার কাটে।
এই শহরে
কেবিনের জানালা দিয়ে দেখি
ভোর হয় শীতলক্ষ্যার জলে।
এই শহরে
উৎকণ্ঠার মহা-সমুদ্রে দিনমান
মাছের মতো ডুবে থাকি, ডুবে থাকি।
এই শহরে
তন্দ্রাচ্ছন্ন বোধের ভিতর
অপেক্ষার আগুন আর নিঃসঙ্গতা।
(২৭ ডিসেম্বর ২০১৪)
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুপ্রেরণায়, আমি ধন্য। ভাল থাকবেন...
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩
নীলস্বপ্ন বলেছেন: সুন্দর লিখেছেন
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪
খোরশেদ খোকন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য।শুভেচ্ছা...
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫
খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুভূতি আমাকে অনুপ্রাণিত করছে।শুভেচ্ছা...
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭
খোরশেদ খোকন বলেছেন: আপনার ভাললাগা মন্তব্য পেয়ে, নিজেকে ভাগ্যবান মনে করছি, শুভেচ্ছা...
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০
তাহসিনুল ইসলাম বলেছেন: এই শহরে একই বাড়ির দোতালার মানুষ তিনতলার মানুষকে চেনে না। চমৎকার কবিতা। ভালো লাগলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
খোরশেদ খোকন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য। শুভেচ্ছা...
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
হৃদয়স্পর্শী ৷
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
খোরশেদ খোকন বলেছেন: নারায়ণগঞ্জ শহরে আমার একাকীত্ব আর বেঁচে থাকা বর্ণনা করেছি বলতে পারেন...ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
নিলু বলেছেন: লিখে যান