![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
এই যে মানুষের কোলাহল
বিচিত্র জীবন, জীবিকা, ব্যস্ততা
এরই মাঝে খুঁজে নিতে হয়;
প্রশান্ত জলাশয়।
যা কিছু দেখছি, তাকে কি অনুভব করছি?
যে মানুষটা হাত বাড়িয়ে দেয়, সেই দুষ্টমির ছলে দূরে চলে যায়
যে মানুষটা মিষ্টি করে হাসে, সেই আবার হাসতে হাসতে দুঃখ লুকায়।
যা কিছু ভাবছি, তাকে কি ছুঁয়ে দেখছি?
যে মানুষটা অহেতুক কথা বলতে থাকে, তারপর কথায় কথা হারিয়ে যায়
যে মানুষটা স্বপ্ন ফেরি করে, তারপর সে নিজেই স্বপ্ন হয়ে রোদে মিলিয়ে যায়।
যা কিছু দেখছি, যা কিছু ভাবছি
এরই মাঝে খুঁজে নিতে হয়;
প্রশান্ত জলাশয়।
(২৪ মার্চ ২০০২)
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৯
খোরশেদ খোকন বলেছেন: আপনার ভাললাগা মন্তব্য পেয়ে, নিজেকে ভাগ্যবান মনে করছি, শুভেচ্ছা...ভাল থাকবেন...
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৯
ডি মুন বলেছেন: আর হ্যাঁ !!
আরেকটা কথা। ~বোঝাপড়া~ নামে রবীঠাকুরের কবিতাটির কথাও মনে পড়ছে আপনার কবিতার শিরোনাম দেখে -
~ ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে। ~
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩
খোরশেদ খোকন বলেছেন: ~বোঝাপড়া~ নামে রবীঠাকুরের কবিতাটির কথাও মনে পড়লো আপনার মন্তব্যে পর।
ভুলেই গিয়েছিলাম!
দেখিতো NET এ পাই কিনা, শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭
ডি মুন বলেছেন: যা কিছু দেখছি, যা কিছু ভাবছি
এরই মাঝে খুঁজে নিতে হয়;
প্রশান্ত জলাশয়।
অসাধারণ একটি কবিতা। খুব ভালো লেগেছে।
বিক্ষিপ্ত নাগরিক মন প্রশান্ত জলাশয় খুঁজে পাক - এমনটাই প্রত্যাশা।
++++
শুভেচ্ছা রইলো কবির প্রতি ।