![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
একদিন ইচ্ছে হলেই
তারার সিঁড়ি বেয়ে চলে যেতে পারতাম
স্বপ্নের দেশে।
একদিন ইচ্ছে হলেই
পৃথিবীকে দাড় করিয়ে রাখতে পারতাম
ঘড়ির কাটায়।
একদিন কবিতার জন্যে
একা একা বহুদূর হেঁটে গেছি,
খুঁজেছি তেপান্তরের সীমানা।
একদিন নতুন শব্দের জন্যে
ভালবাসা অবহেলায় ছুড়ে ফেলে
দু’হাতে ধার করেছি, শুধুই যন্ত্রণা।
আজ হারিয়ে যাওয়া সেই দিনটির জন্যে
মনের ভেতর ভাঙতে ভাঙতে, টুকরো হতে হতে
মিশে যাচ্ছি এই আমি; মৃত্তিকায়।
(২৭ জুলাই ২০০২)
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২
খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুভূতি আমাকে অনুপ্রাণিত করছে। শুভেচ্ছা...
২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
তবুও ছড়িয়ে দিন শব্দের মায়ায় ৷
কারো স্মৃতিতে জাগ্রত রবে ৷
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২
খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুপ্রেরণায়, আমি ধন্য। ভাল থাকবেন...
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮
শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে। ++