![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
নীল রুমালে জড়িয়ে রাখি
একলা থাকা দুপুর।
মেঘমালারা নতজানু হয়
বাজে বৃষ্টির সুর।
জানালায় ওপাশে রোদ পোহায়
একাকী ক্লান্ত বিকেল।
নির্জনতার ঘ্রাণ বুকে নিয়ে
আকাশ হয়ে যায় নীল।
অন্ধকারে চুপচাপ রাত
ঘড়ির কাটায় চলে।
ঘুম ভাঙলেই শুন্য পৃথিবী
বিদায়ের কথা বলে।
(১৪ এপ্রিল ২০১৫)
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫
খোরশেদ খোকন বলেছেন: আপনার ভাল লাগায় নিজেকে ধন্য মনে করছি, শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্মৃতিরা জেগে রয় ৷
সুন্দর ৷