নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

বয়সী বটের ছায়ায়

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২২

দুপুরে রোদের আস্ফালন গায়ে মেখে

ভারি পায়ে পথ হেঁটে ক্লান্ত দেহটা নিয়ে

বয়সী বটের তলায় জমা হয়; আড্ডাবাজ কিছু মানুষ

মনেপড়ে, সেখানটায় একসময় আমরাও

অহেতুক পাশাপাশি বসে থাকতাম; দুপুর বিকেল রাত...!



চায়ের কাপের ধোঁয়া,

সিগারেটের শেষ টানের নীল বেদনা

আর দিনভর স্বপ্নের কথা বলা অতীত

সূর্যালোকের পথে পথে এখনও ঘুরছে

সেই সে দিনগুলির কথা; তুমি ভাবছো কি!



সেদিন দূর আকাশের মেঘ ছাড়িয়ে

উড়ে গেছে চোখের সীমানা ছাড়িয়ে; একাকী শঙ্খচিল।

একটানা বৈশাখের তপ্ত হাওয়ার

আত্মভোলা পথিক আমরা, খুঁজেছি ঠিকানা জলের সীমানায়!



এখন, এতো দূর জীবনের পথ হেঁটে এসে

দু’হাতে চোখের সীমানা বাড়িয়ে দেখি

বয়সী বটের তলায় এসেছে জোনাকির রাত

আর জমে উঠেছে; দূর আকাশের তারা নিয়ে কথামালা!



(২৪ এপ্রিল ২০১৫)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
সময়কে বাধাঁর স্নিগ্ধ প্রয়াস ৷

ফিরে তাকালে বেদনাঘন হৃদয় সিক্ত হয় কখনো.....

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুভূতি আমাকে অনুপ্রাণিত করছে। শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.