![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
শরতের বৃষ্টির জলে
ভিজে যায় শিউলি ফুলের ঘ্রাণ
অচেনা মানুষ নিয়ে; চেনা গন্তব্যে ছুটে চলে ট্রেন।
ধোঁয়া ওরা চায়ের কাপে নতুন গল্পের প্লট দেখে
হটাৎ আনমনা হয়ে যাই।
কথাহীনতায় সময়টা
ভেঙে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়
একবুক নিঃশ্বাস নিয়ে তুমি গল্প বানাও
যে গল্পের আড়ালে আমি শরতের কাশফুলের মতো
উড়ে চলে যাই, উড়ে উড়ে দূরে চলে যাই।
কোলাহল থেমে গেলে
সূর্য ডুবে চেনা নদীর শেষ সীমানায়
মনেপড়ে আমাকেও যেতে হবে দূরে বহুদুরে
শরতের শিউলি ফুলের মতো খুব ভোরে
কথাহীনতায়, ঝরে যাই, শুধুই ঝরে যাই।
(০৮।০৫।১৯৯৯)
০২ রা জুন, ২০১৫ সকাল ৯:১৮
খোরশেদ খোকন বলেছেন: আপনার ভাল লাগায় নিজেকে ধন্য মনে করছি, শুভেচ্ছা...
২| ০৩ রা জুন, ২০১৫ রাত ২:৪৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ঝরে হারালেও বিস্মৃতির অতলে কোথায় যেন আঁচড় রয়ে যায় ৷
স্নিগ্ধ পাঠ ৷
০৩ রা জুন, ২০১৫ রাত ৯:৩৫
খোরশেদ খোকন বলেছেন: আপনার অনুপ্রেরণায় আমি ধন্য… শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ রাত ১১:৩৯
জহরলাল মজুমদার বলেছেন: বেস তো সুন্দরস।