![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
বুকের সীমান্তে
আদিগন্ত নিশীথ সূর্য
নিষিদ্ধ কান্নার সুনিপুণ কোলাহল।
জনস্রোতে মুখ লুকায়
সীমাহীন আঁধার, অবাধ্য মেঘ
গোলাপি আকাশে উড়ে একা গাঙচিল।
এই পথে, জনপদে
নারীর জরায়ু থেকে ছিটকে পরে
রক্তাক্ত মানব সন্তান।
আমি, তুমি, আমরা
চেয়ে চেয়ে দেখি, তারপর চোখ বুজে থাকি
আর আমাদের সাথে চোখ বুজে থাকে রাত্রি।
(১১।০১।২০০৪)
০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
খোরশেদ খোকন বলেছেন: আপনার ভাল লাগায় নিজেকে ধন্য মনে করছি...
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
উপলব্দিতে বিবেকখানি জাগ্রত থাকুক ৷
উপভোগ্য পাঠ ৷