![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
“কোনদিন, যখন পূজা হতো
এভাবে, বৃন্দাবনে খেলা করতো কানাই...”
শরীর যদি হয় মন্দির, তবে
সঙ্গীত যা হবে, তাই তোমার পূজা
ইচ্ছে হলেই দিতে পার, ঢেলে পুরোটাই জীবনের
বাজাতে পারো, নিজেকে নিজের মতো।
যেভাবে বাজায় বাঁশি
কানু বৃন্দাবনে, আর নির্জন রাতের বুকে
কেঁদে কেঁদে যন্ত্রণার সূরা পান করে রাঁধা।
আর চিরদিন বেঁচে থাকে; ভালবাসা নামের
যন্ত্রণা দগ্ধ রাতের রূপকথা।
নির্লিপ্ত নীলিমার নীল বুকে নিয়ে
একা একা দূরে,
বহুদূরে চলে যায় শেষ বিকেলের মেঘ।
আমি দেখি ইচ্ছের মৃত্যু
তুমি, দেখেও দেখনা
সন্ধ্যার বাতাসে কেমন লেগে থাকে,
একটু আবেগ।
(০৭ জুলাই ২০১৫)
©somewhere in net ltd.