![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
“কোনদিন, যখন বৃষ্টি এলো
এভাবে, আমি আমাকে ভিজিয়ে নিলাম...”
আষাঢ়ের মেঘ নিয়ে
আকাশ পরে থাকে একা একা
আর জীবন খুঁজে ফেরে
শব্দ নিয়ে গল্পের পাতানো সুখ।
কালিদাসের মেঘ
দূরে, বহুদূরে উড়ে যায়
আর বুকের মাঝে আদরের ভাঁজে ভাঁজে
জমা হয় মহাকাব্য, সুখের অসুখ।
জীবন, আহ! কি মোহন মায়া।
আমি চেয়ে দেখি মেঘলা আকাশ
রঙের বিন্যাস নিয়ে রঙধনু রোদ।
তুমি মুছে দাও আঁকিবুঁকি; জলছবি
বৃষ্টি আসে; আর একা একা ঝরে যায়
আমি খুঁজে পাই শূন্যতার শোক।
(০৭ জুলাই ২০১৫)
২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২
কলমের কালি শেষ বলেছেন: বিতায় ভাল লেগেছে অনেক ।