![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
“কোনদিন, যখন ইচ্ছেগুলো পরে থাকে
এভাবে, পতিত ফুলের মতো ছড়ানো ছিটানো...”
এই পৃথিবী
যখন ছাদহীন খোলা প্রান্তর
তখন নির্বোধ রোদের আস্ফালনে
দেখি কুয়াশার মিহি চাদরটা
ক্রমেই মিলিয়ে যাচ্ছে দূরে কোথাও...
সমস্ত সমুদ্রের ঢেউ বুকে নিয়ে
চাঁপা আর্তনাদে কাঁপে নিরুপায় মাটি
নিজের চুল খামছে ধরা রোদন নিয়ে
আমার একাকী পথ, আমিই হাটি...
চেয়ে চেয়ে ইচ্ছেগুলোর পতন দেখি
তোমার মতো একটি ফুল ঝরতে দেখি
আর ময়ূরাক্ষী নদীটাকে মরতে দেখি,
তারপর...
পথ ভুলে, অন্যপথে চলতে থাকি।
(০৯ জুলাই ২০১৫)
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫
খোরশেদ খোকন বলেছেন: আপনার উৎসাহ পেয়ে ভাল লাগছে। ভাল থাকবেন সব সময়। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:২০
জেআইসিত্রস বলেছেন: চমৎকার লিখুনি ...........