নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ মৌনতার চিঠি (১২)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

“কোনদিন, যখন আমি পালাই
এভাবে, আমার বৃত্ত থেকে অন্য কোথাও...”

পালাতে চাই
কোথায় কোন অরন্যে?
কোন সুরায় অথবা কোন আফিমে
পালায় মানুষ, যখন তখন?

বাড়ীর জানালা, বারান্দা আর ছাদ পেড়িয়ে
নীল আকাশে ঘুড়ি ওড়ানোর দিন শেষে
একদিন দু’হাতে গড়ে নেই সংসার।

মুছে যাওয়া দিন ভেবে,
ছুঁয়ে যাওয়া ক্ষণ পেতে
কেউ সংসারী হয়, কেউ সংসার ছাড়ে!

জীবন যেন, ভাসমান কচুরিপানার বুকে
ফুটে থাকা বেগুনি-সাদা ফুল;
আর ভেঙে যাওয়া ঘাস ফড়িংয়ের ডানার
এক টুকরো লাল।

পাশাপাশি বসে থাকি, আমি আর মৌনতা
চার দেয়ালে ছবি আঁকে ক্লান্ত দুপুর, অচেনা বিকেল।
তারপর চেনা রাস্তায় নেমে আসে বৃষ্টি-মুখর সন্ধ্যা
রূপকথার রাত শেষ হলে, মৌনতা খুঁজে পায় ভোর।

(১১ জুলাই ২০১৫)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.