![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
“কোনদিন, যখন পাখি নীড়ে ফেরে
এভাবে, আমি জেনে যাই, আমার ঠিকানা নেই...”
সকালের সঙ্গীতে
মৌনতা এলোমেলো উড়ে যায়
দূরে যায় ধোঁয়া ধোঁয়া মেঘ
আর আকাশটা পরে থাকে একা...
একরাশ মৌনতা গায়ে মেখে
নতজানু তুমি, একা জানালায় মানুষের ব্যস্ততা দেখ
আর বিকেল জুড়ে সাজাতে থাকো স্বপ্নের সংসার...
এদিকে ইতিহাসের পাতা জুড়ে
অচিন বৃক্ষের ছায়ায় বসে থাকে বুদ্ধ, একাকী
এই জীবনের মানে কি? আমরা মৌনতায়
কখনই জীবনকে, সেভাবে খুঁজে দেখিনি!
একদিন ইতিহাস পরিবর্তনের খেলা
শেষ হয় আরন্যক রাতে; আর স্মৃতির জোনাকিরা
বেঁচে থাকে মৌনতার বুকে।
(১২ জুলাই ২০১৫)
©somewhere in net ltd.