নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

যারা বৃষ্টিতে ভিজেছিল

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৬

বর্ষার প্লাবিত মগ্নতাকে ছুয়ে গেলো
অলস দুপুর...
উদাস শামুক এক পা দুই পা করে
অদৃশ্য হল...
মাছের সবুজ চোখে ভর করে
এলো ঘুম ঘুম বিকেল...
দিগন্তের শেষ বিন্দুতে ডুব দিলো
মেঘক্লান্ত সূর্য...
সন্ধ্যায় জলমগ্ন ব্যাঙেরা
একটানা গান গাইল...
রাতের বৃষ্টি নিয়ে দেখা হল, ছবি
“যারা বৃষ্টিতে ভিজেছিল”
-----------
১৫ মে ২০১৩

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

সোজা কথা বলেছেন: সন্ধ্যায় জলমগ্ন ব্যাঙেরা
একটানা গান গাইল...

ব্যাঙের গান ভাল্লাগেনা। ব্যাঙের মতো! :P

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৫

খোরশেদ খোকন বলেছেন: ব্যাং
- বুদ্ধদেব বসু

বর্ষায় ব্যাঙের ফুর্তি | বৃষ্টি শেষ, আকাশ নির্বাক ;
উচ্চকিত ঐকতানে শোনা গেল ব্যাঙেদের ডাক |

আদিম উল্লাসে বাজে উন্মুক্ত কণ্ঠের উচ্চ সুর |
আজ কোনো ভয় নেই– বিচ্ছেদের, ক্ষুধার মৃত্যুর |

ঘাস হ’ল ঘন মেঘ ; স্বচ্ছ জল জ’মে আছে মাঠে
উদ্ধত আনন্দগানে উত্সবের দ্বিপ্রহর কাটে |

স্পর্ষময় বর্ষা এল ; কী মসৃণ তরুণ কর্দম !
স্ফীতকণ্ঠ, বীতস্কন্ধ– সংগীতের শরীরী সপ্তম |

আহা কী চিক্কণ কান্তি মেঘস্নিগ্ধ হলুদে-সবুজে !
কাচ-স্বচ্ছ উর্ধ্ব দৃষ্টি চক্ষু যেন ঈশ্বরের খোঁজে

ধ্যানমগ্ন ঋষি-সম | বৃষ্টি শেষ, বেলা প’ড়ে আসে ;
গম্ভীর বন্দনাগান বেজে ওঠে স্তম্ভিত আকাশে |

উচ্চকিত উচ্চ সুর ক্ষীণ হ’লো ; দিন মরে ধুঁকে ;
অন্ধকার শতচ্ছিদ্র একচ্ছন্দা তন্দ্রা-আনা ডাকে |

মধ্যরাত্রে রুদ্ধদ্বার আমরা আরামে শয্যাশায়ী,
স্তব্ ধ পৃথিবীতে শুধু শোনা যায় একাকী উত্সাহী

একটি অক্লান্ত সুর ; নিগূড় মন্ত্রের শেষ শ্লোক —
নিঃসঙ্গ ব্যাঙের কণ্ঠে উত্সারিত — ক্রোক, ক্রোক, ক্রোক |
----------------
ভাই, এবার বুঝেছেন। শুভেচ্ছা।

২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০

রফিক এরশাদ বলেছেন: রাতের বৃষ্টি নিয়ে দেখা হল, ছবি
কারন আমি ছিলাম কবি,
আর এটা ছিল আমার হবি...
পানিতে ডুবে গিয়েছিল আমার ঠ্যাঙ্গেরা,
কারন পানিতে গান গাইছিল ব্যাঙ্গেরা...

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩

খোরশেদ খোকন বলেছেন: ভাই আপনি যে মনোযোগ দিয়ে কবিতাটা পড়েছেন; এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

আসলে বাকি লাইনগুলো আমারই লেখার কথা ছিল কিন্তু আমি যেখানে শেষ করেছি আপনি সেখান থেকে আরও এগিয়ে নিয়ে গেছেন। আমি মানছি, আপনি ভাল লেখেন...

আমার কবিতা নিয়ে ভেবেছেন জেনে খুব আনন্দ হচ্ছে। ভাল থাকবেন।
আপনার অনুপ্রেরণা আমার কাজে লাগবে। শুভেচ্ছা।

৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৩

আরণ্যক রাখাল বলেছেন: যারা বৃষ্টিতে ভিজেছিল একটি কাব্য জয় গোস্বামীর, তাইনা?
কবিতা মোটামুটি ভালো লেগেছে।
মোটামুটি।

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

খোরশেদ খোকন বলেছেন: হ্যা। "যারা বৃষ্টিতে ভিজেছিল (কাব্যোপন্যাস-জয় গোস্বামী)। এদিকে "যারা বৃষ্টিতে ভিজেছিল"- "Those who drenched in the rain ..."নামে একটা বাংলা সিনেমাও আছে। আমি সিনেমার কথা বলেছি।
শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.